কলকাতা, 13 মে : আজ থেকে নতুন অস্থায়ী রেশন কার্ডের জন্য আবেদন করার ফর্ম বিলি শুরু করছে কলকাতা পৌরনিগম । গতকাল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । তারপরই যাঁদের রেশন কার্ড নেই তাঁদের কথা মাথায় রেখে এই ফর্মের মাধ্যমে আবেদন করার ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি যাঁদের রেশন কার্ড নেই তাঁরা যাতে আগামী সপ্তাহ থেকে খাদ্যসামগ্রী পান সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন মেয়র ।
গতকাল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, রেশন বণ্টন ব্যবস্থা নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে । তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁদের রেশন কার্ড নেই তাঁরা একটি ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন । ইতিমধ্যে ফর্মগুলি বোরো কো-অর্ডিনেটরদের দিয়ে দেওয়া হয়েছে । তারপর ওই ফর্মের মাধ্যমে যাঁরা আবেদন জানাবেন তাঁদের নামের তালিকা করে কলকাতা পৌরনিগমে জমা দিতে হবে । সেই তালিকা খাদ্যমন্ত্রীর হাতে তুলে দেবে পৌরনিগম । তার উপর ভিত্তি করে রেশনের ব্যবস্থা করবে রাজ্য সরকার ।
ফিরহাদ হাকিম জানান, অনলাইনে রেশন কার্ড গ্রাহকদের নামের তালিকা আপডেট করতে গেলে কিছু সমস্যা হচ্ছে । তাই নামের তালিকা সরাসরি খাদ্যভবনে পাঠানো হবে । আজ থেকে নতুন ফর্ম বিলির কাজ শুরু হচ্ছে । তাই আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহের মধ্যে নামের তালিকার তৈরির কাজ শেষ হয়ে যাবে । আর আগামী সপ্তাহ থেকে সকলে যাতে রেশন পান তার ব্যবস্থা করা হবে ।