কলকাতা, 6 এপ্রিল : মহানগরকে সুন্দর ও সাফ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ ইতিমধ্যে তার সাফাইয়ের কাজ শুরু হয়েছে শহরে ৷ তার জন্য জোরকদমে কাজে লেগেছে কলকাতা পৌরনিগম ৷
এবার মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকায় তিন দিনের মধ্যে তারের জঞ্জাল সাফ করতে টেলিকম সংস্থাকে নির্দেশ পৌরনিগমের ৷ তিন দিনের মধ্যে উপরে থাকা সমস্ত ফাইভার অপটিক্স কেবল সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা পৌরনিগম (KMC clearing Fiber Optic Cable in City)। একটি নির্দিষ্ট টেলিকম সংস্থাকে এই নির্দেশ দেন মেয়র পারিষদ (আলো) সন্দীপ রঞ্জন বক্সী । এদিন কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে একাধিক টেলিকম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন সন্দীপ রঞ্জন বক্সী । সেখানেই একটি টেলিকম সংস্থাকে এমন নির্দেশ দিয়েছেন তিনি ।
সম্প্রতি ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছে মহানগরের দৃশ্য দূষণ ও দুর্ঘটনা ঠেকাতে তারের জঞ্জাল সাফ করতে হবে জরুরি ভিত্তিতে । তারপর থেকেই দফায় দফায় বৈঠক করে সেই কাজ শুরু হয়েছে কলকাতা জুড়ে । গতকাল কেবল অপারেটরদের নিয়ে বৈঠকে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছিলেন সন্দীপ রঞ্জন বক্সী । জানিয়েছিলেন প্রতি 15 দিনে 300 কিলোমিটার করে তারের জঞ্জাল সাফ করতে হবে ।
এদিন তিনি টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেন । সেখানে তিনি স্পষ্ট করে দেন এক বছরের মধ্যে তাদের ভূগর্ভস্থ তার পাততে হবে । এক বছর পরে আর কোনও তার উপর থেকে নিয়ে যাওয়া যাবে না । একাধিক টেলিকম সংস্থার প্রতিনিধিরা অভিযোগ করেন, এই কাজ করতে তাঁদের এত কম সময় দিলে হবে না । অন্যদিকে সুন্দর্যায়নের ক্ষতি যাতে না হয় তাতে রাস্তা কাটতে দিচ্ছে না পৌরনিগম । এদিকে আধুনিক যন্ত্রের সাহায্যে টানেলিং করে নিয়ে যেতে গেলে বহু জায়গায় সিইএসসি বাধার সম্মুখীন হতে হচ্ছে । টেলিকম সংস্থার প্রতিনিধিরা জানায়, উপর দিয়ে ভোল্টেজ বিদ্যুতের তার গেছে । আবার বড়বাজার বা মধ্য কলকাতায় এত ঘিঞ্জি এলাকা ও দোকান আছে সেগুলি সরিয়ে টানেলিং করা বা মাটির নিচে তার বসানো দ্রুত সম্ভব হবে না ।
এবিষয়ে সন্দীপ রঞ্জন বক্সী বলেন, "আমি সিইএসসি সঙ্গে কথা বলেছি । দরকারে সিইএসসি, আমাদের ইঞ্জিনিয়ার, টেলিকম সংস্থার টেকনিক্যাল লোকজন বসে বৈঠক করে যেখানে যেখানে সমস্যা মীমাংসা করবে । দ্রুত ভূগর্ভস্থ তার পাতুক । যতটা তার পাতবে উপরে ততটা তার পরিষ্কার করে দেবে । এক বছর সময় আমরা নির্দিষ্ট করেছি ফলে কোনও ভাবেই তারপর আমরা উপরে ওদের কোনও তার রাখতে দেব না ।"
আরও পড়ুন : KMC On Clearing Wires : কলকাতাকে স্বচ্ছ রাখতে তারের জঙ্গল সাফ করার উপর জোর কলকাতা পৌরনিগমের