ETV Bharat / technology

আরও স্লিম Samsung Galaxy S25, ক্যামেরায় রয়েছে ALoP প্রযুক্তি - SAMSUNG GALAXY S25 SLIM

স্যামসাং-এর সেমিকন্ডাক্টর ALoP (অল লেন্স অন প্রিজম) ক্যামেরা প্রযুক্তি আসন্ন Samsung S25 স্লিমে ব্যবহার করা হয়েছে ৷

Samsung Galaxy s25
amsung Galaxy S25 Slim নতুন ALOP প্রযুক্তি ব্যবহার করতে পারে (ছবি Samsung)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 30, 2024, 12:39 PM IST

হায়দরাবাদ: নতুন বছরে লঞ্চ করতে চলেছে Samsung Galaxy S25 সিরিজ ৷ ফ্ল্যাগশিপ সিরিজের এই স্মার্টফোনের ক্যামেরায় যোগ করা হতে পারে ALoP প্রযুক্তি ৷ জানা গিয়েছে Galaxy S25 Slim 2025 লঞ্চ করবে ৷ এতে ALoP (All Lenses on Prism) প্রযুক্তির লেন্স ব্যবহার করায় এটি আগের থেকে স্লিম হলেও ছবির গুণগতমানও উন্নত হবে ৷

বাজেট 10 হাজার, চাই AI! Lava Yuva 2 5G না Moto G35 5G কোনটা কিনবেন

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy S25 ফ্ল্যাগশিপ সিরিজের সঙ্গে Galaxy S25 Slim স্মার্টফোনটি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে । ইতিমধ্যেই 'স্লিম' ফ্ল্যাগশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে ৷ Jukanlosreve নামে এক টিপস্টার Mertiz Securities নামক একটি সংস্থার নাম উল্লেখ করে জানান, ক্যামেরা বাম্পকে স্লিম করতে নতুন ডিভাইসে ALoP প্রযুক্তি ব্যবহার করা হবে । উপরন্তু, গ্যালাক্সি S25 স্লিম মডেলটিতে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দেওয়া হবে ৷

Samsung Galaxy s25
সাধারণ ক্যামেরার জুম কাঠামো এবং ALoP ক্যামেরা প্রযুক্তি (ছবি Samsung)

নতুন বছরে ভারতের বাজারে মিলবে রেডমির 14 সিরিজ

টেলিফটো ক্যামেরা শুধুমাত্র Galaxy S25 Slim স্মার্টফোনে থাকবে ৷ Galaxy S25 এবং Galaxy S25+ এর টেলিফটো ক্যামেরা থাকবে না ৷ Samsung এর ব্লগ পোস্ট অনুসারে , Galaxy S25 Slim মডেলটি 7mm হবে। স্মার্টফোনটিতে একটি শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ-এর সুবিধা থাকবে ৷ এতে একটি 200MP মেন ক্যামেরা এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে । এই সিরিজে ALoP প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷

ALoP প্রযুক্তি কি এবং এটি কিভাবে কাজ করে ?

ALoP মানে 'অল লেন্স অন প্রিজম'। ALoP প্রযুক্তিটি সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য, আসুন জেনে নেওয়া যাক কিভাবে এটি ছবি তোলে । সাধারণত, ভালোমানের ছবি তোলার জন্য ক্যামেরা লেন্স জুম করতে হয় ৷ সেক্ষেত্রে ডিভাইসটি স্লিম হয়না ৷ ক্যামেরা টেলিফটো লেন্স ব্যবহারের ফলে লেন্সগুলি প্রিজম এবং একটি ইমেজ সেন্সরের মধ্যে উল্লম্বভাবে স্থাপন করবে । এই সেটআপের কারণে ডিভাইসটিও পাতলা হয় অনেকটা ৷ তবে লেন্সের অবস্থানের কারণে ছবি গুণগতমান ভালো হয় ৷

Galaxy S25 Slim-এর অন্যান্য ফিচার

উজ্জ্বলতা: ALoP-এর অনন্য অপটিক্স ডিজাইন 80mm ফোকাল ও f/2.58 অ্যাপারচারে ছবি তুলতে সক্ষম ৷ পাশাপাশি অন্ধকারেও যেকোনও ছবি নিখুঁত ভাবে তুলতে পারে ৷

কমপ্যাক্ট সাইজ: ALoP-এর আর্কিটেকচারের কারণে মডিউলের দৈর্ঘ্য 22 শতাংশ ছোট করা হয়েছে । 40˚টিল্টেড প্রিজম রিফ্লেকশন সারফেস এবং 10˚-টাইটেড সেন্সর অ্যাসেম্বলি কম মডিউল উচ্চতায় উন্নত গুণমানের ছবি তুলতে পারে ৷ ক্যামেরার দৈর্ঘ কম হওয়ায় এই স্মার্টফোন অনেকটাই পাতলা ৷

Samsung Galaxy S25 Slim প্রতীক্ষিত Galaxy S25 সিরিজের অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই স্লিম ৷ Galaxy Unpacked ইভেন্টে উল্লেখ করা হয়েছে, 23 জানুয়ারী, 2025 লঞ্চ করা হবে ৷ আসন্ন এই স্মার্টফোনটি প্রি-অর্ডার 24 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত করা হবে । 4 ফেব্রুয়ারি, 2025 থেকে ফোনটির বিক্রি শুরু হবে ৷

