কলকাতা, 17 মে : গত কয়েক দিনে কলকাতা ছেড়ে চলে গিয়েছেন ভিন রাজ্যের 500 জন নার্স । তাঁরা প্রত্যেকেই মণিপুর, ত্রিপুরা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বাসিন্দা । পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মুখ্যসচিবের পাশাপাশি নার্সিং কাউন্সিলেও চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন । সরকারি পদক্ষেপের আশায় রয়েছে এই সংগঠন ।
কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে ভিন রাজ্যের বহু নার্স চলে যাচ্ছেন নিজেদের রাজ্যে । গত বৃহস্পতিবার 185 জন ও গতকাল 169 জন নার্স কলকাতা ছেড়ে চলে গেছেন ৷ জানিয়েছিল অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া । আরও অনেক নার্স যে কলকাতা ছেড়ে তাঁদের নিজেদের রাজ্যে চলে যেতে চলেছেন ৷ এমন আশঙ্কার কথা গতকাল বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছিল ।
আজ অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রূপক বড়ুয়া বলেন, " সব বেসরকারি হাসপাতাল মিলিয়ে যদি দেখা যায়, তাহলে গত কয়েকদিনে 500 জনের মতো নার্স চলে গিয়েছেন । তাঁদের মধ্যে মণিপুর, ত্রিপুরা, ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু নার্স রয়েছেন । আমাদের প্রায় 70 শতাংশ নার্স এই সব রাজ্যের । " এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিবের কাছে আমাদের হাসপাতাল অ্যাসোসিয়েশনের তরফে একটি আবেদন করি । আমরা নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়ায় চিঠিও পাঠিয়েছি । "
COVID-19-এর এই প্যানডেমিকে নার্সরা বড় ভূমিকা পালন করছেন । তাঁদের তরফ থেকে যতটা সম্ভব কাউন্সেলিং করে নার্সদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে ৷ যাতে তাঁরা চলে না যান । একথা জানিয়ে রূপকবাবু বলেন, " সরকারিভাবে কিছু করা সম্ভব কি না, আমরা জানি না । কিন্তু, সরকারি তরফে যদি কিছু করা সম্ভব হয় ৷ তার জন্য আমরা মুখ্যসচিবের কাছে আবেদন করেছি । আমরা অপেক্ষা করছি, হয়তো কালকের মধ্যে আমরা কিছু রিপ্লাই পাব মুখ্যসচিবের কাছ থেকে । "