ETV Bharat / state

Odisha Train Accident: কোন ফান্ড থেকে রেল দুর্ঘটনার সাহায্য, বিজেপি নেতাদের মুখে লিউকোপ্লাস্টার লাগানোর পরামর্শ মমতার - শুভেন্দু অধিকারী

বালাসোরে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছে রাজ্য সরকার ৷ সেই সাহায্যের তহবিলের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার পালটা জবাবে বিজেপি নেতাদের মুখে লিউকোপ্লাস্টার লাগানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Odisha Train Accident
Odisha Train Accident
author img

By

Published : Jun 8, 2023, 7:57 PM IST

কলকাতা, 8 জুন: রেল দুর্ঘটনায় মৃত্যু ও আহতদের আর্থিক সাহায্য রাজ্য সরকারের তরফ থেকে কোন দফতরের অর্থ দিয়ে দেওয়া হয়েছে, তাই নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল । বৃহস্পতিবার সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমি কোথা থেকে টাকা দিয়েছি, সেটা তাদের দেখার দরকার কি ? তারা কী জানে কোনও কিছু ? এটা বিপর্যয় মোকাবিলা দফতর করেছে । শ্রম দফতর থেকেও আমি সাহায্য করতে পারি । কারণ, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা শ্রম দফতরের আওতার মধ্যেই পড়ে ।’’

প্রসঙ্গত, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে হতাহতের পরিবারদের হাতে সাহায্য তুলে দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানের আগেই এই নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দাবি করেছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে এই ক্ষতিপূরণের অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে না দিয়ে দেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা থেকে । ফলে বোঝাই যাচ্ছে যে এ দিন শুভেন্দুকেই পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

সেই জবাবে তিনি আরও বলেন, ‘‘সব টাকাটাই সরকারের টাকা । সরকার কোন ফান্ড থেকে সাহায্য করবে সেই উত্তর আমাদের কাছ থেকে না চেয়ে জিজ্ঞাসা করুন এত বড় রেল দুর্ঘটনা হওয়ার পর তোমরা এত বড় বড় কথা বলছো কোন মুখে ! মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো ।’’

আরও পড়ুন: বিষয়টি এত ছোট নয় যে যেমন-তেমন ভাবে তদন্ত করা যায়, ফের কেন্দ্রকে তোপ মমতার

রেল দুর্ঘটনা নিয়েও বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা নাটক করা হচ্ছে । মিথ্যাচার করা হচ্ছে । মানুষকে অত্যাচার করে অনাচার করে লজ্জা করে না এসব মিথ্যাচার করতে । বিজেপি একটা ঝুটা পার্টি । প্রতিদিন ওরা মিথ্যে কথা বলে । ওরা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে । কাউকে কাউকে ওরা টাকা দেয় । তারা টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসব করে । বিজেপির লজ্জা হওয়া উচিত ।’’

তিনি আরও বলেন, ‘‘রেল দুর্ঘটনার সময় আমরা যেভাবে পাশে থেকেছি, ওদের বলা উচিত ছিল পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সরকারের সাহায্য ছাড়া এত তাড়াতাড়ি এত বড় একটা সামাল দেওয়া সম্ভব ছিল না । আমরাই তো রেলকে সাহায্য করেছি। ধন্যবাদ দেওয়ার বদলে তারা মিথ্যা প্রচার করছে ।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘এই সরকারের (কেন্দ্রের) সত্যি বলার সাহস নেই । এই সরকার আসলে নিকম্মা । নিজেদের ব্যর্থতা ঢাকতে বড় বড় কথা বলছে ।’’

এ দিন রেলের সামগ্রিক পরিকাঠামোর সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি রেলের এত খারাপ অবস্থা কখনোই দেখিনি । রেলমন্ত্রী থাকাকালীন আমরা রিলিফ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতাম তাদের সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করতাম । কী করলে রেল আরও উন্নত করা যাবে, তা নিয়ে পরিকল্পনা করতাম । কিন্তু এখন ওরা রেলওয়েকে শেষ করে দিতে চাইছে । যখন থেকে রেলের বাজেট বন্ধ হয়ে গিয়েছে, তখন থেকে রেলের সম্মান শেষ হয়ে গিয়েছে ।’’

মমতার দাবি, ‘‘আগে মানুষ রেলের বাজেট শোনার জন্য অপেক্ষা করে থাকত । বাজেটের আগে একটা ট্রেনের জন্য কত অনুরোধ আসত । আর তারা এইটুকু পেলেই কত খুশি । এখন কেউ খুশি নয় । আমি শুনেছি, আস্তে আস্তে রেলকে বিক্রি করার পরিকল্পনা হচ্ছে ।’’

