ETV Bharat / state

Kunal Ghosh: মাথাঘোরা সঙ্গে বমি, 'শরীর সাড়া দিচ্ছে না' কুণালের - তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি কুণাল ঘোষ ৷ আপাতত চিকিৎসকের নজরদারিতে রয়েছেন কুণাল ঘোষ। শারীরিক অবস্থা সংকটজনক না হলেও চিকিৎসকরা চাইছেন তাঁকে নজরদারিতে রাখতে।

Etv Bharat
'শরীর সাড়া দিচ্ছে না' কুণালের
author img

By

Published : Jul 19, 2023, 9:28 PM IST

কলকাতা, 19 জুলাই: অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ সোশাল মিডিয়ায় নিজেই জানালেন, শরীর ঠিক নেই ৷ জ্বর, মাথাঘোরার সঙ্গে রয়েছে বমি ৷ অবস্থা সংকটজনক না-হলেও, চিকিৎসকরা আপাতত কুণালকে নজরে রাখতে চাইছেন ৷

পঞ্চায়েত নির্বাচনে ময়দানে নেমে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। দলের নির্দেশে কখনও ছুটে গিয়েছিলেন নন্দীগ্রাম, আবার কখনও অন্যত্র। এরপর গত কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছিল না তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। গত দু'দিন জ্বরে ভুগছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র। সঙ্গে গা ব্যথা এবং ভার্টিগোর সমস্যায় চিকিৎসা চলছিল। এরপরও অবস্থার উন্নতি না-হওয়ায় বুধবার হাসপাতালে ভরতি হলেন তিনি।

এদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। আপাতত চিকিৎসকের নজরদারিতে রয়েছেন কুণাল ঘোষ। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক না-হলেও চিকিৎসকরা চাইছেন তাঁকে নজরদারিতে রাখতে। এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নিজেই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সোশাল মিডিয়ায় আপডেট দিয়েছেন কুণাল। সেখানে তিনি লিখেছেন, "ভার্টিগোর প্রবল কামড়। মাথাঘোরা, বমি। দাঁড়ানোর সমস্যা। কুড়ি দিনে দু'বার। ওষুধ কাজ করছে না, ইনজেকশন নিয়ে ঘুমোতে হল।"

কুণাল লিখেছেন, "শারীরিক পরীক্ষা চলছে। চার-পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে।" আফসোস হচ্ছে বলেও জানিয়েছেন কুণাল। তাঁর দাবি, এত কিছু করার পরও শরীর সাড়া দিচ্ছে না। মাঝে আর মাত্র একটি দিন। তারপরই 21 জুলাই। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্য-সমর্থকের কাছে এই দিনটির আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, এই সময়ে হাসপাতালে থাকতে হচ্ছে তৃণমূল কংগ্রেস মুখপাত্রকে। চিকিৎসকদের কথামতো এবং কুণাল ঘোষের সোশাল মিডিয়া আপডেট অনুযায়ী তাঁকে হয়তো একুশে জুলাই দেখা যাবে না মঞ্চে।

আরও পড়ুন: বালতি উলটাতে পারে না, সরকার উলটাবে! বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

এই অবস্থায় আপাতত তাঁকে হাসপাতালেই বন্দি থাকতে হবে। কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কুণাল। পরে জানা যায় হাড় ভেঙে গিয়েছে তাঁর। সে সময় অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন সভা-সমাবেশ থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। এই নিয়ে দ্বিতীয়বার।

কলকাতা, 19 জুলাই: অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ সোশাল মিডিয়ায় নিজেই জানালেন, শরীর ঠিক নেই ৷ জ্বর, মাথাঘোরার সঙ্গে রয়েছে বমি ৷ অবস্থা সংকটজনক না-হলেও, চিকিৎসকরা আপাতত কুণালকে নজরে রাখতে চাইছেন ৷

পঞ্চায়েত নির্বাচনে ময়দানে নেমে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। দলের নির্দেশে কখনও ছুটে গিয়েছিলেন নন্দীগ্রাম, আবার কখনও অন্যত্র। এরপর গত কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছিল না তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। গত দু'দিন জ্বরে ভুগছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র। সঙ্গে গা ব্যথা এবং ভার্টিগোর সমস্যায় চিকিৎসা চলছিল। এরপরও অবস্থার উন্নতি না-হওয়ায় বুধবার হাসপাতালে ভরতি হলেন তিনি।

এদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। আপাতত চিকিৎসকের নজরদারিতে রয়েছেন কুণাল ঘোষ। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক না-হলেও চিকিৎসকরা চাইছেন তাঁকে নজরদারিতে রাখতে। এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নিজেই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সোশাল মিডিয়ায় আপডেট দিয়েছেন কুণাল। সেখানে তিনি লিখেছেন, "ভার্টিগোর প্রবল কামড়। মাথাঘোরা, বমি। দাঁড়ানোর সমস্যা। কুড়ি দিনে দু'বার। ওষুধ কাজ করছে না, ইনজেকশন নিয়ে ঘুমোতে হল।"

কুণাল লিখেছেন, "শারীরিক পরীক্ষা চলছে। চার-পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে।" আফসোস হচ্ছে বলেও জানিয়েছেন কুণাল। তাঁর দাবি, এত কিছু করার পরও শরীর সাড়া দিচ্ছে না। মাঝে আর মাত্র একটি দিন। তারপরই 21 জুলাই। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্য-সমর্থকের কাছে এই দিনটির আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, এই সময়ে হাসপাতালে থাকতে হচ্ছে তৃণমূল কংগ্রেস মুখপাত্রকে। চিকিৎসকদের কথামতো এবং কুণাল ঘোষের সোশাল মিডিয়া আপডেট অনুযায়ী তাঁকে হয়তো একুশে জুলাই দেখা যাবে না মঞ্চে।

আরও পড়ুন: বালতি উলটাতে পারে না, সরকার উলটাবে! বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

এই অবস্থায় আপাতত তাঁকে হাসপাতালেই বন্দি থাকতে হবে। কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কুণাল। পরে জানা যায় হাড় ভেঙে গিয়েছে তাঁর। সে সময় অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন সভা-সমাবেশ থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। এই নিয়ে দ্বিতীয়বার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.