ETV Bharat / state

পরিদর্শনে গিয়ে পুলিশ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

বুধবার সকালে শপথ গ্রহণের পর নবান্ন থেকে আংশিক লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এই লকডাউনের বিধি-নিষেধ সম্পর্কেও জানান তিনি ৷ তারপরই হাসপাতাল পরিদর্শনে যান ৷ শম্ভুনাথ পণ্ডিত এবং পুলিশ হাসপাতালে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ৷ পুলিশ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷

পুলিশ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
পুলিশ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : May 5, 2021, 5:15 PM IST

কলকাতা, 5 মে: শপথ নিয়েই রাজ্যে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বিকেলের দিকে শম্ভুনাথ পণ্ডিত এবং তারপরে পুলিশ হাসপাতালে পরিদর্শনে যান তিনি ৷ করোনা টেস্টের রিপোর্ট যতটা তাড়াতাড়ি পাওয়া যায় তার ব্যবস্থা করার কথা সম্ভব কিনা সেটা বললেন ৷ সম্পূর্ণ টেস্ট রিপোর্ট না পাওয়া গেলেও অন্তত পজিটিভ বা নেগেটিভ যাতে জানা যায় তার ব্যবস্থা করার কথাও বলেন ৷ পাশাপাশি পুলিশ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷

তিনি জানান, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালটি থাকবে পিজির অধীনে এবং পুলিশ হাসপাতালটি থাকবে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৷

এদিন শম্ভুনাথ থেকে মুখ্যমন্ত্রী যান পুলিশ হাতপাতালে ৷ সেখানে মিনিট তিনেকের মত থাকেন ৷ জানান, মোট 300টি শয্যা বাড়ানো হবে এখানে ৷ আগে ছিল 150টি শয্যা ৷ এখন তা বেড়ে হল মোট 450টি শয্যা ৷ আগামী 2 দিনের মধ্যে গোটা পরিকাঠামো তৈরি হয়ে যাবে বলে জানান তিনি ৷ পরিচালনায় থাকবে মেডিকেল কলেজ ৷ এখানেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কথা বলেন তিনি ৷

এদিন তিনি জানিয়েছেন, বাইরে থেকে এ রাজ্যে এলে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক ৷ এই মুহূর্তেই পূর্ণ লকডাউন নয় ৷ এখন আংশিক লকডাউন জারি করা হল ৷ সকাল 7টা থেকে 10টা এবং বিকেলে 5টা থেকে 7টা দোকান-বাজার খোলা থাকবে ৷ পাশাপাশি ব্যাঙ্ক খোলা থাকবে 10টা থেকে 2টো পর্যন্ত ৷ কাল থেকে ট্রেন বন্ধের কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: রাজ্য়ে আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন

কলকাতা, 5 মে: শপথ নিয়েই রাজ্যে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বিকেলের দিকে শম্ভুনাথ পণ্ডিত এবং তারপরে পুলিশ হাসপাতালে পরিদর্শনে যান তিনি ৷ করোনা টেস্টের রিপোর্ট যতটা তাড়াতাড়ি পাওয়া যায় তার ব্যবস্থা করার কথা সম্ভব কিনা সেটা বললেন ৷ সম্পূর্ণ টেস্ট রিপোর্ট না পাওয়া গেলেও অন্তত পজিটিভ বা নেগেটিভ যাতে জানা যায় তার ব্যবস্থা করার কথাও বলেন ৷ পাশাপাশি পুলিশ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷

তিনি জানান, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালটি থাকবে পিজির অধীনে এবং পুলিশ হাসপাতালটি থাকবে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৷

এদিন শম্ভুনাথ থেকে মুখ্যমন্ত্রী যান পুলিশ হাতপাতালে ৷ সেখানে মিনিট তিনেকের মত থাকেন ৷ জানান, মোট 300টি শয্যা বাড়ানো হবে এখানে ৷ আগে ছিল 150টি শয্যা ৷ এখন তা বেড়ে হল মোট 450টি শয্যা ৷ আগামী 2 দিনের মধ্যে গোটা পরিকাঠামো তৈরি হয়ে যাবে বলে জানান তিনি ৷ পরিচালনায় থাকবে মেডিকেল কলেজ ৷ এখানেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কথা বলেন তিনি ৷

এদিন তিনি জানিয়েছেন, বাইরে থেকে এ রাজ্যে এলে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক ৷ এই মুহূর্তেই পূর্ণ লকডাউন নয় ৷ এখন আংশিক লকডাউন জারি করা হল ৷ সকাল 7টা থেকে 10টা এবং বিকেলে 5টা থেকে 7টা দোকান-বাজার খোলা থাকবে ৷ পাশাপাশি ব্যাঙ্ক খোলা থাকবে 10টা থেকে 2টো পর্যন্ত ৷ কাল থেকে ট্রেন বন্ধের কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: রাজ্য়ে আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.