ETV Bharat / state

রাজ্যে গণভোট হলে 1 মিনিটও মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা, কটাক্ষ মুকুলের

রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে সারা দেশে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে গণভোটের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তাঁর কী মত জানতে চাইলে মুকুল রায় বলেন , "রাজ্যে গণভোট হোক । তবে বোঝা যাবে তাঁকে কে মুখ্যমন্ত্রী হিসেবে চায় । আমি নিশ্চিত গণভোট হলে তিনি এক মিনিটও মুখ্যমন্ত্রী থাকবেন না ।"

mukul
মুকুল
author img

By

Published : Dec 19, 2019, 11:20 PM IST

Updated : Dec 20, 2019, 5:14 PM IST

কলকাতা , 19 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজ্যে গণভোটের দাবি তুললেন মুকুল রায় । তিনি বললেন "যদি রাজ্যে গণভোট হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিটও মুখ্যমন্ত্রী থাকবেন না । " নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ নিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে দেশে গণভোট হওয়া উচিত বলে কলকাতার এক সভায় আজ বলেন মমতা । সেই প্রসঙ্গে এ কথা বলেন মুকুল রায় । রাজ্যপাল জগদীপ ধনকড়ও টুইট করে মমতাকে গণভোট সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করতে বলেন ।

রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে সারাদেশে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে গণভোটের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতার রানি রাসমণি রোডের এক সভা থেকে তিনি বলেন, "সারাদেশে NRC ও CAA নিয়ে একটা গণভোট হোক । তবেই বোঝা যাবে দেশের মানুষ কী চায় । আর এই ভোট হবে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে । " তাঁর এই বক্তব্যের পরে জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে । রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে মমতাকে এই বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন । তিনি টুইটে লেখেন , 'নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তা খারিজ হয়েছে । আমি সকলকে বলব শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করুন । যাতে জনজীবন ফের স্বাভাবিক হয় । ' মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে আরও একটি টুইট করেন রাজ্যপাল । সেখানে মমতাকে তাঁর বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ করে লেখেন, 'আমরা আমরা জাতীয়তাবাদের সঙ্গে আপস করতে পারি না । দেশ সবার আগে । আমি নিশ্চিত আমার অনুরোধ শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্য প্রত্যাহার করবেন । এই বক্তব্যে দেশের নাগরিক হিসেবে আমি ব্যথিত ।'

দেখুন ভিডিয়ো...

নাগরিকত্ব (সংশোধনী) আইন ইশুতে মুখ্যমন্ত্রী যে কোনওভাবেই পিছু হটতে চান না, এই কয়েকদিনে তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন । আর দেশের অধিকাংশ মানুষ যে এই আইনের বিপক্ষে, গণভোটের দাবি তুলে সেটাই আজ বলতে চেয়েছেন মমতা বলে রাজনৈতিক মহলের একাংশের মত । গণভোটের দাবি তোলার পরই তাঁকে আক্রমণ করে BJP । মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তাঁর কী মত জানতে চাইলে মুকুল রায় বলেন , "রাজ্যে গণভোট হোক । তবে বোঝা যাবে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) কে মুখ্যমন্ত্রী হিসেবে চায় । আমি নিশ্চিত গণভোট হলে তিনি এক মিনিটও মুখ্যমন্ত্রী থাকবেন না । আর এই কথা তো আগে শোনা গিয়েছিল পাকিস্তানের তরফে 370 ধারা প্রত্যাহারের পর । তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে ?"

কলকাতা , 19 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজ্যে গণভোটের দাবি তুললেন মুকুল রায় । তিনি বললেন "যদি রাজ্যে গণভোট হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিটও মুখ্যমন্ত্রী থাকবেন না । " নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ নিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে দেশে গণভোট হওয়া উচিত বলে কলকাতার এক সভায় আজ বলেন মমতা । সেই প্রসঙ্গে এ কথা বলেন মুকুল রায় । রাজ্যপাল জগদীপ ধনকড়ও টুইট করে মমতাকে গণভোট সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করতে বলেন ।

রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে সারাদেশে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে গণভোটের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতার রানি রাসমণি রোডের এক সভা থেকে তিনি বলেন, "সারাদেশে NRC ও CAA নিয়ে একটা গণভোট হোক । তবেই বোঝা যাবে দেশের মানুষ কী চায় । আর এই ভোট হবে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে । " তাঁর এই বক্তব্যের পরে জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে । রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে মমতাকে এই বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন । তিনি টুইটে লেখেন , 'নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তা খারিজ হয়েছে । আমি সকলকে বলব শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করুন । যাতে জনজীবন ফের স্বাভাবিক হয় । ' মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে আরও একটি টুইট করেন রাজ্যপাল । সেখানে মমতাকে তাঁর বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ করে লেখেন, 'আমরা আমরা জাতীয়তাবাদের সঙ্গে আপস করতে পারি না । দেশ সবার আগে । আমি নিশ্চিত আমার অনুরোধ শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্য প্রত্যাহার করবেন । এই বক্তব্যে দেশের নাগরিক হিসেবে আমি ব্যথিত ।'

দেখুন ভিডিয়ো...

নাগরিকত্ব (সংশোধনী) আইন ইশুতে মুখ্যমন্ত্রী যে কোনওভাবেই পিছু হটতে চান না, এই কয়েকদিনে তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন । আর দেশের অধিকাংশ মানুষ যে এই আইনের বিপক্ষে, গণভোটের দাবি তুলে সেটাই আজ বলতে চেয়েছেন মমতা বলে রাজনৈতিক মহলের একাংশের মত । গণভোটের দাবি তোলার পরই তাঁকে আক্রমণ করে BJP । মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তাঁর কী মত জানতে চাইলে মুকুল রায় বলেন , "রাজ্যে গণভোট হোক । তবে বোঝা যাবে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) কে মুখ্যমন্ত্রী হিসেবে চায় । আমি নিশ্চিত গণভোট হলে তিনি এক মিনিটও মুখ্যমন্ত্রী থাকবেন না । আর এই কথা তো আগে শোনা গিয়েছিল পাকিস্তানের তরফে 370 ধারা প্রত্যাহারের পর । তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে ?"

New Delhi, Dec 19 (ANI): Prime Minister Narendra Modi met Prime Minister of Portugal, Antonio Costa, at Hyderabad House in Delhi on December 19. The Portugal PM is on a two-day visit to India. Costa's present visit to India is his first bilateral visit outside Europe after being re-elected as the Prime Minister on October 6, 2019. His visit, however, comes in the wake of countrywide protests against Citizenship Amendment Act (CAA).
Last Updated : Dec 20, 2019, 5:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.