কলকাতা, 9 এপ্রিল: অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর। একটা জীবন্ত ভাইরাস মানুষের শরীরে গেলে ডেকে আনতে পারে বড় বিপদ। কোথায় আছে সেই ভাইরাস বোঝার উপায় নেই। আর তাই কলকাতা শহরকে স্যানিটাইজ় করতে মাঠে নেমেছে পৌরনিগম। দমকল দপ্তরকেও নামানো হয়েছে এই কাজে। বিভিন্ন সরকারি অফিস এবং অন্যান্য জায়গায় তারা চালাচ্ছে স্যানিটাইজ়েশনের কাজ। সেই সূত্র ধরেই এবার কলকাতা পুলিশের থানাগুলিকেও স্যানিটাইজ় করার কাজ শুরু করা হল।
মানুষের জীবন বাঁচাতে প্রাণপাত করছে পুলিশ। ভাইরাসের সংক্রমণ থেকে শহরবাসীকে রক্ষা করতে নিজেদের জীবন বাজি রাখছে তারা। অথচ তাদের সুরক্ষা দেবে কে? প্রতি মুহূর্তে তাদের থানা অথবা থানার বাইরে কাজ করতে হচ্ছে। সেকথা মাথায় রেখে থানাগুলিকেও স্যানিটাইজ় করার কাজ শুরু হল। পূর্ব কলকাতার পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিংয়ের অফিস সহ বেশ কিছু সরকারি অফিস স্যানিটাইজ় করা হয় গতকাল। সেইসঙ্গে নারকেলডাঙা থানাসহ বেশ কয়েকটি থানা স্যানিটাইজ় করা হয়। এই কাজ করছেন কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা।
আগামী দিনে কলকাতা পুলিশের অন্যান্য থানাগুলিকেও স্যানিটাইজ় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পৌরনিগম, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অফিসগুলিকেও স্যানিটাইজ় করা হবে। তবে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কাজের সঙ্গে যারা যুক্ত সেইসব অফিসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এবার থানাগুলিতেও স্যানিটাইজ়েশনের কাজ শুরু - কলকাতা পৌরনিগম
মানুষের জীবন বাঁচাতে প্রাণপাত করছে পুলিশ ৷ প্রতি মুহূর্তে তাদের থানা অথবা থানার বাইরে কাজ করতে হচ্ছে। এবার তাদের কথা মাথায় রেখে থানাগুলোকেও স্যানিটাইজ় করার কাজ শুরু হল।
![এবার থানাগুলিতেও স্যানিটাইজ়েশনের কাজ শুরু Kolkata police station will sanitize](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6718436-1080-6718436-1586401574199.jpg?imwidth=3840)
কলকাতা, 9 এপ্রিল: অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর। একটা জীবন্ত ভাইরাস মানুষের শরীরে গেলে ডেকে আনতে পারে বড় বিপদ। কোথায় আছে সেই ভাইরাস বোঝার উপায় নেই। আর তাই কলকাতা শহরকে স্যানিটাইজ় করতে মাঠে নেমেছে পৌরনিগম। দমকল দপ্তরকেও নামানো হয়েছে এই কাজে। বিভিন্ন সরকারি অফিস এবং অন্যান্য জায়গায় তারা চালাচ্ছে স্যানিটাইজ়েশনের কাজ। সেই সূত্র ধরেই এবার কলকাতা পুলিশের থানাগুলিকেও স্যানিটাইজ় করার কাজ শুরু করা হল।
মানুষের জীবন বাঁচাতে প্রাণপাত করছে পুলিশ। ভাইরাসের সংক্রমণ থেকে শহরবাসীকে রক্ষা করতে নিজেদের জীবন বাজি রাখছে তারা। অথচ তাদের সুরক্ষা দেবে কে? প্রতি মুহূর্তে তাদের থানা অথবা থানার বাইরে কাজ করতে হচ্ছে। সেকথা মাথায় রেখে থানাগুলিকেও স্যানিটাইজ় করার কাজ শুরু হল। পূর্ব কলকাতার পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিংয়ের অফিস সহ বেশ কিছু সরকারি অফিস স্যানিটাইজ় করা হয় গতকাল। সেইসঙ্গে নারকেলডাঙা থানাসহ বেশ কয়েকটি থানা স্যানিটাইজ় করা হয়। এই কাজ করছেন কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা।
আগামী দিনে কলকাতা পুলিশের অন্যান্য থানাগুলিকেও স্যানিটাইজ় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পৌরনিগম, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অফিসগুলিকেও স্যানিটাইজ় করা হবে। তবে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কাজের সঙ্গে যারা যুক্ত সেইসব অফিসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।