কলকাতা, 25 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিলে কি আদৌ রাজ্যপাল সই করেছেন (Howrah civic bill)? শুক্রবার অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জানান, হাওড়া ও বালি পৌরসভার বিলে সই করেছেন রাজ্যপাল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দাবি করেন, রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই বিলে তিনি সই করেননি। এই বিষয়ে রাজ্যপালের টুইটের ভাষা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, তিনি কোনও বিলে সই করেননি ৷
এদিন সন্ধেয় রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিসে এসে শুভেন্দু অধিকারী বলেন, " টেলিভিশনে আমি দেখেছি যে হাওড়া বিল রাজ্যপাল ছেড়ে দিয়েছেন। আমি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম, এটা কি সত্যি? মহামান্য রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি। এটা এখনও পেন্ডিং।"
আরও পড়ুন: রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালগুলির আচার্য করার ভাবনা, জানালেন ব্রাত্য
শুভেন্দু বেরিয়ে যাওয়ার পর রাজ্যপালের টুইটেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেই টুইটের ভাষা নিয়ে তৈরি হয়েছে আরও বিভ্রান্তি। টুইটের বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, "হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে রাজ্যপাল ইঙ্গিত করেছেন, তা এখনও বিবেচনাধীন ৷"