কলকাতা, 25 অক্টোবর: 5 নভেম্বর কি মুখোমুখি হবেন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায় ? এই বিষয়টি নিয়ে এখন আগ্রহ তুঙ্গে ৷ আগামী মাসের 5 তারিখ নবান্নে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক (Eastern Zonal Security Council)। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদৌ মুখোমুখি হন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে (Mamata Banerjee And Amit Shah meeting) ।
যদিও এই বৈঠকের আগে এখনও কয়েকটা দিন সময় আছে । তবে যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে বলাই যায়, এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে তেমনটাই খবর । বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও এই বৈঠকে যোগ দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং । আগেই জানা গিয়েছিল এই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফলে 5 তারিখ নবান্নে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ।
আরও পড়ুন: দিওয়ালিতে গত চার দশকে সবচেয়ে 'স্বাস্থ্যকর' তিলোত্তমা
তবে আলাদা করে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷ প্রসঙ্গত এই মুহূর্তে দেশে পাঁচটি জোনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে । পদাধিকার বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ সবকটি জোনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান । ইতিমধ্যেই দুটি জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছেন তিনি । আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে আগামী 5 নভেম্বর এ রাজ্যের প্রধান সচিবালয় সংলগ্ন নবান্ন সভাঘরে হতে চলা এই বৈঠকেও যোগ দেবেন তিনি (Mamata Banerjee And Amit Shah may become face to face) ।
প্রসঙ্গত, বাংলা, বিহার, উড়িশা, ঝাড়খন্ড এবং সিকিম এই পাঁচটি রাজ্যই এই পূর্বাঞ্চলীয় জোনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য । তাই এই বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আগ্রহ তুঙ্গে । এই বৈঠক আরও গুরুত্বপূর্ণ কারণ, সাম্প্রতিক সময়ে যেভাবে একের পর এক বিষয়ে দুর্নীতি প্রকাশ্যে এসেছে তা নিয়েও এখানে আলোচনা হতে পারে ৷ কয়লা থেকে গরুপাচার চক্রের সঙ্গে রাজ্যের নেতাদের যোগ থাকার অভিযোগ উঠেছে । তৃণমূল কংগ্রেস আবার গোটা বিষয়টিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা হিসাবে তুলে ধরেছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এই বৈঠকে যোগ দিতে এলে এই বিষয়গুলি বাংলার মুখ্যমন্ত্রী তোলেন কি না, সেটাই এখন দেখার । একই সঙ্গে এটাও দেখার এই সময় তিনি অন্য রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন কি না !
এদিকে পুজোর আগেই হওয়া বিজেপির নবান্ন অভিযান নিয়ে এখনও শাসকবিরোধী দুই পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ তারই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলে এই উত্তাপ বহু গুণে বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