ETV Bharat / sports

যশস্বীর বিতর্কিত আউটে খেপে উঠল মেলবোর্নের গ্য়ালারি, রোহিত বললেন 'দুর্ভাগ্য' - BORDER GAVASKAR TROPHY

থার্ড আম্পায়ার সৈকত শারফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ মেলবোর্নের গ্যালারিতে ৷ যশস্বীকে আউট দেওয়ার কতটা যুক্তিযুক্ত, কী বলছেন সাইমন টাফেল ?

YASHASVI JAISWAL
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট যশস্বী (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 30, 2024, 1:48 PM IST

মেলবোর্ন, 30 ডিসেম্বর: ভারতের রান তখন ছয় উইকেটে 140 ৷ ম্য়াচ বাঁচাতে ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে হবে আরও 11 ওভার ৷ ক্রিজে স্পেশালিস্ট ব্যাটার বলতে একমাত্র যশস্বী জয়সওয়াল তখন ব্য়াট করছেন 84 রানে ৷ 71তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সের একটি বাউন্সার হুক করতে গিয়ে তা মিস করেন ভারতীয় ওপেনার ৷ বল উইকেটরক্ষকের হাতে গিয়ে জমা পড়তেই আবেদন করেন অজি ক্রিকেটাররা ৷ অন-ফিল্ড আম্পায়ার আউট না-দেওয়ায় ডিআরএস নেয় অস্ট্রেলিয়া ৷ স্নিকোমিটারে কোনও স্পাইক দেখা না-গেলেও থার্ড-আম্পায়ার আউট দেওয়ায় তৈরি হয় বিতর্ক ৷

ভারতীয় ব্যাটিং লাইন-আপের শেষ স্পেশালিস্ট ব্য়াটারকে এমন বিতর্কিত আউট দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি এমসিজি'তে হাজির ভারতীয় সমর্থকরা ৷ এমনিতেই কনস্টাস-কাণ্ডে বক্সিং-ডে টেস্টের শুরু থেকে তেতে রয়েছে গ্য়ালারি ৷ এদিনের ঘটনা যেন তাতে ঘৃতাহুতি দেয় ৷ স্নিকোমিটার প্রযুক্তিতে আউট বোঝা না-গেলেও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার সৈকত শারফুদ্দৌলা ৷ এরপরই অজি শিবিরকে 'প্রতারক' বলে সমস্বরে চেঁচাতে থাকেন ভারতের ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি ৷ শেষমেশ 184 রানে ম্য়াচ হারতে হয় ভারতকে ৷

থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষে না-গেলেও খালি চোখে স্পষ্ট যে, যশস্বীর ব্যাট অথবা গ্লাভসে আংশিক প্রতিহত হয়ে গতিপথ বদল হয়েছিল বলের ৷ বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চ্যানেল 7-এ নিজের অবস্থান স্পষ্ট করেন প্রাক্তন আইসিসি'র এলিট প্য়ানেল আম্পায়ার সাইমন টাফেল ৷ বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, "আমার চোখে এটা আউট ৷ শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ৷ প্রযুক্তি নিয়ে আমরা অযথা কাটাছেঁড়া করি ৷ থার্ড আম্পায়ার স্বচক্ষে যখন দেখছেন নিশ্চিতভাবে একটা বিচ্যুতি ঘটেছে সেখানে প্রযুক্তির সাহায্যে প্রমাণের কোনও প্রয়োজনই নেই ৷"

টাফেল আরও জানান, থার্ড আম্পায়ার স্বচক্ষে যেটা দেখছেন সেটাই চূড়ান্ত প্রমাণ ৷ সবমিলিয়ে যশস্বীকে আউটের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের থার্ড আম্পায়ার সৈকত শারফুদ্দৌলাকে বাহবা দেন তিনি ৷ ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খুলেছেন রোহিত শর্মাও ৷ তিনি বলেন, "জানি না কী বলব ৷ খালি চোখে দেখে মনে হয়েছে বল কিছুতে একটা লেগেছিল ৷ প্রযুক্তি একশো শতাংশ সঠিক নয় ৷ কিন্তু বিষয়টা হচ্ছে এরকম সিদ্ধান্তের কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফল ভুগছি আমরাই ৷ যেটা দুর্ভাগ্যজনক ৷"

