ETV Bharat / state

সংঘাত চলছেই, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে চিঠি-পালটা চিঠি - মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল

নাগরিকত্ব সংশোধনী আইন এবং তাকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদের জেরে এবার মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ অন্যদিকে, প্রকাশ্য সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কোনও ভাবেই মাথা নত করবেন না ৷

প্রকাশ করে চিঠি মমতার
প্রকাশ করে চিঠি মমতার
author img

By

Published : Dec 16, 2019, 8:16 PM IST

Updated : Dec 16, 2019, 9:38 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : নতুন সংঘাতের সামনে রাজ্য ৷ ফের দুই মেরুতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ৷

নাগরিকত্ব সংশোধনী আইন এবং তাকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদের জেরে এবার মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ অন্যদিকে, প্রকাশ্য সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কোনও ভাবেই মাথা নত করবেন না ৷ গত দু-তিনদিন ধরে চলা নাগরিকত্ব আইন ঘিরে ক্রমেই তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি ৷ কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার নানা প্রান্তেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ৷ ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছে রাজ্য ৷ কিন্তু, এখনও পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি ৷

পরিস্থিতি যখন উত্তেজিত, ঠিক তখনই ফের একবার নতুন সাংবিধানিক সংকটের সামনে রাজ্য ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় গতকালই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও DGP বীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা কেউই রাজ্যপালের সঙ্গে দেখা করেননি ৷ তাঁকে রিপোর্টও দেননি ৷ আর তারপরই আজ স্বয়ং মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ আগামীকাল রাজভবনে দেখা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠানো হয়েছে ৷ একই সঙ্গে রাজ্যের সমগ্র পরিস্থিতি নিয়ে গোয়েন্দা রিপোর্টও চেয়েছেন ধনকড় ৷ সূত্রের খবর, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথায় এই রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে ৷ তারপর প্রয়োজনে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যপাল ৷

প্রকাশ করে চিঠি মমতার
রাজ্যপালকে দেওয়া মমতার চিঠি

রাজ্যপাল ডেকে পাঠালেন, ঠিক তখনই তাঁর (রাজ্যপাল) ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ টুইট করে রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হলেন তিনি ৷ মমতার কটাক্ষ, শান্তিরক্ষায় সহযোগিতা করছেন না রাজ্যপাল ৷ রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ যে ভাবে তাঁকে ডেকে পাঠানো হয়েছে, তা নিয়ে অসন্তোষও চেপে রাখেননি মমতা ৷ মমতার পত্রবোমা, আমি রাজ্যপালের ভূমিকা নিয়ে খুবই মর্মাহত ৷ রাজ্য সরকারকে সাহায্য করা উচিত ছিল রাজভবনের ৷

প্রকাশ করে চিঠি মমতার
মমতাকে পালটা দেওয়া রাজ্যপালের চিঠি

মমতার চিঠির পালটা উত্তর দেন রাজ্যপাল । চিঠিতে লেখেন, "আমি আপনার 16 ডিসেম্বরের চিঠি পেয়েছি । আপনার মনোভাব আমাকে ক্ষুব্ধ, ব্যথিত ও বিস্মিত করেছে । বাস্তবে (রাজ্যে) যা ঘটছে, তার সঙ্গে আপনার মত খাপ খায় না । অনুরোধ করব বাস্তবটা জানার জন্য আপনি অন্তরাত্মার সন্ধান করুন ।"

এর আগেও একাধিকবার রাজভবন-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে ৷ রাজ্যপাল রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছেন বলেও অভিযোগ তুলেছিলেন মমতা ৷ এবার নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে রাজ্যপাল-মমতা বিরোধ প্রকাশ্যে এল ৷ আজ পথে নেমে কেন্দ্রীয় আইনের প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, শান্তির আহ্বান জানিয়েছেন তিনি ৷ কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার জন্যও অনুরোধ করেছেন ৷ তবে, কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে আন্দোলন যে চলবে এবং তা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, সে কথাও স্পষ্ট করেছেন তিনি ৷ রাজ্যপাল যদি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কোনও পদক্ষেপ করে, তা হলে নবান্নের ভূমিকা কী হবে, তাই এখন বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ৷

কলকাতা, 16 ডিসেম্বর : নতুন সংঘাতের সামনে রাজ্য ৷ ফের দুই মেরুতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ৷

