ETV Bharat / lifestyle

জগদ্ধাত্রী প্রতিমার ডাকের সাজে থিম, মুগ্ধ হবেন দর্শনার্থীরা - JAGADHATRI PUJA 2024

প্রতিমার অঙ্গসজ্জায় ডাকের সাজ ৷ তার মধ্যে নজর কাড়বে থিম ৷ বনকাপাসীর শিল্পীদের হাতে গড়ে উঠছে রকমারি থিম ৷ দেখুন ভিডিয়ো ৷

CHANDANNAGAR JAGADHATRI PUJA
ডাকের সাজের জগদ্ধাত্রী প্রতিমা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 10:50 PM IST

Updated : Nov 5, 2024, 11:00 PM IST

চন্দননগর, 5 নভেম্বর: আলোকসজ্জার পাশাপাশি প্রতিমার ডাকের সাজ মন কাড়বে দর্শনার্থীদের । মণ্ডপে থিমের বাহার থাকলেও চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমায় ট্র্যাডিশন আজও বজায় রেখেছেন পুজো উদ্যোক্তারা । চিরাচরিত শোলার কাজে আলাদা মাত্রা যোগ হয়েছে প্রতিমায় ।

মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে মা দুর্গার পরিবার ও শিবের বিভিন্ন রকম রূপ তৈরি করা হয়েছে শোলার সাজে । চন্দননগর জগদ্ধাত্রী সাজ আসে বর্ধমান-কাটোয়ার বনকাপাসী গ্রাম থেকে ৷ 10টি মূল শিল্পী ছাড়াও 200 উপর কারিগর এই কাজ করেন । শোলা কেটে কলকা তৈরি করে সেই সাজের মধ্যেই পৌরাণিক কাহিনি তুলে ধরা হয় । বর্তমানে শোলার কাজের থিমে আকর্ষণ বাড়ায় একাধিক পুজো কমিটি উৎসাহ পেয়েছে ।

মুগ্ধ হবেন দর্শনার্থীরা (ইটিভি ভারত)

চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে কেন্দ্রীয় কমিটি ছাড়াও 200 উপর জগদ্ধাত্রী পুজো হয় । প্রতিমার উচ্চতা 10 থেকে 26 ফুট পর্যন্ত হয়ে থাকে । মা জগদ্ধাত্রীকে কাপড়ের উপর সাদা ও রঙিন সোলার সাজ পড়ানো হয় । এক একটি পুজো কমিটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাজের জন্য খরচ করে । যা দেখতে ভিড় জমায় দেশ বিদেশের মানুষ ।

CHANDANNAGAR JAGADHATRI PUJA
ডাকের সাজের মহিষরূপী অসুর (ইটিভি ভারত)

এই বিষয়ে শোলা শিল্পী হেমন্ত প্রধান বলেন, "দীর্ঘদিন ধরে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সোলার সাজ করি । শুধু চন্দননগরই না, কৃষ্ণনগরেও এই শোলার সাজ করে থাকি । সারাবছর এটাই আমাদের পেশা । আর জগদ্ধাত্রী পুজোর কিছুদিন আগে এখানে এসে প্রতিমার সাজ সম্পূর্ণ করি ।আমরা 20টা প্রতিমার ডাকের সাজ করছি এ বছর । শোলার কলকা ও জোড়ি ছাড়াও থিমের কাজ রয়েছে । একাধিক প্রতিমায় সোলার কাজে যে হারে পরিশ্রম লাগে সে হারে পয়সা পাওয়া যায় না । তা সত্ত্বেও বংশ পরম্পরায় প্রায় একশো বছর ধরে আমরা কাজ করে চলেছি । সরকারি তরফে আমরা সেভাবে সাহায্য পাই না ।"

CHANDANNAGAR JAGADHATRI PUJA
ডাকের সাজে সাজানো হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা (ইটিভি ভারত)

প্রধান শিল্পী দিলীপ ঘোষের কথায়, "দু'তিন বছর ধরে প্রতিমায় শোলার সাজের থিমের প্রচলন বেড়েছে । পুজো কমিটির চাহিদা অনুযায়ী আমরা থিমের কাজ করে থাকি । আগের বছরে সোলার সারদা দেবী রামকৃষ্ণের থিম ছিল । এ বছরে মা দুর্গার সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশের থিম করা হয়েছে লালবাগানে । চন্দননগরে আমি একাই 12 থেকে 14 লাখ টাকার সোলার কাজ করছি । তবে যে হারে শোলার দাম ও শিল্পীদের মজুরি বেড়েছে সে তুলনায় লাভের মুখ দেখা যাচ্ছে না ।"

CHANDANNAGAR JAGADHATRI PUJA
জগদ্ধাত্রীর অঙ্গসজ্জায় ডাকের সাজের থিম (ইটিভি ভারত)
কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সহ সম্পাদক শুভজিৎ সাউ জানান, 2020 ও 21 সালে করোনার জন্য চন্দননগর জগদ্ধাত্রীর শোভাযাত্রা হয়নি । সেই সময়ে আলোকসজ্জার পরিবর্তে শোলার সাজ করা হয়েছিল । দেশ-বিদেশ থেকে আসা বহু মানুষ তা দেখে মুগ্ধ হয়েছেন । তারপর থেকে সমস্ত পুজো কমিটি শোলার সাজের থিমের নতুনত্ব আনতে শুরু করে । এমনকী চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে মাতৃ প্রতিমার মুখশ্রী ও সাজসজ্জার উপর পুরস্কার ঘোষণা করা হয় । শিল্পীদের সম্মান ও এই কাজে উৎসাহ বজায় রাখতে পুজো কমিটির দেওয়া এই পুরস্কার জনপ্রিয়তা পেয়েছে ।