আরও পড়ুন: মমতা গরিব মানুষের পাশে দাঁড়ানোতেই গাত্রদাহ শুভেন্দুর, কটাক্ষ জয়প্রকাশের

কলকাতা, 8 জুন: রেল দুর্ঘটনায় মৃত্যু ও আহতদের আর্থিক সাহায্য রাজ্য সরকারের তরফ থেকে কোন দফতরের অর্থ দিয়ে দেওয়া হয়েছে, তাই নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল । বৃহস্পতিবার সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমি কোথা থেকে টাকা দিয়েছি, সেটা তাদের দেখার দরকার কি ? তারা কী জানে কোনও কিছু ? এটা বিপর্যয় মোকাবিলা দফতর করেছে । শ্রম দফতর থেকেও আমি সাহায্য করতে পারি । কারণ, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা শ্রম দফতরের আওতার মধ্যেই পড়ে ।’’

প্রসঙ্গত, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে হতাহতের পরিবারদের হাতে সাহায্য তুলে দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানের আগেই এই নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দাবি করেছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে এই ক্ষতিপূরণের অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে না দিয়ে দেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা থেকে । ফলে বোঝাই যাচ্ছে যে এ দিন শুভেন্দুকেই পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

সেই জবাবে তিনি আরও বলেন, ‘‘সব টাকাটাই সরকারের টাকা । সরকার কোন ফান্ড থেকে সাহায্য করবে সেই উত্তর আমাদের কাছ থেকে না চেয়ে জিজ্ঞাসা করুন এত বড় রেল দুর্ঘটনা হওয়ার পর তোমরা এত বড় বড় কথা বলছো কোন মুখে ! মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো ।’’

আরও পড়ুন: বিষয়টি এত ছোট নয় যে যেমন-তেমন ভাবে তদন্ত করা যায়, ফের কেন্দ্রকে তোপ মমতার

রেল দুর্ঘটনা নিয়েও বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা নাটক করা হচ্ছে । মিথ্যাচার করা হচ্ছে । মানুষকে অত্যাচার করে অনাচার করে লজ্জা করে না এসব মিথ্যাচার করতে । বিজেপি একটা ঝুটা পার্টি । প্রতিদিন ওরা মিথ্যে কথা বলে । ওরা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে । কাউকে কাউকে ওরা টাকা দেয় । তারা টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসব করে । বিজেপির লজ্জা হওয়া উচিত ।’’

তিনি আরও বলেন, ‘‘রেল দুর্ঘটনার সময় আমরা যেভাবে পাশে থেকেছি, ওদের বলা উচিত ছিল পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সরকারের সাহায্য ছাড়া এত তাড়াতাড়ি এত বড় একটা সামাল দেওয়া সম্ভব ছিল না । আমরাই তো রেলকে সাহায্য করেছি। ধন্যবাদ দেওয়ার বদলে তারা মিথ্যা প্রচার করছে ।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘এই সরকারের (কেন্দ্রের) সত্যি বলার সাহস নেই । এই সরকার আসলে নিকম্মা । নিজেদের ব্যর্থতা ঢাকতে বড় বড় কথা বলছে ।’’

এ দিন রেলের সামগ্রিক পরিকাঠামোর সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি রেলের এত খারাপ অবস্থা কখনোই দেখিনি । রেলমন্ত্রী থাকাকালীন আমরা রিলিফ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতাম তাদের সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করতাম । কী করলে রেল আরও উন্নত করা যাবে, তা নিয়ে পরিকল্পনা করতাম । কিন্তু এখন ওরা রেলওয়েকে শেষ করে দিতে চাইছে । যখন থেকে রেলের বাজেট বন্ধ হয়ে গিয়েছে, তখন থেকে রেলের সম্মান শেষ হয়ে গিয়েছে ।’’

মমতার দাবি, ‘‘আগে মানুষ রেলের বাজেট শোনার জন্য অপেক্ষা করে থাকত । বাজেটের আগে একটা ট্রেনের জন্য কত অনুরোধ আসত । আর তারা এইটুকু পেলেই কত খুশি । এখন কেউ খুশি নয় । আমি শুনেছি, আস্তে আস্তে রেলকে বিক্রি করার পরিকল্পনা হচ্ছে ।’’

আরও পড়ুন: মমতা গরিব মানুষের পাশে দাঁড়ানোতেই গাত্রদাহ শুভেন্দুর, কটাক্ষ জয়প্রকাশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.