প্রকাশ্যে Nothing Phone 3 সিরিজের ফিচার, কেনার আগে জেনে নিন

হায়দরাবাদ: নতুন বছরে লঞ্চ করতে চলেছে Samsung Galaxy S25 সিরিজ ৷ ফ্ল্যাগশিপ সিরিজের এই স্মার্টফোনের ক্যামেরায় যোগ করা হতে পারে ALoP প্রযুক্তি ৷ জানা গিয়েছে Galaxy S25 Slim 2025 লঞ্চ করবে ৷ এতে ALoP (All Lenses on Prism) প্রযুক্তির লেন্স ব্যবহার করায় এটি আগের থেকে স্লিম হলেও ছবির গুণগতমানও উন্নত হবে ৷

বাজেট 10 হাজার, চাই AI! Lava Yuva 2 5G না Moto G35 5G কোনটা কিনবেন

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy S25 ফ্ল্যাগশিপ সিরিজের সঙ্গে Galaxy S25 Slim স্মার্টফোনটি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে । ইতিমধ্যেই 'স্লিম' ফ্ল্যাগশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে ৷ Jukanlosreve নামে এক টিপস্টার Mertiz Securities নামক একটি সংস্থার নাম উল্লেখ করে জানান, ক্যামেরা বাম্পকে স্লিম করতে নতুন ডিভাইসে ALoP প্রযুক্তি ব্যবহার করা হবে । উপরন্তু, গ্যালাক্সি S25 স্লিম মডেলটিতে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দেওয়া হবে ৷

Samsung Galaxy s25
সাধারণ ক্যামেরার জুম কাঠামো এবং ALoP ক্যামেরা প্রযুক্তি (ছবি Samsung)

নতুন বছরে ভারতের বাজারে মিলবে রেডমির 14 সিরিজ

টেলিফটো ক্যামেরা শুধুমাত্র Galaxy S25 Slim স্মার্টফোনে থাকবে ৷ Galaxy S25 এবং Galaxy S25+ এর টেলিফটো ক্যামেরা থাকবে না ৷ Samsung এর ব্লগ পোস্ট অনুসারে , Galaxy S25 Slim মডেলটি 7mm হবে। স্মার্টফোনটিতে একটি শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ-এর সুবিধা থাকবে ৷ এতে একটি 200MP মেন ক্যামেরা এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে । এই সিরিজে ALoP প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷

ALoP প্রযুক্তি কি এবং এটি কিভাবে কাজ করে ?

ALoP মানে 'অল লেন্স অন প্রিজম'। ALoP প্রযুক্তিটি সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য, আসুন জেনে নেওয়া যাক কিভাবে এটি ছবি তোলে । সাধারণত, ভালোমানের ছবি তোলার জন্য ক্যামেরা লেন্স জুম করতে হয় ৷ সেক্ষেত্রে ডিভাইসটি স্লিম হয়না ৷ ক্যামেরা টেলিফটো লেন্স ব্যবহারের ফলে লেন্সগুলি প্রিজম এবং একটি ইমেজ সেন্সরের মধ্যে উল্লম্বভাবে স্থাপন করবে । এই সেটআপের কারণে ডিভাইসটিও পাতলা হয় অনেকটা ৷ তবে লেন্সের অবস্থানের কারণে ছবি গুণগতমান ভালো হয় ৷

Galaxy S25 Slim-এর অন্যান্য ফিচার

উজ্জ্বলতা: ALoP-এর অনন্য অপটিক্স ডিজাইন 80mm ফোকাল ও f/2.58 অ্যাপারচারে ছবি তুলতে সক্ষম ৷ পাশাপাশি অন্ধকারেও যেকোনও ছবি নিখুঁত ভাবে তুলতে পারে ৷

কমপ্যাক্ট সাইজ: ALoP-এর আর্কিটেকচারের কারণে মডিউলের দৈর্ঘ্য 22 শতাংশ ছোট করা হয়েছে । 40˚টিল্টেড প্রিজম রিফ্লেকশন সারফেস এবং 10˚-টাইটেড সেন্সর অ্যাসেম্বলি কম মডিউল উচ্চতায় উন্নত গুণমানের ছবি তুলতে পারে ৷ ক্যামেরার দৈর্ঘ কম হওয়ায় এই স্মার্টফোন অনেকটাই পাতলা ৷

Samsung Galaxy S25 Slim প্রতীক্ষিত Galaxy S25 সিরিজের অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই স্লিম ৷ Galaxy Unpacked ইভেন্টে উল্লেখ করা হয়েছে, 23 জানুয়ারী, 2025 লঞ্চ করা হবে ৷ আসন্ন এই স্মার্টফোনটি প্রি-অর্ডার 24 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত করা হবে । 4 ফেব্রুয়ারি, 2025 থেকে ফোনটির বিক্রি শুরু হবে ৷

প্রকাশ্যে Nothing Phone 3 সিরিজের ফিচার, কেনার আগে জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.