ETV Bharat / state

Mamata Banerjee Advises Ministers: মণিপুরের আঁচ পড়তে পারে বিধানসভায়, মন্ত্রী-বিধায়কদের সতর্ক থাকার পরামর্শ মমতার - বিধায়ক

মণিপুর নিয়ে বিধানসভার বাদল অধিবেশনে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল ৷ আর তা নিয়ে বিধানসভা উত্তাল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী মন্ত্রী-বিধায়কদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন মমতা ৷

Etv Bharat
মন্ত্রী-বিধায়কদের সতর্ক থাকার পরামর্শ মমতার
author img

By

Published : Jul 24, 2023, 10:54 PM IST

Updated : Jul 25, 2023, 8:34 AM IST

কলকাতা, 24 জুলাই: বিধানসভার বাদল অধিবেশন উত্তাল হতে পারে ৷ আর তার জন্য আগে থেকেই তৃণমূল বিধায়কদের সাবধান করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। কারণ, হিসাবে তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা, রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে মণিপুরের ঘটনায় নিন্দা প্রস্তাব আনার কথা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। ফলে, শাসক দলের প্রস্তাবের বিরুদ্ধে কাউন্টার করে বিরোধী রাজনৈতিক দল বিজেপি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর তার জন্যই বিধায়কদের আগেভাগে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী ৷

নবান্ন সূত্রে খবর, সোমবার রাজ্য সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মালদার ঘটনা উল্লেখ করে তিনি মন্ত্রীদের সতর্ক করেন তিনি। সূত্রের খবর, মমতা জানান, মালদায় যা ঘটেছে তার পুনরাবৃত্তি বাংলার অন্যান্য জায়গায়ও বিরোধীদের দ্বারা পরিচালিত হতে পারে। এমনকী বিজেপি এমন ভিডিয়ো ছড়াতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি ৷ পুলিশ মালদা মামলার তদন্ত করছে। ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পেয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে মহরম এবং রাখী বন্ধন উৎসব আয়োজিত হবে। সে বিষয় নিয়েও সকল মন্ত্রীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত 18 জুলাই মালদার বামনগোলা থানার পাকুয়াহাটে দুই মহিলাকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়ে গিয়েছে। মণিপুরের ঘটনার সঙ্গে বিজেপি মালদার ঘটনার তুলনা টেনে এনেছে ৷ ভিডিয়ো পোস্ট করে মালদার ঘটনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ৷ ঘটনা নিয়ে সংসদের ভিতরে এবং বাইরেও সরব হয়েছে বিজেপি ৷ যা নিয়ে এখন রাজ্যজুড়ে শাসক-বিরোধী তরজা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ

এদিন এই বিষয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "মণিপুর নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনা হবে। আগামী 26 জুলাই বুধবার আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে। কারণ, মণিপুরে যা ঘটেছে তাতে আমরা হতবাক, মর্মাহত। 80 দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। মণিপুর পরিস্থিতি এখনও অস্থির। শিশুরা খেতে পাচ্ছে না। নারীদের উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। এটা আমাদের সংস্কৃতি নয়। কেন্দ্রীয় সরকারের ভূমিকা লজ্জাজনক।" পালটা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানান, বিজেপি আগামিকাল মঙ্গলবার বিধানসভায় তাদের সমস্ত বিধায়কের নিয়ে বৈঠক করবে। বিষয়টি নিয়ে বিজেপি নিজেদের অবস্থান সেখানেই ঠিক করবেন বলেও জানান তিনি।

কলকাতা, 24 জুলাই: বিধানসভার বাদল অধিবেশন উত্তাল হতে পারে ৷ আর তার জন্য আগে থেকেই তৃণমূল বিধায়কদের সাবধান করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। কারণ, হিসাবে তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা, রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে মণিপুরের ঘটনায় নিন্দা প্রস্তাব আনার কথা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। ফলে, শাসক দলের প্রস্তাবের বিরুদ্ধে কাউন্টার করে বিরোধী রাজনৈতিক দল বিজেপি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর তার জন্যই বিধায়কদের আগেভাগে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী ৷

নবান্ন সূত্রে খবর, সোমবার রাজ্য সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মালদার ঘটনা উল্লেখ করে তিনি মন্ত্রীদের সতর্ক করেন তিনি। সূত্রের খবর, মমতা জানান, মালদায় যা ঘটেছে তার পুনরাবৃত্তি বাংলার অন্যান্য জায়গায়ও বিরোধীদের দ্বারা পরিচালিত হতে পারে। এমনকী বিজেপি এমন ভিডিয়ো ছড়াতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি ৷ পুলিশ মালদা মামলার তদন্ত করছে। ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পেয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে মহরম এবং রাখী বন্ধন উৎসব আয়োজিত হবে। সে বিষয় নিয়েও সকল মন্ত্রীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত 18 জুলাই মালদার বামনগোলা থানার পাকুয়াহাটে দুই মহিলাকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়ে গিয়েছে। মণিপুরের ঘটনার সঙ্গে বিজেপি মালদার ঘটনার তুলনা টেনে এনেছে ৷ ভিডিয়ো পোস্ট করে মালদার ঘটনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ৷ ঘটনা নিয়ে সংসদের ভিতরে এবং বাইরেও সরব হয়েছে বিজেপি ৷ যা নিয়ে এখন রাজ্যজুড়ে শাসক-বিরোধী তরজা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ

এদিন এই বিষয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "মণিপুর নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনা হবে। আগামী 26 জুলাই বুধবার আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে। কারণ, মণিপুরে যা ঘটেছে তাতে আমরা হতবাক, মর্মাহত। 80 দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। মণিপুর পরিস্থিতি এখনও অস্থির। শিশুরা খেতে পাচ্ছে না। নারীদের উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। এটা আমাদের সংস্কৃতি নয়। কেন্দ্রীয় সরকারের ভূমিকা লজ্জাজনক।" পালটা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানান, বিজেপি আগামিকাল মঙ্গলবার বিধানসভায় তাদের সমস্ত বিধায়কের নিয়ে বৈঠক করবে। বিষয়টি নিয়ে বিজেপি নিজেদের অবস্থান সেখানেই ঠিক করবেন বলেও জানান তিনি।

Last Updated : Jul 25, 2023, 8:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.