ETV Bharat / state

শাসকদের সতর্ক করে পথে বাম-কংগ্রেস

দেশ এবং রাজ্য সরকারকে সতর্কতা এবং হুঁশিয়ারি দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বামফ্রন্ট এবং কংগ্রেস । রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে সমঝোতার ভিত্তিতে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবে এই দুই বিরোধীদল ।

বামফ্রন্ট এবং কংগ্রেস
বামফ্রন্ট এবং কংগ্রেস
author img

By

Published : Oct 7, 2020, 9:39 PM IST

কলকাতা, 7 অক্টোবর : জোট বার্তা দিয়ে ফের পথে নামল বামফ্রন্ট এবং কংগ্রেস । এবার থেকে যে কোনো ইশুতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধিতায় যৌথভাবে আন্দোলন এবং বিক্ষোভ করবে রাজ্যের প্রধান দুই বিরোধীদল বামফ্রন্ট এবং কংগ্ৰেস । মহামিছিল ছিল উত্তরপ্রদেশের নির্যাতিতার সুবিচারের দাবিতে । এ রাজ্যের ধর্ষিতা নির্যাতিতাদের বিষয় মুখ্যমন্ত্রীর সদর্থক পদক্ষেপের দাবিতে "ধিক্কার মোদি" "ধিক্কার যোগী" এই স্লোগান তুলে শহরের রাস্তায় সোচ্চার হলেন । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বাম-পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ আজ সমঝোতার বার্তা দিয়ে রাজপথে নামলেন ।

দেশ এবং রাজ্য সরকারকে সতর্কতা এবং হুঁশিয়ারি দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বামফ্রন্ট এবং কংগ্রেস । রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে সমঝোতার ভিত্তিতে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবে এই দুই বিরোধী দল । দুই দলের সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে ।

মিছিল থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কড়া ভাষায় সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী স্বয়ং গুন্ডা পোষণ করেন । রাজ্যে যেকোনও নির্যাতন এবং ধর্ষণের পর মুখ্যমন্ত্রী বলেন ছোট ছোট ছেলেদের দুষ্টুমি । মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে বলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি । ছোটদের এই দুষ্টুমি অস্বাভাবিক এবং অভাবিত নয় মুখ‍্যমন্ত্রীর শাসনকালে।"

তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র শুরু করেছিলেন যোগ প্রক্রিয়ার সলতে পাকানোর কাজ । বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি জোট প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে চান । সেই কাজ এ রাজ্যে মনোযোগ দিয়ে করছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । যেকোনও প্রতিবাদে পথে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবেই নামবে ।

কলকাতা, 7 অক্টোবর : জোট বার্তা দিয়ে ফের পথে নামল বামফ্রন্ট এবং কংগ্রেস । এবার থেকে যে কোনো ইশুতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধিতায় যৌথভাবে আন্দোলন এবং বিক্ষোভ করবে রাজ্যের প্রধান দুই বিরোধীদল বামফ্রন্ট এবং কংগ্ৰেস । মহামিছিল ছিল উত্তরপ্রদেশের নির্যাতিতার সুবিচারের দাবিতে । এ রাজ্যের ধর্ষিতা নির্যাতিতাদের বিষয় মুখ্যমন্ত্রীর সদর্থক পদক্ষেপের দাবিতে "ধিক্কার মোদি" "ধিক্কার যোগী" এই স্লোগান তুলে শহরের রাস্তায় সোচ্চার হলেন । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বাম-পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ আজ সমঝোতার বার্তা দিয়ে রাজপথে নামলেন ।

দেশ এবং রাজ্য সরকারকে সতর্কতা এবং হুঁশিয়ারি দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বামফ্রন্ট এবং কংগ্রেস । রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে সমঝোতার ভিত্তিতে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবে এই দুই বিরোধী দল । দুই দলের সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে ।

মিছিল থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কড়া ভাষায় সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী স্বয়ং গুন্ডা পোষণ করেন । রাজ্যে যেকোনও নির্যাতন এবং ধর্ষণের পর মুখ্যমন্ত্রী বলেন ছোট ছোট ছেলেদের দুষ্টুমি । মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে বলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি । ছোটদের এই দুষ্টুমি অস্বাভাবিক এবং অভাবিত নয় মুখ‍্যমন্ত্রীর শাসনকালে।"

তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র শুরু করেছিলেন যোগ প্রক্রিয়ার সলতে পাকানোর কাজ । বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি জোট প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে চান । সেই কাজ এ রাজ্যে মনোযোগ দিয়ে করছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । যেকোনও প্রতিবাদে পথে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবেই নামবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.