ETV Bharat / state

Mamata Banerjee: গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনার অনুমতি না-মিললে রাজঘাটে হবে প্রার্থনা, বললেন মমতা - দিল্লিতে ধরনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

2 অক্টোবর দিল্লিতে গিয়ে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷ কিন্তু এখনও দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:33 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের দাবি আদায়ে আগামী 2 অক্টোবর 'দিল্লি চলো'র ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মূলত একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা আদায়ে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক ৷ তাতে সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কিন্তু বারংবার তৃণমূলের তরফে আবেদন করা সত্ত্বেও এই কর্মসূচিতে অনুমতি দিচ্ছে না দিল্লি পুলিশ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনে রয়েছে দিল্লি পুলিশ ৷ এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পুলিশ অনুমতি না-দিলে রাজঘাটে প্রার্থনা করা হবে ৷

তৃণমূলও তার শীর্ষ নেতৃত্বের মূল অভিযোগ, একশো দিনের কাজে বরাদ্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা এই মুহূর্তে রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । আর এই কারণেই বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার এই অভিযোগ করেছেন ৷ রাজ্যের মানুষের এই পাওনা আদায়ে দিল্লি অভিযানের এই কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । প্রথমে রামলীলা ময়দান ও পরবর্তীতে 2 ও 3 অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধরনায় বসার অনুমতি চাওয়া হয়েছে । কিন্তু সেই অনুমোদন পাওয়ার বিষয়েও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ।

আর এই কারণেই সোমবার এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, যদি শেষ পর্যন্ত এই অনুমোদন না-মেলে তাহলে কী করবে বাংলার শাসক দল ! জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লি পুলিশ কীভাবে অনুমতি দেবে। ওরা তো ভয় পায়। দিল্লির পুলিশ আমাদের শত্রু নয় । কিন্তু রাজনৈতিক নেতাদের কথা ওদের শুনে চলতে হয় । তাই ওইদিন ধরনার অনুমতি না দিলে আমরা রাজঘাটে প্রার্থনা করতে যাব । রাজঘাটে প্রার্থনা করতে সকলেই যেতে পারেন । অনুমতি না-দিলে আমরা প্রার্থনা করতে যাব রাজঘাটে । আমাদের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতিরা প্রার্থনা তো করতে যেতে পারেন, সেখানে তো কেউ বাধা দিতে পারেন না ।"

আরও পড়ুন: বুধবার ইডি'র দফতরে হাজিরা দেবেন অভিষেক

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্র একশো দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না । সমস্ত টাকা পড়ে আছে । এরপরেও এক লক্ষ 15 হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য । আমরা চাই ফেডারেল স্ট্রাকচারকে গুরুত্ব দিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কের কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার দ্রুত রাজ্যকে টাকা দিক । প্রিয় সরকারের যদি সামান্যতম লজ্জা থাকে তাহলে গরীব মানুষের টাকা ফিরিয়ে দেয়া উচিত । তাদের সঙ্গে রাজনীতি করা উচিত নয় ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের দাবি আদায়ে আগামী 2 অক্টোবর 'দিল্লি চলো'র ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মূলত একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা আদায়ে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক ৷ তাতে সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কিন্তু বারংবার তৃণমূলের তরফে আবেদন করা সত্ত্বেও এই কর্মসূচিতে অনুমতি দিচ্ছে না দিল্লি পুলিশ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনে রয়েছে দিল্লি পুলিশ ৷ এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পুলিশ অনুমতি না-দিলে রাজঘাটে প্রার্থনা করা হবে ৷

তৃণমূলও তার শীর্ষ নেতৃত্বের মূল অভিযোগ, একশো দিনের কাজে বরাদ্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা এই মুহূর্তে রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । আর এই কারণেই বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার এই অভিযোগ করেছেন ৷ রাজ্যের মানুষের এই পাওনা আদায়ে দিল্লি অভিযানের এই কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । প্রথমে রামলীলা ময়দান ও পরবর্তীতে 2 ও 3 অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধরনায় বসার অনুমতি চাওয়া হয়েছে । কিন্তু সেই অনুমোদন পাওয়ার বিষয়েও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ।

আর এই কারণেই সোমবার এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, যদি শেষ পর্যন্ত এই অনুমোদন না-মেলে তাহলে কী করবে বাংলার শাসক দল ! জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লি পুলিশ কীভাবে অনুমতি দেবে। ওরা তো ভয় পায়। দিল্লির পুলিশ আমাদের শত্রু নয় । কিন্তু রাজনৈতিক নেতাদের কথা ওদের শুনে চলতে হয় । তাই ওইদিন ধরনার অনুমতি না দিলে আমরা রাজঘাটে প্রার্থনা করতে যাব । রাজঘাটে প্রার্থনা করতে সকলেই যেতে পারেন । অনুমতি না-দিলে আমরা প্রার্থনা করতে যাব রাজঘাটে । আমাদের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতিরা প্রার্থনা তো করতে যেতে পারেন, সেখানে তো কেউ বাধা দিতে পারেন না ।"

আরও পড়ুন: বুধবার ইডি'র দফতরে হাজিরা দেবেন অভিষেক

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্র একশো দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না । সমস্ত টাকা পড়ে আছে । এরপরেও এক লক্ষ 15 হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য । আমরা চাই ফেডারেল স্ট্রাকচারকে গুরুত্ব দিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কের কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার দ্রুত রাজ্যকে টাকা দিক । প্রিয় সরকারের যদি সামান্যতম লজ্জা থাকে তাহলে গরীব মানুষের টাকা ফিরিয়ে দেয়া উচিত । তাদের সঙ্গে রাজনীতি করা উচিত নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.