ETV Bharat / state

Nirbhaya Project by Kolkata Police : এই গাড়িটি মহিলাদের সম্মান করতে জানে - Nirbhoya Project by Kolkata Police

রাতের কলকাতায় গাড়িচালকরাই অনেক সময় হয়ে উঠেছেন মহিলা যাত্রীদের আতঙ্কের কারণ ৷ সেই আতঙ্ক কমাতেই এবার ক্যাব চালকদের সহবৎ শেখাবে কলকাতা পুলিশ (Kolkata Police will train cab drivers) ৷

Nirbhoya
বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ
author img

By

Published : Dec 7, 2021, 9:21 PM IST

Updated : Dec 8, 2021, 7:06 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর : খোদ কলকাতা শহরের রাস্তায় ট্যাক্সি ড্রাইভারদের দ্বারা অনেক সময়ই হয়রানির শিকার হন মহিলা যাত্রীরা । অনেক সময় তাদের শারীরিকভাবে নিগ্রহ করারও অভিযোগ উঠেছে । ফলে রাতের শহরে এতদিন আতঙ্ক তাড়া করে বেড়াত মহিলা যাত্রীদের ৷ এবার সেই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ ।

এই বিশেষ উদ্যোগ এর নাম 'নির্ভয়া প্রজেক্ট' (Nirbhaya Project)। কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র জানান, এটি মূলত একটি শিক্ষা এবং ওয়ার্কশপ মূলক প্রকল্প ।

লালবাজার সূত্রের খবর, গণপরিবহণ অর্থাৎ ট্যাক্সি-অটো অনলাইন ক্যাব চালকদের সহবৎ শেখানো হবে ৷ এককথায় ওয়ার্কশপে তাঁদের শেখানো হবে, কীভাবে তাঁরা মহিলা যাত্রীদের সঙ্গে আচরণে করবেন । এই ওয়ার্কশপের উদ্দেশ্য, প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা যখন মহিলা যাত্রীদের গন্তব্যে ছাড়তে যাবেন তখন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে সংশ্লিষ্ট গাড়ির চালক মহিলাদের সম্মান করতে জানে । প্রশিক্ষণের পরে তাদের গাড়িগুলোতে লাগানো স্টিকারে লেখা থাকবে, ‘‘এই গাড়িতে আপনি সুরক্ষিত ।’’

Nirbhoya Project
স্টিকারে লেখা থাকবে, ‘‘এই গাড়িতে আপনি সুরক্ষিত ।’’

আরও পড়ুন : Cyber Crime Case: সাইবার ক্রাইমের সমাধানে রাজ্য পুলিশের তুলনায় এগিয়ে কলকাতা পুলিশ

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের পঁচিশটি ট্র্যাফিক গার্ডের প্রত্যেকটিতেই দশটি করে ওয়ার্কশপের আয়োজন করা হবে । প্রতিটি কর্মশালায় অংশ নিতে পারবে শহরের 50 জন গাড়িচালক ।

কলকাতা, 7 ডিসেম্বর : খোদ কলকাতা শহরের রাস্তায় ট্যাক্সি ড্রাইভারদের দ্বারা অনেক সময়ই হয়রানির শিকার হন মহিলা যাত্রীরা । অনেক সময় তাদের শারীরিকভাবে নিগ্রহ করারও অভিযোগ উঠেছে । ফলে রাতের শহরে এতদিন আতঙ্ক তাড়া করে বেড়াত মহিলা যাত্রীদের ৷ এবার সেই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ ।

এই বিশেষ উদ্যোগ এর নাম 'নির্ভয়া প্রজেক্ট' (Nirbhaya Project)। কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র জানান, এটি মূলত একটি শিক্ষা এবং ওয়ার্কশপ মূলক প্রকল্প ।

লালবাজার সূত্রের খবর, গণপরিবহণ অর্থাৎ ট্যাক্সি-অটো অনলাইন ক্যাব চালকদের সহবৎ শেখানো হবে ৷ এককথায় ওয়ার্কশপে তাঁদের শেখানো হবে, কীভাবে তাঁরা মহিলা যাত্রীদের সঙ্গে আচরণে করবেন । এই ওয়ার্কশপের উদ্দেশ্য, প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা যখন মহিলা যাত্রীদের গন্তব্যে ছাড়তে যাবেন তখন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে সংশ্লিষ্ট গাড়ির চালক মহিলাদের সম্মান করতে জানে । প্রশিক্ষণের পরে তাদের গাড়িগুলোতে লাগানো স্টিকারে লেখা থাকবে, ‘‘এই গাড়িতে আপনি সুরক্ষিত ।’’

Nirbhoya Project
স্টিকারে লেখা থাকবে, ‘‘এই গাড়িতে আপনি সুরক্ষিত ।’’

আরও পড়ুন : Cyber Crime Case: সাইবার ক্রাইমের সমাধানে রাজ্য পুলিশের তুলনায় এগিয়ে কলকাতা পুলিশ

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের পঁচিশটি ট্র্যাফিক গার্ডের প্রত্যেকটিতেই দশটি করে ওয়ার্কশপের আয়োজন করা হবে । প্রতিটি কর্মশালায় অংশ নিতে পারবে শহরের 50 জন গাড়িচালক ।

Last Updated : Dec 8, 2021, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.