ETV Bharat / state

শুরু মাধ্যমিক, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ কলকাতা পুলিশ - very first day of madhyamik

আজ কলকাতা পুলিশের কাছে বড় পরীক্ষা ছিল উত্তর কলকাতাই । এমনকি উইনার্স টিমের সদস্যরা কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন ৷ তাঁরা কথা বলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে ।

Kolkata Traffic Police
মাধ্যমিকের শুরুর দিনে উত্তর কলকাতার যানজট কাটাতে সক্ষম পুলিশ
author img

By

Published : Feb 18, 2020, 1:26 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : চিন্তা ছিল ষোলোআনা । যানজট কাটিয়ে পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যাবে তো? কলকাতা টালা ব্রিজ বন্ধ হওয়ার পর থেকেই এই বিষয়ে পরিকল্পনা শুরু করে পুলিশ । আজ সেই পরিকল্পনা বাস্তবে প্রয়োগ করে দেখালেন ট্রাফিক পুলিশকর্মীরা । প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ কলকাতা পুলিশ । যানজটের কারণে কোনও পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে দেরী করে পৌঁছানোর অভিযোগ এখনও পর্যন্ত নেই ।

আজ সকাল থেকেই সাজে সাজো রব । একেবারে সিঁথির মোড় এলাকা থেকে শোভাবাজার-শ্যামবাজার-মানিকতলা ট্রাফিক পুলিশের সক্রিয়তায় ছিল চোখে পড়ার মতো । সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে উত্তরের সবক'টি ট্রাফিক গার্ডের OC সকলেই সক্রিয় ছিলেন লালবাজারের পরিকল্পনা সফল বাস্তবায়নের লক্ষ্যে । ফলে আজ উত্তর কলকাতায় যানজটের কোনও অভিযোগ নেই । সকাল থেকে স্বাভাবিক যান চলাচল । কলকাতার অন্য এলাকাতেও সক্রিয় ছিল পুলিশ । শুধুমাত্র ট্রাফিক পুলিশ নয় কলকাতার সবক'টি থানার পুলিশকর্মীরাও সক্রিয় ছিলেন । এমনকি উইনার্স টিমের সদস্যরা কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন ৷ তাঁরা কথা বলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে । জীবনের প্রথম বড় পরীক্ষার আগে শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের ।

very first day of madhyamik
নির্বিঘ্নেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে পরীক্ষার্থীরা

আজ কলকাতা পুলিশের কাছে বড় পরীক্ষা ছিল উত্তর কলকাতাই । টালা ব্রিজ অঞ্চলের মোট 17 টি স্কুলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তার মধ্যে রয়েছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, ডাফ হাইস্কুল ফর গার্লস ও টাউন স্কুল । এই তিনটি স্কুলে যারা দক্ষিণমুখী হয়ে এসেছে তাদের চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড হয়ে কাশিপুর রোড ধরে সরাসরি বাগবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রামধন মিত্র স্ট্রিট দিয়ে পৌঁছে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে । এর বিকল্প রাস্তাটি হল বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ভূপেন বোস অ্যাভিনিউ থেকে শ্যামপুকুর স্ট্রিট ৷ রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল, মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামবাজার বালিকা বিদ্যালয়ের জন্য চিড়িয়া মোড় থেকে কাশিপুর রোড হয়ে সরাসরি বাগবাজার । অন্যদিকে, বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ভূপেন বোস অ্যাভিনিউ দিয়ে সরাসরি বাগবাজার কিংবা বাগবাজার বাটা হয়ে সরাসরি বাগবাজার । দ‍া পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের জন্য চিড়িয়ামোড় থেকে পাইকপাড়া রাজা মনীন্দ্র রোড ধরে বেলগাছিয়া ব্রিজ পার করে ক্যানাল ওয়েস্ট রোড ধরা গেছে । শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয় যাওয়ার জন্য উত্তর-পূর্ব দিক থেকে একই রুট ব্যবহার করা যাচ্ছে । পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল স্কুল, কাশিপুর অমিয়বালা বালিকা বিদ্যালয়, আর্য বিকাশ বিদ্যালয়ে যেসব পরীক্ষার্থীরা আসবে তারা চিড়িয়া মোড় থেকে পাইকপাড়া হয়ে B T রোড ধরেছে । এই প্রতিটি রাস্তাতেই পুলিশ ও ট্রাফিক পুলিশের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি : চিন্তা ছিল ষোলোআনা । যানজট কাটিয়ে পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যাবে তো? কলকাতা টালা ব্রিজ বন্ধ হওয়ার পর থেকেই এই বিষয়ে পরিকল্পনা শুরু করে পুলিশ । আজ সেই পরিকল্পনা বাস্তবে প্রয়োগ করে দেখালেন ট্রাফিক পুলিশকর্মীরা । প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ কলকাতা পুলিশ । যানজটের কারণে কোনও পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে দেরী করে পৌঁছানোর অভিযোগ এখনও পর্যন্ত নেই ।

