কলকাতা, 5 নভেম্বর: প্রাক শীতের মরশুমে আগামী শনিবারের মিনি ডার্বি ঘিরে একটু একটু করে চড়ছে পারদ ৷ আসলে এই ডার্বি ঘুরে দাঁড়ানোর লড়াই দু'দলের কাছেই। হাফডজন হারের পর ইস্টবেঙ্গল যেমন আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে, তেমনই মহমেডানও চাইবে টানা চার হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে। ফলত লেসলি ক্লডিয়াস সরণি এবং রেড রোডের ধারের দুই শতাব্দী প্রাচীন ক্লাবেই কান পাতলে হুঙ্কার। তবে দু'দলই তাদের বেহাল রক্ষণ নিয়ে চিন্তিত।
লাল-হলুদ রক্ষণে হেক্টর ইউস্তেকে না-পাওয়ার সম্ভাবনা জোরালো। আশা করা হচ্ছে শনিবারের আগেই তিনি শহরে ফিরবেন। কিন্তু ফিরলেও তাঁর মাঠে নামা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। স্প্য়ানিয়ার্ডকে পাওয়া যাবে না ধরে নিয়েই অস্কার ব্রুজোঁ রক্ষণ সাজাতে ব্যস্ত। এক্ষেত্রে আনোয়ার আলি এবং হিজাজি মাহেরকে রেখেই সাদা-কালো আক্রমণের মুখ ভোঁতা করার চেষ্টা করছেন তিনি। দুই সাইডব্যাকে প্রভাত লাকড়া এবং নিশু কুমার ৷ চোট সারিয়ে মহমেডান ম্য়াচেই প্রথম নামতে চলেছেন নিশু। দ্রুতগতির মহমেডান উইঙ্গার রেমসাঙ্গা বা বিকাশ সিংদের সামলাতে লালচুংনুঙ্গা কতটা কার্যকরী হবেন, তা নিয়ে ধন্দে ব্রুজোঁ। মঙ্গলবারও ফিজিক্যাল ফিটনেসের উপর বাড়তি জোর দিলেন লাল-হলুদ কোচ। নতুন নতুন ফিজিক্যাল ড্রিল করিয়ে ফুটবলারদের ফিট করার চেষ্টায় ইস্টবেঙ্গল ফিজিও।
The first #ISL meeting with our cross-town rivals! 🔴🟡 ⚔️ ⚪⚫
— East Bengal FC (@eastbengal_fc) November 5, 2024
Saturday. VYBK. It's going to be a cracker! 💥
🎟️ #EBFCMSC derby tickets are live on @bookmyshow 👉 https://t.co/eTUSigScUZ#JoyEastBengal pic.twitter.com/5FsmvYFYWu
মঙ্গলবার পুরো সময় অনুশীলন করলেন না মাদিহ তালাল। তবে পুরো সময় ছিলেন সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামানতাকোস ৷ ফিজিক্যাল ফিটনেস ঝালিয়ে নেওয়ার পরে বল নিয়ে বোঝাপড়া গড়ে তোলার উপর জোর দেন লাল-হলুদের নয়া কাণ্ডারী ৷
Warming up for the week ahead!💪#EBFCMSC #ISL #MohammedanSC #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan ⚫️⚪️ pic.twitter.com/10jC4Ncmr9
— Mohammedan SC (@MohammedanSC) November 4, 2024
এদিকে রেড রোডের ধারের মহমেডান ক্লাবেও চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই। আন্দ্রে চের্নিশভেরও চিন্তা দলের রক্ষণ। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, জোসেফ আদজেইয়ের চোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। এমআরআই রিপোর্ট এখনও আসেনি। দারুণভাবে শুরু করেও টানা হারের অন্ধকারে দল। দীপেন্দু জানালেন, নতুনভাবে শুরু করতে তৈরি মহমেডান। বড় ব্যবধানে হারে সব শেষ হয়ে গিয়েছে এমনটা ভাবতে নারাজ সাদা-কালো শিবির। লম্বা লিগে ওঠাপড়া চলবে। তাই সব ভুলে ইস্টবেঙ্গল ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন চের্নিশভের ছেলেরা।