ETV Bharat / state

মমতার নতুন কবিতা 'জরুরী'

আজ নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কবিতায় নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি ।

mamata
author img

By

Published : May 22, 2019, 10:19 PM IST

কলকাতা, 22 মে : ফের গর্জে উঠল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম । এবারের লোকসভা নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী । কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদের ভাষা তুলে ধরলেন ।

মুখ্যমন্ত্রীর কথায় 'গণতন্ত্র গুহায়' । আগামীকাল ভোটগণনার আগে আজ মমতা লিখলেন নতুন কবিতা 'জরুরী' । যেখানে নির্বাচন নিয়ে তিনি নিজের প্রতিক্রিয়া জানালেন । প্রশ্ন তুললেন, 'কি দেখলে নির্বাচন?' একই সঙ্গে তার প্রশ্ন, 'নির্বাসনও কি জরুরী?'

jaruri
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা

এর আগেও একাধিকবার কবিতার মাধ্যমে নিজের মতপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী । সম্প্রতি BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোয়ে বিশৃঙ্খলা এবং তারপর বিদ্যাসাগরের মূর্তিভাঙা প্রসঙ্গে গর্জে উঠেছিল মমতার কলম । সেদিন লিখেছিলেন 'লজ্জিত', যার ছত্রে ছত্রে ছিল সেদিনের ঘটনার প্রতি ধিক্কার ।

কলকাতা, 22 মে : ফের গর্জে উঠল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম । এবারের লোকসভা নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী । কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদের ভাষা তুলে ধরলেন ।

মুখ্যমন্ত্রীর কথায় 'গণতন্ত্র গুহায়' । আগামীকাল ভোটগণনার আগে আজ মমতা লিখলেন নতুন কবিতা 'জরুরী' । যেখানে নির্বাচন নিয়ে তিনি নিজের প্রতিক্রিয়া জানালেন । প্রশ্ন তুললেন, 'কি দেখলে নির্বাচন?' একই সঙ্গে তার প্রশ্ন, 'নির্বাসনও কি জরুরী?'

jaruri
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা

এর আগেও একাধিকবার কবিতার মাধ্যমে নিজের মতপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী । সম্প্রতি BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোয়ে বিশৃঙ্খলা এবং তারপর বিদ্যাসাগরের মূর্তিভাঙা প্রসঙ্গে গর্জে উঠেছিল মমতার কলম । সেদিন লিখেছিলেন 'লজ্জিত', যার ছত্রে ছত্রে ছিল সেদিনের ঘটনার প্রতি ধিক্কার ।

Mumbai, May 22 (ANI): A day before the declaration of Lok Sabha elections results, Nationalist Congress Party (NCP) leader and former Maharashtra Minister Jaydutt Kshirsagar joined Shiv Sena in Mumbai today. He joined Shiv Sena in presence of party chief Uddhav Thackeray. He submitted his resignation today to speaker Haribhau Bagade.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.