ETV Bharat / state

এগজ়িট পোলের গল্প দিয়ে EVM বদলের ছক, টুইট মমতার - CM

এগজ়িট পোল আদতে একটি পরচর্চা মাত্র । কয়েক হাজার EVM পরিবর্তনের জন্য এই ছক, টুইট করে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

mamata
author img

By

Published : May 19, 2019, 8:13 PM IST

Updated : May 19, 2019, 8:37 PM IST

কলকাতা, ১৯ মে : বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি BJP-র বিরুদ্ধে 'EVM চুরির' অভিযোগ তুলে মমতার দাবি, বুথ ফেরত সমীক্ষা (এগজ়িট পোল) আসলে একটি গল্প ।

  • I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together

    — Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই শেষ হল এবারের লোকসভা নির্বাচন । আগামী ২৩ মে ফলপ্রকাশ । সপ্তম পর্ব শেষ হতেই সংবাদমাধ্যম জুড়ে বুথ ফেরত সমীক্ষার তোড়জোড় । শুধু সাধারণ মানুষই নন, যেদিকে তাকিয়ে ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকরা । বুথ ফেরত সমীক্ষার প্রাথমিক ইঙ্গিত, এবারেও ক্ষমতায় আসছেন BJP নেতৃত্বাধীন NDA জোট । আর তখনই টুইট করলেন মমতা । বললেন, 'এগজ়িট পোল আদতে একটি পরচর্চা মাত্র । কয়েক হাজার EVM পরিবর্তনের জন্য এই ছক ।'

মমতা আরও লিখেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হতে হবে । সকল বিরোধী দলকে একজোট হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, ১৯ মে : বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি BJP-র বিরুদ্ধে 'EVM চুরির' অভিযোগ তুলে মমতার দাবি, বুথ ফেরত সমীক্ষা (এগজ়িট পোল) আসলে একটি গল্প ।

  • I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together

    — Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই শেষ হল এবারের লোকসভা নির্বাচন । আগামী ২৩ মে ফলপ্রকাশ । সপ্তম পর্ব শেষ হতেই সংবাদমাধ্যম জুড়ে বুথ ফেরত সমীক্ষার তোড়জোড় । শুধু সাধারণ মানুষই নন, যেদিকে তাকিয়ে ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকরা । বুথ ফেরত সমীক্ষার প্রাথমিক ইঙ্গিত, এবারেও ক্ষমতায় আসছেন BJP নেতৃত্বাধীন NDA জোট । আর তখনই টুইট করলেন মমতা । বললেন, 'এগজ়িট পোল আদতে একটি পরচর্চা মাত্র । কয়েক হাজার EVM পরিবর্তনের জন্য এই ছক ।'

মমতা আরও লিখেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হতে হবে । সকল বিরোধী দলকে একজোট হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Arrah (Bihar), May 19 (ANI): Police official on polling duty was allegedly attacked for stopping bogus voting at polling booth 49 in Bihar's Arrah today. Due to the incident, polling was interrupted for some time. However, in a short while the security forces were able to control the situation. Arrah ADM Kumar Manglam said, "We received information of stone pelting but there has been no disturbance in voting, some people might have tried to create trouble, they have been chased out".
Last Updated : May 19, 2019, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.