কলকাতা, ১৫ মার্চ : কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার রাস্তা খোলা রেখেই রাজ্যে ২৫টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল বামেরা। আজ বামফ্রন্টের বৈঠক হয়। তারপরই ২৫টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়।আগেই CPI(M) তাদের গতবারের জেতা ২টি আসনে প্রার্থীর নাম জানিয়েছিল। আজ আরও ২৩টি আসনে প্রার্থীর নাম জানানো হল।
যে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হল-
- কোচবিহার- গোবিন্দ রায় (ফরওয়ার্ড ব্লক)
- আলিপুরদুয়ার- মিলি ওরাঁও (RSP)
- জলপাইগুড়ি-ভগীরথ রায় (CPI(M))
- রায়গঞ্জ-মহম্মদ সেলিম (CPI(M))
- বালুরঘাট-রণেন বর্মণ (RSP)
- মুর্শিদাবাদ- বদরুদ্দোজা খান (CPI(M))
- রানাঘাট-রমা বিশ্বাস (CPI(M))
- বনগাঁ- অলোকেশ দাস (CPI(M))
- দমদম-নেপালদেব ভট্টাচার্য (CPI(M))
- বারাসত- হরিপদ বিশ্বাস (ফরওয়ার্ড ব্লক)
- বসিরহাট- পল্লব সেনগুপ্ত (CPI)
- জয়নগর-সুভাষ নস্কর (RSP)
- ডায়মন্ডহারবার- ডা. ফুয়াদ হালিম (CPI(M))
- যাদবপুর-বিকাশরঞ্জন ভট্টাচার্য (CPI(M))
- কলকাতা দক্ষিণ- নন্দিনী মুখার্জি (CPI(M))
- উলুবেড়িয়া- মাকসুদা খাতুন (CPI(M))
- হুগলি- প্রদীপ সাহা (CPI(M))
- আরামবাগ- শক্তিমোহন মালিক (CPI(M))
- ঘাটাল- তপন গাঙ্গুলি (CPI)
- মেদিনীপুর- বিপ্লব ভট্ট (CPI)
- পুরুলিয়া- বীর সিং মাহাতো (AIFB)
- বিষ্ণুপুর- সুনীল খাঁ (CPI(M))
- বর্ধমান পূর্ব- ঈশ্বরচন্দ্র দাস (CPI(M))
- বর্ধমান দুর্গাপুর- আভাস রায়চৌধুরি (CPI(M))
- বীরভূম- ডাঃ রেজাউল করিম