ETV Bharat / state

লালবাজারের কনস্টেবল ভুট্টো খান আজ 'মিস্টার ইন্ডিয়া' - Kolkata Police

Kolkata Police Constable Achievement: কলকাতা পুলিশের মুখ উজ্জ্বল ৷ বডি বিল্ডিংয়ে মিস্টার ইন্ডিয়া ন্যাচরালের খেতাব জিতলেন কনস্টেবল ভুট্টো খান ৷ অভিনন্দনে ভরাল লালবাজার ৷

Kolkata Police Constable
কলকাতা পুলিশের কনস্টেবল ভুট্টো খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 8:02 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: বড় ভুঁড়ি নয় ৷ সটান চেহারা, শক্তপোক্ত মাসেল ও পেটে এইট প্যাক ৷ কনস্টেবল থেকে মিস্টার ইন্ডিয়া ন্যাচরাল হয়ে কলকাতা পুলিশের নাম উজ্জ্বল করলেন ভুট্টো খান ৷ তাঁর সাফল্যকে সোশাল মিডিয়ায় তুলে ধরল লালবাজার ৷ গত 21 এবং 22 ডিসেম্বর বীরভূমের বোলপুরের উৎসর্গ মঞ্চে আয়োজিত হয়েছিল মিস্টার ইন্ডিয়া ন্যাচারাল 2023 প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল ভুট্টো । ফিট কফ চ্যালেঞ্জ মেন্স ফিজিক ও ফিটকম চ্যালেঞ্জ বডি বিল্ডিং এই দুই বিভাগে বিজয়ী হয়েছেন তিনি । জেতার পরেই কলকাতা পুলিশের সোশাল মিডিয়ার পেজে ভুট্টোর ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে লালবাজারের তরফে ।

পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীতে চাকরি পেতে গেলে শারীরিক এবং মানসিক দিক দিয়ে ফিট হতে হয় । আর প্রথম থেকে পুলিশে চাকরি করাই ইচ্ছে ছিল ভুট্টো খানের ৷ তাই বহু বছর ধরেই এর জন্য নিজেকে শারীরিকভাবে দক্ষ বানাতে শুরু করেছিলেন তিনি । পরে 2006 সালে 19 জুলাই কলকাতা পুলিশে কনস্টেবল পদে যোগ দেন ভুট্টো খান । আজ সেই কনস্টেবলই লালবাজারের মুখ উজ্জ্বল করলেন । মিস্টার ইন্ডিয়ার খেতাব নিজের নামে লেখালেন ৷

জানা গিয়েছে, 6 নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল ভুট্টো । তাঁর নেশা বা প্যাশন বলতে একটাই, আর তা হল নিজের শরীরের যত্ন নেওয়া । জিম, ওয়ার্ক আউট থেকে দৌঁড়নোই তাঁর নেশা । সেখান থেকে মিস্টার ইন্ডিয়া ফিট কফ চ্যালেঞ্জ প্রতিযোগিতার নিজের নাম দিয়েছিলেন ভুট্টো । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশ এক আধিকারিক বলেন, "ওই কনস্টেবল আমাদের মুখ উজ্জ্বল করেছে । প্রতিটি পুলিশকর্মী অর্থাৎ যারা ইচ্ছুক তাঁদের শারীরিক সুস্বাস্থ্যের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তোলাই আমাদের কাজ ।"

আরও পড়ুন:

  1. সাইক্লিস্ট কনস্টেবলের স্বপ্নপূরণে পাশে দাঁড়াল কলকাতা পুলিশ
  2. উনিতো বাবার মতো, বৃদ্ধকে নতুন জুতো কিনে পরালেন কনস্টেবল; ভাইরাল ভিডিয়ো
  3. কাঠ-পাথরের মধ্যেই শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখেছেন পুলিশকর্মী

কলকাতা, 28 ডিসেম্বর: বড় ভুঁড়ি নয় ৷ সটান চেহারা, শক্তপোক্ত মাসেল ও পেটে এইট প্যাক ৷ কনস্টেবল থেকে মিস্টার ইন্ডিয়া ন্যাচরাল হয়ে কলকাতা পুলিশের নাম উজ্জ্বল করলেন ভুট্টো খান ৷ তাঁর সাফল্যকে সোশাল মিডিয়ায় তুলে ধরল লালবাজার ৷ গত 21 এবং 22 ডিসেম্বর বীরভূমের বোলপুরের উৎসর্গ মঞ্চে আয়োজিত হয়েছিল মিস্টার ইন্ডিয়া ন্যাচারাল 2023 প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল ভুট্টো । ফিট কফ চ্যালেঞ্জ মেন্স ফিজিক ও ফিটকম চ্যালেঞ্জ বডি বিল্ডিং এই দুই বিভাগে বিজয়ী হয়েছেন তিনি । জেতার পরেই কলকাতা পুলিশের সোশাল মিডিয়ার পেজে ভুট্টোর ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে লালবাজারের তরফে ।

পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীতে চাকরি পেতে গেলে শারীরিক এবং মানসিক দিক দিয়ে ফিট হতে হয় । আর প্রথম থেকে পুলিশে চাকরি করাই ইচ্ছে ছিল ভুট্টো খানের ৷ তাই বহু বছর ধরেই এর জন্য নিজেকে শারীরিকভাবে দক্ষ বানাতে শুরু করেছিলেন তিনি । পরে 2006 সালে 19 জুলাই কলকাতা পুলিশে কনস্টেবল পদে যোগ দেন ভুট্টো খান । আজ সেই কনস্টেবলই লালবাজারের মুখ উজ্জ্বল করলেন । মিস্টার ইন্ডিয়ার খেতাব নিজের নামে লেখালেন ৷

জানা গিয়েছে, 6 নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল ভুট্টো । তাঁর নেশা বা প্যাশন বলতে একটাই, আর তা হল নিজের শরীরের যত্ন নেওয়া । জিম, ওয়ার্ক আউট থেকে দৌঁড়নোই তাঁর নেশা । সেখান থেকে মিস্টার ইন্ডিয়া ফিট কফ চ্যালেঞ্জ প্রতিযোগিতার নিজের নাম দিয়েছিলেন ভুট্টো । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশ এক আধিকারিক বলেন, "ওই কনস্টেবল আমাদের মুখ উজ্জ্বল করেছে । প্রতিটি পুলিশকর্মী অর্থাৎ যারা ইচ্ছুক তাঁদের শারীরিক সুস্বাস্থ্যের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তোলাই আমাদের কাজ ।"

আরও পড়ুন:

  1. সাইক্লিস্ট কনস্টেবলের স্বপ্নপূরণে পাশে দাঁড়াল কলকাতা পুলিশ
  2. উনিতো বাবার মতো, বৃদ্ধকে নতুন জুতো কিনে পরালেন কনস্টেবল; ভাইরাল ভিডিয়ো
  3. কাঠ-পাথরের মধ্যেই শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখেছেন পুলিশকর্মী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.