কলকাতা, 24 অগস্ট: রাজ্যে উঠে গেল কোভিড বিধি। বৃহস্পতিবার টেলিভিশন জগতের কলাকুশলীদের পুরস্কারের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনা কালে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীদের। বহু মানুষকে সংকটের মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু আজ থেকেই আনুষ্ঠানিকভাবে উঠে যাচ্ছে কোভিড বিধি। ফলে মাস্ক পড়ার বাধ্যবাধকতা আর থাকছে না।"
একই সঙ্গে, তিনি আরও বলেন, "কোভিডের সময় থেকে মানুষকে অনেক কষ্ট পেতে হয়েছে। মানুষ ঘরবন্দি হয়েছিলেন। সেই সময় তাঁদের সামনে কোনও অনুপ্রেরণা ছিল না। তাঁরা সিরিয়াল দেখতেন। আজ থেকে সেই কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল।" প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে এতদিন কোভিড বিধি থাকলেও সাধারণ মানুষকে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সাধারণ নাগরিক জীবনে নতুন করে বড় কিছু প্রভাব ফেলবে এমনটা মনে করছে না ওয়াকিবহল মহল ৷ কিন্তু সরকারি স্তরে করোনার বাড়বাড়ন্ত বা রূপান্তর নিয়ে যে নজর রাখা হচ্ছিল। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই একটা কমিটি গড়ে দিয়েছিলেন। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এদিনের এই ঘোষণার পর বিভিন্ন হাসপাতালে বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল সেগুলিও ধীরে ধীরে শিথিল হতে শুরু করবে।
প্রসঙ্গত, এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে টেলি আকাদেমি অ্যাওয়ার্ড-এর মঞ্চ থেকে ছোট পর্দায় যারা কাজ করেন তাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "খুব ভালো কাজ করছেন তারা। আর এই ভালো কাজের কারণেই মুম্বই থেকেও তাদের ডাক আসছে।" তিনি সিরিয়ালের নাম ধরে ধরে এদিন কলাকুশলীদের উৎসাহিত করতে তাদের প্রশংসা করেন। একই সঙ্গে, তিনি বলেন, "ক্রাইমের যে দৃশ্যগুলি টেলিভিশনের পর্দায় দেখানো হয় সেগুলি দেখানোর সময় এই নিয়ে যদি সতর্কতামূলক বার্তা দেওয়া হয় তাহলে তা সমাজের ক্ষেত্রে আরও বেশি কার্যকরী হয়।"
আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা
একই সঙ্গে, এদিন টেলিভিশনের পর্দায় শিশু চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদেরও প্রশংসা করেছেন তিনি। এই দিনও এই মঞ্চ থেকে তাঁর মুখে শোনা যায় টেলিভিশনে তিনটি বউ আর তিনবার বিয়ের প্রসঙ্গ। এদিন তিনি বলেন, "যখন হঠাৎ করে একজন অভিনেতা-অভিনেত্রীকে মেরে দেওয়া হয় তখন বুঝতে পারি উনি কাজ ছেড়ে চলে গিয়েছেন।" এদিন মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট তিনি প্রশাসনিক কাজে দিনভর ব্যস্ত থাকলেও সমান ভাবেই সময় সুযোগ পেলে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন। এই সিরিয়ালগুলির দিকেও তিনি নজর দেন।