আজ সকাল থেকেই সাজে সাজো রব । একেবারে সিঁথির মোড় এলাকা থেকে শোভাবাজার-শ্যামবাজার-মানিকতলা ট্রাফিক পুলিশের সক্রিয়তায় ছিল চোখে পড়ার মতো । সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে উত্তরের সবক'টি ট্রাফিক গার্ডের OC সকলেই সক্রিয় ছিলেন লালবাজারের পরিকল্পনা সফল বাস্তবায়নের লক্ষ্যে । ফলে আজ উত্তর কলকাতায় যানজটের কোনও অভিযোগ নেই । সকাল থেকে স্বাভাবিক যান চলাচল । কলকাতার অন্য এলাকাতেও সক্রিয় ছিল পুলিশ । শুধুমাত্র ট্রাফিক পুলিশ নয় কলকাতার সবক'টি থানার পুলিশকর্মীরাও সক্রিয় ছিলেন । এমনকি উইনার্স টিমের সদস্যরা কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন ৷ তাঁরা কথা বলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে । জীবনের প্রথম বড় পরীক্ষার আগে শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের ।

very first day of madhyamik
নির্বিঘ্নেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে পরীক্ষার্থীরা

আজ কলকাতা পুলিশের কাছে বড় পরীক্ষা ছিল উত্তর কলকাতাই । টালা ব্রিজ অঞ্চলের মোট 17 টি স্কুলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তার মধ্যে রয়েছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, ডাফ হাইস্কুল ফর গার্লস ও টাউন স্কুল । এই তিনটি স্কুলে যারা দক্ষিণমুখী হয়ে এসেছে তাদের চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড হয়ে কাশিপুর রোড ধরে সরাসরি বাগবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রামধন মিত্র স্ট্রিট দিয়ে পৌঁছে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে । এর বিকল্প রাস্তাটি হল বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ভূপেন বোস অ্যাভিনিউ থেকে শ্যামপুকুর স্ট্রিট ৷ রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল, মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামবাজার বালিকা বিদ্যালয়ের জন্য চিড়িয়া মোড় থেকে কাশিপুর রোড হয়ে সরাসরি বাগবাজার । অন্যদিকে, বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ভূপেন বোস অ্যাভিনিউ দিয়ে সরাসরি বাগবাজার কিংবা বাগবাজার বাটা হয়ে সরাসরি বাগবাজার । দ‍া পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের জন্য চিড়িয়ামোড় থেকে পাইকপাড়া রাজা মনীন্দ্র রোড ধরে বেলগাছিয়া ব্রিজ পার করে ক্যানাল ওয়েস্ট রোড ধরা গেছে । শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয় যাওয়ার জন্য উত্তর-পূর্ব দিক থেকে একই রুট ব্যবহার করা যাচ্ছে । পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল স্কুল, কাশিপুর অমিয়বালা বালিকা বিদ্যালয়, আর্য বিকাশ বিদ্যালয়ে যেসব পরীক্ষার্থীরা আসবে তারা চিড়িয়া মোড় থেকে পাইকপাড়া হয়ে B T রোড ধরেছে । এই প্রতিটি রাস্তাতেই পুলিশ ও ট্রাফিক পুলিশের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.