শিলং, 14 ডিসেম্বর: শেষদিনে মেঘালয়ে (Mamata in Meghalaya) ফুরফুরে মেজাজে পাওয়া গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এ বার মেঘালয়ের মাটিতে পা দেওয়ার আগে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গিয়েছিলেন । তিন দিনের সফর শেষে শুধু নিজের দলের সংগঠনের জন্য প্রয়োজনীয় জনসংযোগ সারলেন তাই নয়, শেষবেলায় শিলং ছাড়ার আগে বিধানসভা নির্বাচনের জন্য দলীয় নেতৃত্বকে প্রয়োজনীয় টিপস্ দিয়ে এলেন তৃণমূল নেত্রী ।
মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নিজেই জানিয়েছেন, এ বার বিধানসভা নির্বাচনে বাংলার এই প্রতিবেশী রাজ্যে তাঁর দলের ভালো ফলাফলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে । তিনি এও আশা প্রকাশ করেছেন, ওই রাজ্যের শাসক দলের সঙ্গে তাঁদের সাংগঠনিক শক্তির খুব একটা ফারাক নেই । এ দিন রাজ্যে ফেরার আগে মুকুল সাংমা, চার্লস পিংরোপ-সহ তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে মানুষের কাছাকাছি থাকার পরামর্শ দেন তিনি । তাঁদের উদ্দেশে মমতার বার্তা, মেঘালয় নিয়ে আশা তো আছে ৷ আশা নিয়েই তো মানুষ বাঁচে ।
এ দিন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাংলার মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন তাঁরা যেন বাংলার উন্নয়নের মডেল অনুসরণ করেন । মমতার দাবি, এ রাজ্যে যেভাবে তৃণমূল মানুষের কাছাকাছি থেকে জনসমর্থন আদায় করেছে, মেঘালয়েও যেন একই পথ অনুসরণ করেন নেতারা। এ দিন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তিনি বার্তা দিয়েছেন দলের প্রয়োজনে, যতবার ডাকবেন তিনি আসবেন । প্রসঙ্গত, এই রাজ্যের নির্বাচনের জন্য হাতে খুব একটা সময় নেই তৃণমূল কংগ্রেসের । এখন থেকেই দলীয় নেতৃত্বকে জোর কদমে প্রচারের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন নেত্রী ।
আরও পড়ুন: 'ভূমিপুত্ররাই শাসন করবে মেঘালয়', বিজেপি'কে বিঁধে ঘোষণা দৃপ্ত মমতার
এ বার এই মেঘালয়ের নির্বাচনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপিও । স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যে ভোটের প্রচারে আসছেন । তাই দলীয় নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে যেন কোনও ভাবেই লড়াইটা হালকাভাবে না নেওয়া হয় ।
এ দিকে, ফেরার পথে বিমানবন্দরে বেশ খোলামেলা মেজাজে পাওয়া গেল তৃণমূল সুপ্রিমোকে । বরাবরই যে কোনও জায়গায় গেলে সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষ জনের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিনও সেই ছবি দেখা গেল ৷ বিমানবন্দরে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তিনি মানুষের সঙ্গে জনসংযোগও করেন । বিমানবন্দরে একটি দোকানে ঢুকে স্থানীয় মানুষের কাজকর্ম নিয়ে তথ্য নেন এবং সেখান কিছু কেনাকাটাও করেন । এ দিন বিমানবন্দরে এই দোকানের ছবি সংবাদমাধ্যমের কাছে পৌঁছনোর জন্য কৃতিত্ব অবশ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । এখানে যেহেতু কোনও সংবাদমাধ্যম বা মিডিয়া প্রবেশের অনুমতি ছিল না, তাই অভিষেক নিজেই সেই ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন ।