ETV Bharat / state

শুরু হল পৌরনিগমের দ্বিতীয় দফার ওয়েভার স্ক্রিম - ওয়েভার স্ক্রিম

প্রথম দফার ওয়েভার স্কিমের পর দ্বিতীয় দফার ওয়েভার স্কিম চালু করল কলকাতা পৌরনিগম ৷ 28 ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করেছিলেন, তারা আগামী 31 মার্চ পর্যন্ত ওয়েভার স্কিমের সুবিধা পাবে। এই স্কিমের মেয়াদ শেষ হবে 31 মে ৷

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Mar 2, 2021, 11:22 AM IST

কলকাতা , 2 মার্চ : 1 মার্চ থেকে শুরু হল কলকাতা পৌরনিগমের ওয়েভার স্ক্রিমের দ্বিতীয় দফা। ওয়েভার স্কিমের দ্বিতীয় দফায় বকেয়া সম্পত্তির করের উপর 90 % ও জরিমানার উপর 60% মুকুব হবে। 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে 100% সুদ ও 100% জরিমানা মুকুবের মেয়াদ। গতকাল কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ ওয়েভার স্ক্রিমের দ্বিতীয় দফা ঘোষণা করেন।

যারা এখনও পর্যন্ত ওয়েভার স্ক্রিমের সুবিধা গ্রহণ করেননি তারা যাতে দ্রুত এই স্কিমের আওতায় নিজেদের বকেয়া সম্পত্তির কর জমা করেন, তার জন্য আবেদন করেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ ৷ তিনি আশাবাদী, যদি সব ঠিকঠাক চলে তাহলে আগামী 31 মার্চ পর্যন্ত পৌরনিগমের কোষাগারে প্রায় 1600 কোটি টাকা জমা পড়বে।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ

অতীন ঘোষ জানান, "গত চার মাস ধরে সরকারি অনুমতি নিয়ে দুই দফায় ওয়েবার স্কিম শুরু হয়েছিল। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবার স্কিমের অন্তর্গত বকেয়া সম্পত্তি কর জমা দিলে 100% সুদ ও 100% জরিমানা শুরু করা হয়। 28 শে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করেছিলেন, তারা আগামী 31 মার্চ পর্যন্ত এই সুবিধা পাবে। দ্বিতীয় দফার ওয়েভার স্ক্রিমের মেয়াদ চলবে 31 মে পর্যন্ত।"

আরও পড়ুন :ওয়েবার স্কিমে সম্পত্তি কর জমা নিতে রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের বিভাগ

তিনি আরও জানান," গতকাল থেকে শুরু হওয়া ওয়েভার স্ক্রিমের অন্তর্গত দ্বিতীয় দফায় যারা বকেয়া সম্পত্তির কর জমা দেবে তারা সুদে 60% ও জরিমানায় 90% পাবে । ওয়েভার স্ক্রিমের ভালো সাড়া পড়েছে জনসাধারণের মধ্যে। আগামী 31 মে পর্যন্ত দ্বিতীয় দফার ওয়েভার স্ক্রিমের মেয়াদ রয়েছে । প্রথম দফার ওয়েভার স্ক্রিম 28 ফেব্রুয়ারি পর্যন্ত পৌরনিগমের কোষাগারে 450 কোটি টাকা জমা পড়েছে । পরিষেবার সুবিধা পাওয়ার জন্য এখনও পর্যন্ত 1100 কোটি টাকা পৌরনিগমের কোষাগারে জমা পড়েছে। "

এর আগে পর্যন্ত কলকাতা পৌরনিগমের কোষাগারে এত পরিমান টাকা কখনও একসঙ্গে জমা পড়েনি। যা সর্বকালের রেকর্ড কলকাতা পৌরনিগমের ।

কলকাতা , 2 মার্চ : 1 মার্চ থেকে শুরু হল কলকাতা পৌরনিগমের ওয়েভার স্ক্রিমের দ্বিতীয় দফা। ওয়েভার স্কিমের দ্বিতীয় দফায় বকেয়া সম্পত্তির করের উপর 90 % ও জরিমানার উপর 60% মুকুব হবে। 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে 100% সুদ ও 100% জরিমানা মুকুবের মেয়াদ। গতকাল কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ ওয়েভার স্ক্রিমের দ্বিতীয় দফা ঘোষণা করেন।

যারা এখনও পর্যন্ত ওয়েভার স্ক্রিমের সুবিধা গ্রহণ করেননি তারা যাতে দ্রুত এই স্কিমের আওতায় নিজেদের বকেয়া সম্পত্তির কর জমা করেন, তার জন্য আবেদন করেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ ৷ তিনি আশাবাদী, যদি সব ঠিকঠাক চলে তাহলে আগামী 31 মার্চ পর্যন্ত পৌরনিগমের কোষাগারে প্রায় 1600 কোটি টাকা জমা পড়বে।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ

অতীন ঘোষ জানান, "গত চার মাস ধরে সরকারি অনুমতি নিয়ে দুই দফায় ওয়েবার স্কিম শুরু হয়েছিল। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবার স্কিমের অন্তর্গত বকেয়া সম্পত্তি কর জমা দিলে 100% সুদ ও 100% জরিমানা শুরু করা হয়। 28 শে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করেছিলেন, তারা আগামী 31 মার্চ পর্যন্ত এই সুবিধা পাবে। দ্বিতীয় দফার ওয়েভার স্ক্রিমের মেয়াদ চলবে 31 মে পর্যন্ত।"

আরও পড়ুন :ওয়েবার স্কিমে সম্পত্তি কর জমা নিতে রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের বিভাগ

তিনি আরও জানান," গতকাল থেকে শুরু হওয়া ওয়েভার স্ক্রিমের অন্তর্গত দ্বিতীয় দফায় যারা বকেয়া সম্পত্তির কর জমা দেবে তারা সুদে 60% ও জরিমানায় 90% পাবে । ওয়েভার স্ক্রিমের ভালো সাড়া পড়েছে জনসাধারণের মধ্যে। আগামী 31 মে পর্যন্ত দ্বিতীয় দফার ওয়েভার স্ক্রিমের মেয়াদ রয়েছে । প্রথম দফার ওয়েভার স্ক্রিম 28 ফেব্রুয়ারি পর্যন্ত পৌরনিগমের কোষাগারে 450 কোটি টাকা জমা পড়েছে । পরিষেবার সুবিধা পাওয়ার জন্য এখনও পর্যন্ত 1100 কোটি টাকা পৌরনিগমের কোষাগারে জমা পড়েছে। "

এর আগে পর্যন্ত কলকাতা পৌরনিগমের কোষাগারে এত পরিমান টাকা কখনও একসঙ্গে জমা পড়েনি। যা সর্বকালের রেকর্ড কলকাতা পৌরনিগমের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.