কলকাতা, 22 ডিসেম্বর: বুধবারই করোনা পরিস্থিতি (Corona Situation) নিয়ে স্বাস্থ্য দফতরের কর্তাদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ চিনে করোনার নতুন করে বাড়বাড়ন্তের জেরে নজরদারি কমিটি গড়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, বৃহস্পতিবার রাজভবন থেকে বেরোনোর সময় স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, এখনই করোনা নিয়ে কোনওরকম বিধিনিষেধ (Covid Guidelines) জারি করার পথে হাঁটছে না রাজ্য সরকার (West Bengal Government) ৷ এই দফায় রাজ্যে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্তের হারে বৃদ্ধির কোনও খবর নেই ৷ এই অবস্থায় তাই আলাদা করে বিধিনিষেধ নিয়ে ভাবছে না প্রশাসন ৷ প্রসঙ্গত, এদিনই নবান্নে মুখ্যমন্ত্রীকে করোনা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জানতে চান, বর্তমান প্রেক্ষাপটে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করছে ৷ সেক্ষেত্রেও নাগরিকদের সতর্ক থাকার কথা বলেন মমতা ৷ কিন্তু, আলাদা করে সরকারি কোনও বিধিনিষেধের উল্লেখ করেননি তিনি ৷
বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "গতকালই আমরা করোনা নিয়ে গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে আলোচনা করেছি ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ৷ একটি কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই কমিটি সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কী পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে সরকারকে পরামর্শ দেবে ৷ যদি সংক্রমণ বাড়ে, সেখানে আমাদের ব্যবস্থাগ্রহণ করা ছাড়া কোনও উপায় থাকবে না ৷ ইতিমধ্যেই দিল্লিতে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে ৷ তবে, দিল্লি থেকে এ রাজ্যে আসতে আর কত সময় আর লাগবে ! তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ৷ যখন এরাজ্যে করোনা ঢুকবে, তখন আমরা অবশ্যই বিষয়টি মোকাবিলা করব ৷ সাধারণ মানুষের কাছেও আমরা সাহায্য চাইব ৷ আমরা তো ভেবেছিলাম, করোনা শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু চিনে আবার সংক্রমণ হচ্ছে ৷ কী আর করা যাবে !"
আরও পড়ুন: করোনা আবহেই বুদ্ধগয়ায় আসছেন দলাই লামা, জারি কোভিডবিধি
এই আবহেও গঙ্গাসাগর মেলা নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংক্রমণের কারণে কোনওভাবেই গঙ্গাসাগর মেলা প্রভাবিত হতে পারে বলে মনে করছেন না তিনি ৷ কারণ, করোনার প্রেক্ষাপটে আগেও সমস্ত সতর্কতা বজায় রেখেই মেলা অনুষ্ঠিত হয়েছে ৷ তাই করোনার সংক্রমণ বাড়লেও গঙ্গাসাগর মেলা হবে ৷ সে ক্ষেত্রে সব ধরনের সতর্কতা বজায় রেখেই মেলা হবে ৷ এদিন আন্তর্জাতিক বিমানের ওঠানামা নিয়েও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চান সাংবাদিকরা ৷ জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "এই মুহূর্তে কী করণীয়, তা স্পষ্ট নয় ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক যেমন পরামর্শ দেবে, সেটাই মেনে চলা হবে ৷"