ETV Bharat / state

Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের - দীপাবলি, ছট পুজোয় বাজি

আসছে কালীপুজো, দীপাবলি, ছটপুজো ৷ তার আগে কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ করেছে যে কোনও ধরনের বাজির কেনা-বেচা ও ফাটানো ৷ তাই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ
author img

By

Published : Oct 31, 2021, 12:02 PM IST

কলকাতা, 31 অক্টোবর : কলকাতা হাইকোর্ট সব রকম বাজি বিক্রি এবং পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এর পরেও যদি কেউ আদালতের নির্দেশ অমান্য করে বাজি পোড়ায়, সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করবে কলকাতা পুলিশ, জানিয়েছেন একজন উচ্চআধিকারিক ৷

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র গতকাল সব ডেপুটি কমিশনার এবং অন্য উচ্চআধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন ৷ সেখানে তিনি নিষিদ্ধ বাজি ফাটানো ও বিক্রিতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷ এক আধিকারিক জানিয়েছেন, শহরজুড়ে কড়া নজরদারি চলবে এবং যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : Firecrackers Seized: জোড়াসাঁকো এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বাজি

দূষণ নিয়ন্ত্রণে ও কোভিড পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) দীপাবলি, ছটপুজো এবং অন্য উৎসবগুলিতে যে কোনও রকমের বাজির কেনা-বেচা, ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Justice Sabyasachi Bhattacharyya) এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের (Justice Aniruddha Roy) ডিভিশন বেঞ্চ কাউকে বাজি ফাটাতে বা বিক্রি করতে দেখলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় পুলিশকে ৷ 2020-র বাজি নিষিদ্ধ করার রায় ফের প্রয়োগ নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল ৷ তার রায় দিতে এমন কড়া নির্দেশ দেন দুই বিচারপতি৷

ইতিমধ্যে, শুক্রবার কলকাতা পুলিশ 775.75 কেজি বাজি বাজেয়াপ্ত করেছে এবং 4 জনকে গ্রেফতার করেছে ৷

কলকাতা, 31 অক্টোবর : কলকাতা হাইকোর্ট সব রকম বাজি বিক্রি এবং পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এর পরেও যদি কেউ আদালতের নির্দেশ অমান্য করে বাজি পোড়ায়, সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করবে কলকাতা পুলিশ, জানিয়েছেন একজন উচ্চআধিকারিক ৷

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র গতকাল সব ডেপুটি কমিশনার এবং অন্য উচ্চআধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন ৷ সেখানে তিনি নিষিদ্ধ বাজি ফাটানো ও বিক্রিতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷ এক আধিকারিক জানিয়েছেন, শহরজুড়ে কড়া নজরদারি চলবে এবং যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : Firecrackers Seized: জোড়াসাঁকো এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বাজি

দূষণ নিয়ন্ত্রণে ও কোভিড পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) দীপাবলি, ছটপুজো এবং অন্য উৎসবগুলিতে যে কোনও রকমের বাজির কেনা-বেচা, ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Justice Sabyasachi Bhattacharyya) এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের (Justice Aniruddha Roy) ডিভিশন বেঞ্চ কাউকে বাজি ফাটাতে বা বিক্রি করতে দেখলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় পুলিশকে ৷ 2020-র বাজি নিষিদ্ধ করার রায় ফের প্রয়োগ নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল ৷ তার রায় দিতে এমন কড়া নির্দেশ দেন দুই বিচারপতি৷

ইতিমধ্যে, শুক্রবার কলকাতা পুলিশ 775.75 কেজি বাজি বাজেয়াপ্ত করেছে এবং 4 জনকে গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.