ETV Bharat / state

সোমবার মন্ত্রী-বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা, পিছল আমলা মিটিং - kolkata

লোকসভা ভোটে খারাপ ফলের নিরিখে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । রদবদল করা হয়েছে পুলিশস্তরেও । বহু জেলাশাসককেও বদলি করা হয়েছে । সচিব পর্যায়েও রদবদল করেছেন তিনি । সূত্রের খবর, প্রতিমুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝার চেষ্টা করছেন গলদটা ঠিক কোথায় । সে কারণেই সোমবারের এই বৈঠক বলে মনে করা হচ্ছে ।

মন্ত্রী-বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা
author img

By

Published : Jun 1, 2019, 7:33 PM IST

কলকাতা, 1 জুন : সোমবার মন্ত্রী-বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের সভাঘরে এই বৈঠক হবে বলে জানা গেছে ।

লোকসভা ভোটে খারাপ ফলের নিরিখে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । রদবদল করা হয়েছে পুলিশস্তরেও । বহু জেলাশাসককেও বদলি করা হয়েছে । সচিব পর্যায়েও রদবদল করেছেন তিনি । সূত্রের খবর, প্রতিমুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝার চেষ্টা করছেন গলদটা ঠিক কোথায় । সে কারণেই সোমবারের এই বৈঠক বলে মনে করা হচ্ছে । বৈঠকে বেশ কিছু নির্দেশ দিতে পারেন তিনি । যেসব দপ্তরের কাজ ঢিমে তালে চলছে তাদের কাজে গতি আনতে বলা হতে পারে ।

অন্যদিকে, 7 জুন জেলাশাসক এবং আমলাদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে । নবান্ন সূত্রে খবর, সেই বৈঠক হবে 10 জুন ।

কলকাতা, 1 জুন : সোমবার মন্ত্রী-বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের সভাঘরে এই বৈঠক হবে বলে জানা গেছে ।

লোকসভা ভোটে খারাপ ফলের নিরিখে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । রদবদল করা হয়েছে পুলিশস্তরেও । বহু জেলাশাসককেও বদলি করা হয়েছে । সচিব পর্যায়েও রদবদল করেছেন তিনি । সূত্রের খবর, প্রতিমুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝার চেষ্টা করছেন গলদটা ঠিক কোথায় । সে কারণেই সোমবারের এই বৈঠক বলে মনে করা হচ্ছে । বৈঠকে বেশ কিছু নির্দেশ দিতে পারেন তিনি । যেসব দপ্তরের কাজ ঢিমে তালে চলছে তাদের কাজে গতি আনতে বলা হতে পারে ।

অন্যদিকে, 7 জুন জেলাশাসক এবং আমলাদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে । নবান্ন সূত্রে খবর, সেই বৈঠক হবে 10 জুন ।

Intro:কলকাতা, ১ জুন: ইতিমধ্যেই মন্ত্রক বিন্যাস হয়েছে। গুরুত্ব বেড়েছে কোনও মন্ত্রীর। কারো আবার ডানা ছাঁটা হয়েছে। লোকসভা ভোটের ফলের নিরিখে দলের অন্দরমহলেও ঝাঁকুনি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার সব মন্ত্রী এবং দলের বিধায়কদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের সভাঘরে সেই বৈঠক হবে বলে জানা গেছে।Body:লোকসভা ভোটে খারাপ ফলের নিরিখে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। রদবদল করা হয়েছে পুলিশ স্তরে। বদল হয়েছে বহু জেলাশাসক। সচিব পর্যায়ে রদবদল করেছেন তিনি। সূত্র জানাচ্ছে, প্রতিমুহূর্তে তৃণমূল সুপ্রিমো বোঝার চেষ্টা করছেন গলদটা ঠিক কোথায়। তারই অঙ্গ হিসেবে সোমবারের বৈঠক বলে মনে করা হচ্ছে। সূত্র জানাচ্ছে, সোমবার বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। যেসব দপ্তরের কাজ ঢিমে তালে চলছে তাদের কাজে গতি আনতে বলা হতে পারে। আবার যেসব বিধায়ক জনসংযোগের ক্ষেত্রে অনেকখানি দূরে চলে গেছেন তাদের নিচের এলাকায় মাটি কামড়ে পড়ে থাকতে বলা হতে পারে।
Conclusion:এদিকে আগামী ৭ জুন জেলা শাসক এবং আমলাদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর সেই বৈঠক হবে 10 জুন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.