কলকাতা, 1 জুন : সোমবার মন্ত্রী-বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের সভাঘরে এই বৈঠক হবে বলে জানা গেছে ।
লোকসভা ভোটে খারাপ ফলের নিরিখে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । রদবদল করা হয়েছে পুলিশস্তরেও । বহু জেলাশাসককেও বদলি করা হয়েছে । সচিব পর্যায়েও রদবদল করেছেন তিনি । সূত্রের খবর, প্রতিমুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝার চেষ্টা করছেন গলদটা ঠিক কোথায় । সে কারণেই সোমবারের এই বৈঠক বলে মনে করা হচ্ছে । বৈঠকে বেশ কিছু নির্দেশ দিতে পারেন তিনি । যেসব দপ্তরের কাজ ঢিমে তালে চলছে তাদের কাজে গতি আনতে বলা হতে পারে ।
অন্যদিকে, 7 জুন জেলাশাসক এবং আমলাদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে । নবান্ন সূত্রে খবর, সেই বৈঠক হবে 10 জুন ।