নাগরিকত্ব সংশোধনী আইন এবং তাকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদের জেরে এবার মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ অন্যদিকে, প্রকাশ্য সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কোনও ভাবেই মাথা নত করবেন না ৷ গত দু-তিনদিন ধরে চলা নাগরিকত্ব আইন ঘিরে ক্রমেই তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি ৷ কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার নানা প্রান্তেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ৷ ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছে রাজ্য ৷ কিন্তু, এখনও পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি ৷

পরিস্থিতি যখন উত্তেজিত, ঠিক তখনই ফের একবার নতুন সাংবিধানিক সংকটের সামনে রাজ্য ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় গতকালই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও DGP বীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা কেউই রাজ্যপালের সঙ্গে দেখা করেননি ৷ তাঁকে রিপোর্টও দেননি ৷ আর তারপরই আজ স্বয়ং মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ আগামীকাল রাজভবনে দেখা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠানো হয়েছে ৷ একই সঙ্গে রাজ্যের সমগ্র পরিস্থিতি নিয়ে গোয়েন্দা রিপোর্টও চেয়েছেন ধনকড় ৷ সূত্রের খবর, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথায় এই রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে ৷ তারপর প্রয়োজনে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যপাল ৷

প্রকাশ করে চিঠি মমতার
রাজ্যপালকে দেওয়া মমতার চিঠি

রাজ্যপাল ডেকে পাঠালেন, ঠিক তখনই তাঁর (রাজ্যপাল) ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ টুইট করে রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হলেন তিনি ৷ মমতার কটাক্ষ, শান্তিরক্ষায় সহযোগিতা করছেন না রাজ্যপাল ৷ রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ যে ভাবে তাঁকে ডেকে পাঠানো হয়েছে, তা নিয়ে অসন্তোষও চেপে রাখেননি মমতা ৷ মমতার পত্রবোমা, আমি রাজ্যপালের ভূমিকা নিয়ে খুবই মর্মাহত ৷ রাজ্য সরকারকে সাহায্য করা উচিত ছিল রাজভবনের ৷

প্রকাশ করে চিঠি মমতার
মমতাকে পালটা দেওয়া রাজ্যপালের চিঠি

মমতার চিঠির পালটা উত্তর দেন রাজ্যপাল । চিঠিতে লেখেন, "আমি আপনার 16 ডিসেম্বরের চিঠি পেয়েছি । আপনার মনোভাব আমাকে ক্ষুব্ধ, ব্যথিত ও বিস্মিত করেছে । বাস্তবে (রাজ্যে) যা ঘটছে, তার সঙ্গে আপনার মত খাপ খায় না । অনুরোধ করব বাস্তবটা জানার জন্য আপনি অন্তরাত্মার সন্ধান করুন ।"

এর আগেও একাধিকবার রাজভবন-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে ৷ রাজ্যপাল রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছেন বলেও অভিযোগ তুলেছিলেন মমতা ৷ এবার নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে রাজ্যপাল-মমতা বিরোধ প্রকাশ্যে এল ৷ আজ পথে নেমে কেন্দ্রীয় আইনের প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, শান্তির আহ্বান জানিয়েছেন তিনি ৷ কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার জন্যও অনুরোধ করেছেন ৷ তবে, কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে আন্দোলন যে চলবে এবং তা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, সে কথাও স্পষ্ট করেছেন তিনি ৷ রাজ্যপাল যদি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কোনও পদক্ষেপ করে, তা হলে নবান্নের ভূমিকা কী হবে, তাই এখন বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ৷

Pakur (Jharkhand), Dec 16 (ANI): In a public rally in Jharkhand's Pakur, Union Home Minister Amit Shah on December 16 said that within 4 months, a sky-high temple of Lord Ram will be built in Ayodhya. Shah said, "Rahul baba and Hemant Soren ji say 'why are you talking about Kashmir in Jharkhand?' I'd like to ask you. Don't you want to see Kashmir become an integral part of India? After abrogation of Article 370, Kashmir has become India's integral part forever." He further said, "Supreme Court has given its verdict. Now, within 4 months, a sky-high temple of Lord Ram will be built in Ayodhya."
Last Updated : Dec 16, 2019, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.