চন্দননগর, 5 নভেম্বর: আলোকসজ্জার পাশাপাশি প্রতিমার ডাকের সাজ মন কাড়বে দর্শনার্থীদের । মণ্ডপে থিমের বাহার থাকলেও চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমায় ট্র্যাডিশন আজও বজায় রেখেছেন পুজো উদ্যোক্তারা । চিরাচরিত শোলার কাজে আলাদা মাত্রা যোগ হয়েছে প্রতিমায় ।

মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে মা দুর্গার পরিবার ও শিবের বিভিন্ন রকম রূপ তৈরি করা হয়েছে শোলার সাজে । চন্দননগর জগদ্ধাত্রী সাজ আসে বর্ধমান-কাটোয়ার বনকাপাসী গ্রাম থেকে ৷ 10টি মূল শিল্পী ছাড়াও 200 উপর কারিগর এই কাজ করেন । শোলা কেটে কলকা তৈরি করে সেই সাজের মধ্যেই পৌরাণিক কাহিনি তুলে ধরা হয় । বর্তমানে শোলার কাজের থিমে আকর্ষণ বাড়ায় একাধিক পুজো কমিটি উৎসাহ পেয়েছে ।

মুগ্ধ হবেন দর্শনার্থীরা (ইটিভি ভারত)

চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে কেন্দ্রীয় কমিটি ছাড়াও 200 উপর জগদ্ধাত্রী পুজো হয় । প্রতিমার উচ্চতা 10 থেকে 26 ফুট পর্যন্ত হয়ে থাকে । মা জগদ্ধাত্রীকে কাপড়ের উপর সাদা ও রঙিন সোলার সাজ পড়ানো হয় । এক একটি পুজো কমিটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাজের জন্য খরচ করে । যা দেখতে ভিড় জমায় দেশ বিদেশের মানুষ ।

CHANDANNAGAR JAGADHATRI PUJA
ডাকের সাজের মহিষরূপী অসুর (ইটিভি ভারত)

এই বিষয়ে শোলা শিল্পী হেমন্ত প্রধান বলেন, "দীর্ঘদিন ধরে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সোলার সাজ করি । শুধু চন্দননগরই না, কৃষ্ণনগরেও এই শোলার সাজ করে থাকি । সারাবছর এটাই আমাদের পেশা । আর জগদ্ধাত্রী পুজোর কিছুদিন আগে এখানে এসে প্রতিমার সাজ সম্পূর্ণ করি ।আমরা 20টা প্রতিমার ডাকের সাজ করছি এ বছর । শোলার কলকা ও জোড়ি ছাড়াও থিমের কাজ রয়েছে । একাধিক প্রতিমায় সোলার কাজে যে হারে পরিশ্রম লাগে সে হারে পয়সা পাওয়া যায় না । তা সত্ত্বেও বংশ পরম্পরায় প্রায় একশো বছর ধরে আমরা কাজ করে চলেছি । সরকারি তরফে আমরা সেভাবে সাহায্য পাই না ।"

CHANDANNAGAR JAGADHATRI PUJA
ডাকের সাজে সাজানো হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা (ইটিভি ভারত)

প্রধান শিল্পী দিলীপ ঘোষের কথায়, "দু'তিন বছর ধরে প্রতিমায় শোলার সাজের থিমের প্রচলন বেড়েছে । পুজো কমিটির চাহিদা অনুযায়ী আমরা থিমের কাজ করে থাকি । আগের বছরে সোলার সারদা দেবী রামকৃষ্ণের থিম ছিল । এ বছরে মা দুর্গার সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশের থিম করা হয়েছে লালবাগানে । চন্দননগরে আমি একাই 12 থেকে 14 লাখ টাকার সোলার কাজ করছি । তবে যে হারে শোলার দাম ও শিল্পীদের মজুরি বেড়েছে সে তুলনায় লাভের মুখ দেখা যাচ্ছে না ।"

CHANDANNAGAR JAGADHATRI PUJA
জগদ্ধাত্রীর অঙ্গসজ্জায় ডাকের সাজের থিম (ইটিভি ভারত)
কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সহ সম্পাদক শুভজিৎ সাউ জানান, 2020 ও 21 সালে করোনার জন্য চন্দননগর জগদ্ধাত্রীর শোভাযাত্রা হয়নি । সেই সময়ে আলোকসজ্জার পরিবর্তে শোলার সাজ করা হয়েছিল । দেশ-বিদেশ থেকে আসা বহু মানুষ তা দেখে মুগ্ধ হয়েছেন । তারপর থেকে সমস্ত পুজো কমিটি শোলার সাজের থিমের নতুনত্ব আনতে শুরু করে । এমনকী চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে মাতৃ প্রতিমার মুখশ্রী ও সাজসজ্জার উপর পুরস্কার ঘোষণা করা হয় । শিল্পীদের সম্মান ও এই কাজে উৎসাহ বজায় রাখতে পুজো কমিটির দেওয়া এই পুরস্কার জনপ্রিয়তা পেয়েছে ।
Last Updated : Nov 5, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.