ETV Bharat / state

Miraculous Recovery: বাড়ি ফিরল ইডেন সিটির দশতলা থেকে নীচে পড়ে যাওয়া অন্বেষা - বাড়ি ফিরল ইডেন সিটির দুর্ঘটনা আহত অন্বেষা

দীর্ঘ আড়াই মাসের লড়াইয়ের পর অবশেষে বাড়ি ফিরছে মহেশতলার ইডেন সিটির বাসিন্দা ছোট্ট অন্বেষা (Miraculous Recovery) ৷ ডিসেম্বর মাসে আবাসনের ফায়ার এক্সিটের খোলা ভেন্ট দিয়ে নীচে পড়ে যায় সে ৷ প্রায় 20 দিন কোমায় ছিল অন্বেষা ৷

Miraculous Recovery ETV BHARAT
Miraculous Recovery
author img

By

Published : Jan 30, 2023, 9:17 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: প্রায় আড়াই মাস আগে মহেশতলার একটি অভিজাত আবাসনের দশ তলার ফ্ল্যাট থেকে নীচে পড়ে যায় 8 বছরের অন্বেষা ঘোষ ৷ দীর্ঘ আড়াই মাস দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে কঠিন লড়াইয়ের পর আজ বাড়ি ফিরল ছোট্ট অন্বেষা (Eden City Residence Anwesha Ghosh Returns Home from Hospital) ৷ এক কঠিন যুদ্ধ জয় করেছে ওই একরত্তি ৷

মহেশতলার অভিজাত আবাসন ইডেন সিটির বাসিন্দা গৌতম ঘোষ ৷ তাঁরই ছোট মেয়ে অন্বেষা ৷ ডিসেম্বর মাসের 2 তারিখ ইডেন সিটির ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো ছিল ৷ সেই সময় অন্যান্য বাচ্চাদের সঙ্গেই খেলছিল অন্বেষা ৷ খেলতে খেলতে অন্বেষা ফায়ার এক্সিটের খোলা ভেন্টের কাছে ৷ একটি তারের জালি পাতা ছিল ভেন্টের উপর ৷ সেই তারের জালিতে পা দিতেই সোজা নীচে পড়ে যায় অন্বেষা ৷

সেই ঘটনার পর অন্বেষাকে একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখান থেকে তাঁকে সিএমআরআই-তে রেফার করেন চিকিৎসকরা ৷ অন্বেষার চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার সময় তার শরীরে কোনও সার ছিল না ৷ চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি ৷ কিন্তু, তবুও বেঁচে ছিল একরত্তি ৷ তবে, তাঁকে বাঁচানো যেত কি না, তা নিয়ে সংশয় ছিল চিকিৎসকদের মধ্যেও ৷ সিএমআরআই-এর শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শান্তনু রায়ের তত্ত্বাবধানে ভরতি করানো হয় অন্বেষাকে ৷

তিনি বলেন, ‘‘যখন শিশুটি ভর্তি হয় তাঁর কোনও রকম আশা ছিল না ৷ প্রায় 20 দিন শিশুটি কোমায় ছিল ৷ ওকে আমরা পিকুতে রেখেছিলাম ৷ তারপর আসতে আসতে ও সাড়া দিতে শুরু করে ৷ এইরকম ক্ষেত্রে রোগী বাঁচে না-বললেই চলে ৷ হয়তো লাখে এক-দু’জন বাঁচে ৷ তবে, এই শিশুটির মধ্যে অদম্য একটা সাহস ছিল ৷ যেটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে খুব সাহস জুগিয়েছে ৷’’

আরও পড়ুন: গৃহপ্রবেশের সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা, আবাসনের ন'তলা থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট অন্বেষা

জানা গিয়েছে, অন্বেষা হাসপাতালে ভরতি হওয়ার প্রায় 2 সপ্তাহ পর অস্ত্রোপচার করা হয় ৷ তা মাথার স্কালের হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছিল ৷ সেই কঠিন অস্ত্রোপচার করা হয় সিএমআরআই হাসপাতালের নিউরো সার্জেন চিকিৎসক অজয় আগরওয়াল ৷ সেখানে রক্ত জমাট বেঁধেছিল ৷ ফলে মস্তিষ্কে চাপ তৈরি হচ্ছিল অন্বেষার ৷ কিন্তু, কঠিন সেই অস্ত্রোপচার সফল হয় ৷