আরও পড়ুন:

মেলবোর্ন, 30 ডিসেম্বর: ভারতের রান তখন ছয় উইকেটে 140 ৷ ম্য়াচ বাঁচাতে ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে হবে আরও 11 ওভার ৷ ক্রিজে স্পেশালিস্ট ব্যাটার বলতে একমাত্র যশস্বী জয়সওয়াল তখন ব্য়াট করছেন 84 রানে ৷ 71তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সের একটি বাউন্সার হুক করতে গিয়ে তা মিস করেন ভারতীয় ওপেনার ৷ বল উইকেটরক্ষকের হাতে গিয়ে জমা পড়তেই আবেদন করেন অজি ক্রিকেটাররা ৷ অন-ফিল্ড আম্পায়ার আউট না-দেওয়ায় ডিআরএস নেয় অস্ট্রেলিয়া ৷ স্নিকোমিটারে কোনও স্পাইক দেখা না-গেলেও থার্ড-আম্পায়ার আউট দেওয়ায় তৈরি হয় বিতর্ক ৷

ভারতীয় ব্যাটিং লাইন-আপের শেষ স্পেশালিস্ট ব্য়াটারকে এমন বিতর্কিত আউট দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি এমসিজি'তে হাজির ভারতীয় সমর্থকরা ৷ এমনিতেই কনস্টাস-কাণ্ডে বক্সিং-ডে টেস্টের শুরু থেকে তেতে রয়েছে গ্য়ালারি ৷ এদিনের ঘটনা যেন তাতে ঘৃতাহুতি দেয় ৷ স্নিকোমিটার প্রযুক্তিতে আউট বোঝা না-গেলেও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার সৈকত শারফুদ্দৌলা ৷ এরপরই অজি শিবিরকে 'প্রতারক' বলে সমস্বরে চেঁচাতে থাকেন ভারতের ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি ৷ শেষমেশ 184 রানে ম্য়াচ হারতে হয় ভারতকে ৷

থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষে না-গেলেও খালি চোখে স্পষ্ট যে, যশস্বীর ব্যাট অথবা গ্লাভসে আংশিক প্রতিহত হয়ে গতিপথ বদল হয়েছিল বলের ৷ বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চ্যানেল 7-এ নিজের অবস্থান স্পষ্ট করেন প্রাক্তন আইসিসি'র এলিট প্য়ানেল আম্পায়ার সাইমন টাফেল ৷ বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, "আমার চোখে এটা আউট ৷ শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ৷ প্রযুক্তি নিয়ে আমরা অযথা কাটাছেঁড়া করি ৷ থার্ড আম্পায়ার স্বচক্ষে যখন দেখছেন নিশ্চিতভাবে একটা বিচ্যুতি ঘটেছে সেখানে প্রযুক্তির সাহায্যে প্রমাণের কোনও প্রয়োজনই নেই ৷"

টাফেল আরও জানান, থার্ড আম্পায়ার স্বচক্ষে যেটা দেখছেন সেটাই চূড়ান্ত প্রমাণ ৷ সবমিলিয়ে যশস্বীকে আউটের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের থার্ড আম্পায়ার সৈকত শারফুদ্দৌলাকে বাহবা দেন তিনি ৷ ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খুলেছেন রোহিত শর্মাও ৷ তিনি বলেন, "জানি না কী বলব ৷ খালি চোখে দেখে মনে হয়েছে বল কিছুতে একটা লেগেছিল ৷ প্রযুক্তি একশো শতাংশ সঠিক নয় ৷ কিন্তু বিষয়টা হচ্ছে এরকম সিদ্ধান্তের কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফল ভুগছি আমরাই ৷ যেটা দুর্ভাগ্যজনক ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.