ETV Bharat / state

ভোটের রণকৌশল ঠিক করতে ২৫ শে তৃণমূলের কোর কমিটির বৈঠক

লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 12, 2019, 11:12 PM IST

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি নজরুল মঞ্চ হবে কোর কমিটির এই বিশেষ বৈঠক। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন দলের অন্য নেতারাও।

সূত্রের খবর, লোকসভা ভোটের জন্য দলীয় প্রার্থী বাছাই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই বৈঠক হবে। পাশাপাশি BJP বিরোধী লড়াইকে আরও তীব্র করার জন্যও বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি নজরুল মঞ্চ হবে কোর কমিটির এই বিশেষ বৈঠক। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন দলের অন্য নেতারাও।

সূত্রের খবর, লোকসভা ভোটের জন্য দলীয় প্রার্থী বাছাই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই বৈঠক হবে। পাশাপাশি BJP বিরোধী লড়াইকে আরও তীব্র করার জন্যও বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

Kolkata (West Bengal), Feb 12 (ANI): While addressing media person at Kolkata airport Mamata Banerjee said, "People of this country are very intelligent. We admire Bhupen Hazarika, he is not only the good music director and singer of Assam but is appreciated all over the country. We respect him now when his family has taken the sentiments regarding Citizenship Amendment bill. I think we appreciate their sentiment and this Modi government should understand the feelings of the Northeastern people. We (Trinamool Congress) opposed this bill from the beginning when the agreement has been signed by then prime minister Indira Gandhi and Mujibur Rahman and the Liaquat-Nehru Pact happened at that time, then what is the need of this citizenship bill again, why they are changing the strategy every day and insulting the people in the name of citizenship amendment bill. We cannot divide the people in the name of Hindu, Muslim, Sikh, Christian; we want to see that every citizen of this country is honored".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.