ETV Bharat / state

STF Raids in Bihar: বিহারে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ পেল এসটিএফ, ধৃত 10

বিহার পুলিশকে সঙ্গে নিয়ে সেরাজ্যের দু'টি জায়গায় অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ পেল কলকাতা পুলিশের এসটিএফ ৷ গ্রেফতার করা হয়েছে 10 জনকে (STF arrests arms smugglers) ৷

ETV Bharat
বিহারে এসটিএফ এর হাতে ধৃত 10 অস্ত্র কারবারি
author img

By

Published : Feb 20, 2023, 10:37 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এই রাজ্যে তথা কলকাতায় যত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় তার সিংহভাগই আসে বিহারের মুঙ্গের থেকে । শহর তথা শহরতলী এবং এই রাজ্যের একাধিক জায়গায় গোপন অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও বিহারের যোগ পেয়েছেন তদন্তকারীরা । এবার বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রের কারখানার খোঁজ পেয়েছেন (illegal arms manufacturing in Bihar)।

বিহারের শোনবারসা ও সমস্থিপুর এলাকায় এই বেআইনি অস্ত্র তৈরির কারখানার খোঁজ মিলেছে ৷ এই অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে মোট 10 জনকে । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে ধৃত 10 জন প্রত্যেকেই বিহারের বাসিন্দা (illegal arms factory in Bihar) ।

কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, বিহারের শোনবারসা এলাকার একটি অস্ত্র কারখানা থেকে পিস্তল ছাড়াও একাধিক পিস্তল তৈরি করার মেশিন বাজেয়াপ্ত হয়েছে । এছাড়াও বিহারের সমস্থিপুর এলাকায় তল্লাশি অভিযানে বেশকিছু সেমি পিস্তল, একাধিক কার্তুজ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে । লালবাজার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পেরেছিলেন বিহারের মুঙ্গের, সমস্থিপুর-সহ একাধিক জায়গায় বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানা গড়ে উঠেছে । এরপরেই বিহার পুলিশের সঙ্গে এই নিয়ে একটি বৈঠক করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা (STF of Kolkata Police) ।

এসটিএফ সূত্রের খবর এদিন বিহারের এই দুটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে দশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রিমান্ডে কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে ৷ উল্লেখ্য, গত বছর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা বিহারে গোপন আগ্নেয়াস্ত্র কারবারের এক ডিলারের খোঁজ পায় । এরপর তল্লাশি অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷

আরও পড়ুন: গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রিট, উদ্ধার নগদ 1 কোটি টাকা

সম্প্রতি কলকাতা-সহ শহরতলী থেকে আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । তাদের থেকে জানা গিয়েছে, বিহারের মুঙ্গের থেকে এরাজ্যে বিশেষ করে আগ্নেয়াস্ত্র পাচার হয় ৷ সোমবারের ঘটনায় দুটি পৃথক এফআইআর রুজু হয়েছে বলে লালবাজার সূত্রে খবর । একটি বিহার পুলিশ করেছে, অপরটি কলকাতা পুলিশের এসটিএফ ৷

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এই রাজ্যে তথা কলকাতায় যত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় তার সিংহভাগই আসে বিহারের মুঙ্গের থেকে । শহর তথা শহরতলী এবং এই রাজ্যের একাধিক জায়গায় গোপন অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও বিহারের যোগ পেয়েছেন তদন্তকারীরা । এবার বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রের কারখানার খোঁজ পেয়েছেন (illegal arms manufacturing in Bihar)।

বিহারের শোনবারসা ও সমস্থিপুর এলাকায় এই বেআইনি অস্ত্র তৈরির কারখানার খোঁজ মিলেছে ৷ এই অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে মোট 10 জনকে । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে ধৃত 10 জন প্রত্যেকেই বিহারের বাসিন্দা (illegal arms factory in Bihar) ।

কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, বিহারের শোনবারসা এলাকার একটি অস্ত্র কারখানা থেকে পিস্তল ছাড়াও একাধিক পিস্তল তৈরি করার মেশিন বাজেয়াপ্ত হয়েছে । এছাড়াও বিহারের সমস্থিপুর এলাকায় তল্লাশি অভিযানে বেশকিছু সেমি পিস্তল, একাধিক কার্তুজ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে । লালবাজার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পেরেছিলেন বিহারের মুঙ্গের, সমস্থিপুর-সহ একাধিক জায়গায় বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানা গড়ে উঠেছে । এরপরেই বিহার পুলিশের সঙ্গে এই নিয়ে একটি বৈঠক করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা (STF of Kolkata Police) ।

এসটিএফ সূত্রের খবর এদিন বিহারের এই দুটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে দশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রিমান্ডে কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে ৷ উল্লেখ্য, গত বছর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা বিহারে গোপন আগ্নেয়াস্ত্র কারবারের এক ডিলারের খোঁজ পায় । এরপর তল্লাশি অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷

আরও পড়ুন: গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রিট, উদ্ধার নগদ 1 কোটি টাকা

সম্প্রতি কলকাতা-সহ শহরতলী থেকে আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । তাদের থেকে জানা গিয়েছে, বিহারের মুঙ্গের থেকে এরাজ্যে বিশেষ করে আগ্নেয়াস্ত্র পাচার হয় ৷ সোমবারের ঘটনায় দুটি পৃথক এফআইআর রুজু হয়েছে বলে লালবাজার সূত্রে খবর । একটি বিহার পুলিশ করেছে, অপরটি কলকাতা পুলিশের এসটিএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.