ETV Bharat / state

Maitri and Mitali Express: ঈদের সময় বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা মিতালী ও মৈত্রী এক্সপ্রেস - ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবা

ঈদ উপলক্ষ্যে দু-দেশের মধ্যে যাতায়াতকারী ভারত-বাংলাদেশ ট্রেন মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে । বাংলাদেশ রেল পরিষেবার তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে ।

Etv Bharat
বাতিল ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা
author img

By

Published : Apr 13, 2023, 11:03 PM IST

কলকাতা, 13 এপ্রিল: ঈদের মাসেই এক টানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ ট্রেন মিতালী ও মৈত্রী এক্সপ্রেস । বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে । বাংলাদেশ রেলমন্ত্রকের পক্ষ থেকে মিতালী এক্সপ্রেসের পরিষেবা 10 দিন এবং মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা 8 দিন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ।

জানা গিয়েছে, চলতি মাসের 18 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মিতালী এক্সপ্রেসের পরিষেবা । অন্যদিকে আগামী 20 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে না মৈত্রী এক্সপ্রেস । বাংলাদেশ রেল পরিষেবার তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে । তবে মিতালী ও মৈত্রী এই দুটি ট্রেনের পরিষেবা বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী এক রেল পরিষেবা বন্ধন এক্সপ্রেস চালু থাকবে । তবে এটা কোনও ব্যতিক্রমী ঘটনা নয় ।

প্রতিবছরই ঈদ-উল-ফিতর উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধ থেকে এই দুটি ট্রেনের পরিষেবা । বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশে ঈদ-উল-ফিতর উৎসব পালনের জন্য যাতে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি তিনি জানিয়েছেন, এই সময়ে কোনও ইন্টারসিটি ট্রেন চলাচল করবে না । ঈদের আগে 20 এপ্রিল রাত 12টা থেকে 22 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালগাড়ি বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ছুটির দিনেও আইপিএলের জন্য বিশেষ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি

প্রসঙ্গত, ঢাকা ও জলপাইগুড়ি রুটে যাতায়াত করে মিতালী এক্সপ্রেস । ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত করে মৈত্রী এক্সপ্রেস । খুলনা এবং কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস । এই ট্রেনগুলি বাণিজ্যিকভাবে যতটা সফল ততটাই জনপ্রিয় দুই বাংলার যাত্রীদের মধ্যে । বছরের অন্যান্য সময় যাত্রীদের মধ্যে এই ট্রেনগুলির চাহিদা খুব বেশি থাকলেও ঈদের সময় যেহেতু অনেক আগেই বাড়ি ফেরেন মানুষজন তাই উৎসবের সময় তেমন একটা যাত্রী ভিড় থাকে না । বছরের বাকি সময় বাংলাদেশ থেকে এই ট্রেনগুলোতে করে ওপার বাংলার মানুষজন ভারতে আসেন মূলত চিকিৎসরা জন্য । এদের মধ্যে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত । তাই এই ট্রেনগুলো তাঁদের পক্ষে আর্থিকভাবে খুবই সুবিধাজনক ।

কলকাতা, 13 এপ্রিল: ঈদের মাসেই এক টানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ ট্রেন মিতালী ও মৈত্রী এক্সপ্রেস । বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে । বাংলাদেশ রেলমন্ত্রকের পক্ষ থেকে মিতালী এক্সপ্রেসের পরিষেবা 10 দিন এবং মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা 8 দিন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ।

জানা গিয়েছে, চলতি মাসের 18 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মিতালী এক্সপ্রেসের পরিষেবা । অন্যদিকে আগামী 20 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে না মৈত্রী এক্সপ্রেস । বাংলাদেশ রেল পরিষেবার তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে । তবে মিতালী ও মৈত্রী এই দুটি ট্রেনের পরিষেবা বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী এক রেল পরিষেবা বন্ধন এক্সপ্রেস চালু থাকবে । তবে এটা কোনও ব্যতিক্রমী ঘটনা নয় ।

প্রতিবছরই ঈদ-উল-ফিতর উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধ থেকে এই দুটি ট্রেনের পরিষেবা । বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশে ঈদ-উল-ফিতর উৎসব পালনের জন্য যাতে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি তিনি জানিয়েছেন, এই সময়ে কোনও ইন্টারসিটি ট্রেন চলাচল করবে না । ঈদের আগে 20 এপ্রিল রাত 12টা থেকে 22 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালগাড়ি বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ছুটির দিনেও আইপিএলের জন্য বিশেষ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি

প্রসঙ্গত, ঢাকা ও জলপাইগুড়ি রুটে যাতায়াত করে মিতালী এক্সপ্রেস । ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত করে মৈত্রী এক্সপ্রেস । খুলনা এবং কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস । এই ট্রেনগুলি বাণিজ্যিকভাবে যতটা সফল ততটাই জনপ্রিয় দুই বাংলার যাত্রীদের মধ্যে । বছরের অন্যান্য সময় যাত্রীদের মধ্যে এই ট্রেনগুলির চাহিদা খুব বেশি থাকলেও ঈদের সময় যেহেতু অনেক আগেই বাড়ি ফেরেন মানুষজন তাই উৎসবের সময় তেমন একটা যাত্রী ভিড় থাকে না । বছরের বাকি সময় বাংলাদেশ থেকে এই ট্রেনগুলোতে করে ওপার বাংলার মানুষজন ভারতে আসেন মূলত চিকিৎসরা জন্য । এদের মধ্যে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত । তাই এই ট্রেনগুলো তাঁদের পক্ষে আর্থিকভাবে খুবই সুবিধাজনক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.