এখন অন্বেষা সম্পূর্ণ সুস্থ ৷ আজ সে নিজের বাড়ি ফিরেছে ৷ চলাফেরার সামান্য সমস্যা থাকলেও, তা ধীরে ধীরে ফিজিও থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যাবে ৷ বাকি সবকিছুই স্বাভাবিক 8 বছরের অন্বেষা ঘোষের ৷ তবে, এই মুহূর্তে বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে অন্বেষাকে ৷ তারপর থেকে আবার স্কুলে যাওয়া-সহ স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবে সে ৷

কলকাতা, 30 জানুয়ারি: প্রায় আড়াই মাস আগে মহেশতলার একটি অভিজাত আবাসনের দশ তলার ফ্ল্যাট থেকে নীচে পড়ে যায় 8 বছরের অন্বেষা ঘোষ ৷ দীর্ঘ আড়াই মাস দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে কঠিন লড়াইয়ের পর আজ বাড়ি ফিরল ছোট্ট অন্বেষা (Eden City Residence Anwesha Ghosh Returns Home from Hospital) ৷ এক কঠিন যুদ্ধ জয় করেছে ওই একরত্তি ৷

মহেশতলার অভিজাত আবাসন ইডেন সিটির বাসিন্দা গৌতম ঘোষ ৷ তাঁরই ছোট মেয়ে অন্বেষা ৷ ডিসেম্বর মাসের 2 তারিখ ইডেন সিটির ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো ছিল ৷ সেই সময় অন্যান্য বাচ্চাদের সঙ্গেই খেলছিল অন্বেষা ৷ খেলতে খেলতে অন্বেষা ফায়ার এক্সিটের খোলা ভেন্টের কাছে ৷ একটি তারের জালি পাতা ছিল ভেন্টের উপর ৷ সেই তারের জালিতে পা দিতেই সোজা নীচে পড়ে যায় অন্বেষা ৷

সেই ঘটনার পর অন্বেষাকে একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখান থেকে তাঁকে সিএমআরআই-তে রেফার করেন চিকিৎসকরা ৷ অন্বেষার চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার সময় তার শরীরে কোনও সার ছিল না ৷ চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি ৷ কিন্তু, তবুও বেঁচে ছিল একরত্তি ৷ তবে, তাঁকে বাঁচানো যেত কি না, তা নিয়ে সংশয় ছিল চিকিৎসকদের মধ্যেও ৷ সিএমআরআই-এর শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শান্তনু রায়ের তত্ত্বাবধানে ভরতি করানো হয় অন্বেষাকে ৷

তিনি বলেন, ‘‘যখন শিশুটি ভর্তি হয় তাঁর কোনও রকম আশা ছিল না ৷ প্রায় 20 দিন শিশুটি কোমায় ছিল ৷ ওকে আমরা পিকুতে রেখেছিলাম ৷ তারপর আসতে আসতে ও সাড়া দিতে শুরু করে ৷ এইরকম ক্ষেত্রে রোগী বাঁচে না-বললেই চলে ৷ হয়তো লাখে এক-দু’জন বাঁচে ৷ তবে, এই শিশুটির মধ্যে অদম্য একটা সাহস ছিল ৷ যেটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে খুব সাহস জুগিয়েছে ৷’’

আরও পড়ুন: গৃহপ্রবেশের সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা, আবাসনের ন'তলা থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট অন্বেষা

জানা গিয়েছে, অন্বেষা হাসপাতালে ভরতি হওয়ার প্রায় 2 সপ্তাহ পর অস্ত্রোপচার করা হয় ৷ তা মাথার স্কালের হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছিল ৷ সেই কঠিন অস্ত্রোপচার করা হয় সিএমআরআই হাসপাতালের নিউরো সার্জেন চিকিৎসক অজয় আগরওয়াল ৷ সেখানে রক্ত জমাট বেঁধেছিল ৷ ফলে মস্তিষ্কে চাপ তৈরি হচ্ছিল অন্বেষার ৷ কিন্তু, কঠিন সেই অস্ত্রোপচার সফল হয় ৷

এখন অন্বেষা সম্পূর্ণ সুস্থ ৷ আজ সে নিজের বাড়ি ফিরেছে ৷ চলাফেরার সামান্য সমস্যা থাকলেও, তা ধীরে ধীরে ফিজিও থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যাবে ৷ বাকি সবকিছুই স্বাভাবিক 8 বছরের অন্বেষা ঘোষের ৷ তবে, এই মুহূর্তে বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে অন্বেষাকে ৷ তারপর থেকে আবার স্কুলে যাওয়া-সহ স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবে সে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.