কলকাতা, 26 সেপ্টেম্বর : উপনির্বাচনের প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে তালিবানের সঙ্গে তুলনা করলেন তিনি ৷ বললেন, "তালিবানি বিজেপি ভারত শাসন করতে পারবে না" ৷ শনিবার শেক্সপিয়ার সরণিতে (Shakespeare Sarani) নির্বাচনী প্রচারে একটি সভায় বিজেপিকে আফগানিস্তানের তালিবানের সঙ্গে তুলনা করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান ৷
2024-এর লোকসভা নির্বাচনে দেশ জয়ের ইঙ্গিত দেন তৃণমূল সুপ্রিমো ৷ আর দিল্লির মসনদ থেকে বিজেপিকে উৎখাত করতে কাউকে লাগবে না, এমন আত্মবিশ্বাসী বাণী শোনা গেল তাঁর গলায় ৷ তিনি বলেন, "আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের ৷ তৃণমূল একাই বিজেপিকে হারাবার জন্য যথেষ্ট ৷" আর ভবানীপুর উপনির্বাচনের গুরুত্ব হিসেবে উল্লেখ করেন, "ভবানীপুর থেকে 'খেলা' শুরু হবে এবং শেষ হবে, যখন আমরা পুরো দেশে জিতব ৷ "
মমতার এই মন্তব্যে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি কংগ্রেসের সঙ্গ ছাড়তে চান তিনি ? কারণ মমতা সম্প্রতি দিল্লিতে বিজেপি-বিরোধী বৈঠক করেছেন ৷ এমনকি তিনি মাঝে মাঝেই দিল্লি যাবেন বলেও জানিয়েছিলেন ৷ তাঁর এমন মন্তব্যে তাই নতুন করে প্রশ্ন তৈরি হল ৷ ভবানীপুর কেন্দ্রে বাম, বিজেপি প্রার্থী দিলেও কংগ্রেস সুপ্রিমোর নির্দেশে কংগ্রেস কোনও প্রার্থী দাঁড় করায়নি তাঁর বিরুদ্ধে ৷
আরও পড়ুন : Jago Bangla : তৃণমূলই আসল কংগ্রেস, রাহুলের দল পচা ডোবা ; কটাক্ষ জাগোবাংলায়
মুখ্যমন্ত্রীর স্বার্থে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে (Bhabanipur assembly) বিধায়ক পদে পদত্যাগ করেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay) ৷ নির্বাচন কমিশন (Election Commission of India, ECI) 10 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করে ৷ 30 সেপ্টেম্বর সেখানে ভোট হবে ৷
অক্টোবরের প্রথম সপ্তাহে রোমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে (global peace meeting) মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেখানে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর-সহ বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ৷ কিন্তু কেন্দ্র এই সফরের অনুমতি দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ গতকালের সভায় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, "কেন্দ্র আমায় এই সফরের ছাড়পত্র দেয়নি৷ জানিয়েছেন এটা মুখ্যমন্ত্রী পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ৷" অথচ রোমের সম্মেলনে তিনিই একমাত্র ভারতীয় ও 'একমাত্র হিন্দু মহিলা' ছিলেন ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি হিন্দুদের হয়ে কথা বলেন, আমিও একজন হিন্দু মহিলা ৷ তাহলে কেন আমায় যেতে দেওয়া হল না? আপনি এই আমন্ত্রণকে হিংসা করছেন ৷' "কিন্তু তুমি আমায় আটকে রাখতে পারবে না" বলে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী ৷