কলকাতা, 22 মে : ফের গর্জে উঠল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম । এবারের লোকসভা নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী । কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদের ভাষা তুলে ধরলেন ।
মুখ্যমন্ত্রীর কথায় 'গণতন্ত্র গুহায়' । আগামীকাল ভোটগণনার আগে আজ মমতা লিখলেন নতুন কবিতা 'জরুরী' । যেখানে নির্বাচন নিয়ে তিনি নিজের প্রতিক্রিয়া জানালেন । প্রশ্ন তুললেন, 'কি দেখলে নির্বাচন?' একই সঙ্গে তার প্রশ্ন, 'নির্বাসনও কি জরুরী?'
এর আগেও একাধিকবার কবিতার মাধ্যমে নিজের মতপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী । সম্প্রতি BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোয়ে বিশৃঙ্খলা এবং তারপর বিদ্যাসাগরের মূর্তিভাঙা প্রসঙ্গে গর্জে উঠেছিল মমতার কলম । সেদিন লিখেছিলেন 'লজ্জিত', যার ছত্রে ছত্রে ছিল সেদিনের ঘটনার প্রতি ধিক্কার ।