ETV Bharat / state

Mamata Plays Piano: অ্যাকর্ডিয়ানের পর পিয়ানো, মাদ্রিদে আজ রবীন্দ্রসঙ্গীতের সুর তুলে দিন শুরু মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee plays Piano in Spain: অ্যাকর্ডিয়ানের পর মাদ্রিদে এ বার পিয়ানো বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিয়ানোয় তিনি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে শুরু করলেন শুক্রবারের দিনটা ৷

Mamata Plays Piano
পিয়ানো বাজালেন মমতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 12:23 PM IST

Updated : Sep 15, 2023, 1:13 PM IST

মাদ্রিদে অ্যাকর্ডিয়ানের পর এ বার পিয়ানো বাজালেন মমতা

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: পাঁচ বছর বাদে বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার একটা সফল দিন কাটানোর পর শুক্রবারের দিনটা তিনি শুরু করলেন পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীতের সুর দিয়ে ।

গতকাল মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক ও ওয়ার্কআউটের পর পথের ধারে এক মিউজিশিয়ানের থেকে অ্যাকর্ডিয়ন নিয়ে তিনি সুর তুলেছিলেন 'উই শ্যাল ওভারকাম'। 24 ঘণ্টা বাদে হোটেলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজাতে ।

গতকাল স্পেনে বইমেলা কমিটির সঙ্গে বৈঠকে বারবার ঘুরে ফিরে এসেছে রবীন্দ্রনাথের নাম । মাদ্রিদ বইমেলা আয়োজক কমিটি জানিয়েছিলেন, স্পেনের মানুষের কাছে রবীন্দ্রনাথের আলাদা গুরুত্ব রয়েছে । আর সে কারণেই তাঁরা কবিগুরুর বই অনুবাদ করতে চান স্প্যানিশে । এরপর এ দিন হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিয়ানোতে রবীন্দ্রনাথের গানের সুর বাজাতে শোনা যায় । সাবলীল ভঙ্গিতে তিনি পিয়ানোতে বাজান 'ফুলে ফুলে ঢলে ঢলে বহে কী বা মৃদু বায়'৷

গতকালের পর আজকের দিনটাও স্পেনে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । মাদ্রিদে বাণিজ্য শীর্ষক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এই বৈঠকে সে দেশের শিল্প বাণিজ্য মহলের একাধিক প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে । সেখানেই বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সে দেশের শিল্পপতি থেকে শুরু করে চেম্বারগুলিকে রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন তিনি ।

আরও পড়ুন: অ্যাকর্ডিয়নে ‘উই শ্যাল ওভারকাম’, মাদ্রিদেও শিল্পানুরাগী মমতার ছবি দেখল বিশ্ব

এ দিনই স্পেনের শিল্প বাণিজ্য মহলের একাধিক প্রতিনিধির সঙ্গে কখনও গ্রুপ কনভারসেশন তো কখনও একক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর । আজকের দিনটাও বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর সে জন্যই হয়তো রবীন্দ্রনাথকে স্মরণ করেই এই দিনটি শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, গতকালই লা লিগার সঙ্গে মউ চুক্তি এবং বৈঠকের পাশাপাশি মাদ্রিদ বই মেলার সঙ্গেও মউ স্বাক্ষরিত হয়েছে ৷ একইসঙ্গে, বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন তিনি । এছাড়া গতকাল রাজ্যের মুখ্যসচিব রাজ্যের স্প্যানিশ ভাষার সেন্টার অফ এক্সিলেন্স করার জন্য একটি বৈঠকে অংশ নিয়েছিলেন । এই অবস্থায় আজ রাজ্যবাসীর জন্য কী সুখবর আছে সেটাই দেখার ।

মাদ্রিদে অ্যাকর্ডিয়ানের পর এ বার পিয়ানো বাজালেন মমতা

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: পাঁচ বছর বাদে বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার একটা সফল দিন কাটানোর পর শুক্রবারের দিনটা তিনি শুরু করলেন পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীতের সুর দিয়ে ।

গতকাল মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক ও ওয়ার্কআউটের পর পথের ধারে এক মিউজিশিয়ানের থেকে অ্যাকর্ডিয়ন নিয়ে তিনি সুর তুলেছিলেন 'উই শ্যাল ওভারকাম'। 24 ঘণ্টা বাদে হোটেলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজাতে ।

গতকাল স্পেনে বইমেলা কমিটির সঙ্গে বৈঠকে বারবার ঘুরে ফিরে এসেছে রবীন্দ্রনাথের নাম । মাদ্রিদ বইমেলা আয়োজক কমিটি জানিয়েছিলেন, স্পেনের মানুষের কাছে রবীন্দ্রনাথের আলাদা গুরুত্ব রয়েছে । আর সে কারণেই তাঁরা কবিগুরুর বই অনুবাদ করতে চান স্প্যানিশে । এরপর এ দিন হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিয়ানোতে রবীন্দ্রনাথের গানের সুর বাজাতে শোনা যায় । সাবলীল ভঙ্গিতে তিনি পিয়ানোতে বাজান 'ফুলে ফুলে ঢলে ঢলে বহে কী বা মৃদু বায়'৷

গতকালের পর আজকের দিনটাও স্পেনে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । মাদ্রিদে বাণিজ্য শীর্ষক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এই বৈঠকে সে দেশের শিল্প বাণিজ্য মহলের একাধিক প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে । সেখানেই বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সে দেশের শিল্পপতি থেকে শুরু করে চেম্বারগুলিকে রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন তিনি ।

আরও পড়ুন: অ্যাকর্ডিয়নে ‘উই শ্যাল ওভারকাম’, মাদ্রিদেও শিল্পানুরাগী মমতার ছবি দেখল বিশ্ব

এ দিনই স্পেনের শিল্প বাণিজ্য মহলের একাধিক প্রতিনিধির সঙ্গে কখনও গ্রুপ কনভারসেশন তো কখনও একক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর । আজকের দিনটাও বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর সে জন্যই হয়তো রবীন্দ্রনাথকে স্মরণ করেই এই দিনটি শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, গতকালই লা লিগার সঙ্গে মউ চুক্তি এবং বৈঠকের পাশাপাশি মাদ্রিদ বই মেলার সঙ্গেও মউ স্বাক্ষরিত হয়েছে ৷ একইসঙ্গে, বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন তিনি । এছাড়া গতকাল রাজ্যের মুখ্যসচিব রাজ্যের স্প্যানিশ ভাষার সেন্টার অফ এক্সিলেন্স করার জন্য একটি বৈঠকে অংশ নিয়েছিলেন । এই অবস্থায় আজ রাজ্যবাসীর জন্য কী সুখবর আছে সেটাই দেখার ।

Last Updated : Sep 15, 2023, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.