ETV Bharat / state

কলকাতার ফুটপাতবাসীর জন্য বাড়ছে নাইট শেল্টারের সংখ্যা - কলকাতা পুর নিগম নাইট শেল্টার

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এই শেল্টারে কাজ করার পাশাপাশি বসবাসও করতে পারবে ফুটপাতের মানুষজন । অসহায় মানুষদের শীতের রাতে খোলা আকাশের নিচে আর শুতে হবে না ।"

image
মেয়র ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 9, 2019, 8:44 AM IST

কলকাতা,9 ডিসেম্বর : প্রচণ্ড শীতেও ফুটপাতে রাত কাটাতে হয় অনেককে । শীতের মরশুমে তাদের যাতে রাস্তায় শুতে না হয়, তার জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

পাশাপাশি তিনি বলেন, " BPL তালিকা ফের তৈরি করা হবে । কর্মরত সদস্য মারা যাওয়ায় অনেক পরিবারকে BPL তালিকাভুক্ত করা হয়েছে । আবার অনেকের কর্মসংস্থানের উন্নতি হওয়ায় তাঁরা APL তালিকায় চলে এসেছে । তাই নতুন করে তালিকা সংশোধন করার প্রয়োজন পড়েছে । প্রতিবছরই BPL তালিকা সংশোধন নিয়ে প্রস্তাব দেওয়া হবে । এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাও হয়েছে । বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে নতুন করে BPL তালিকা সংশোধন করা হবে ।"

কলকাতা,9 ডিসেম্বর : প্রচণ্ড শীতেও ফুটপাতে রাত কাটাতে হয় অনেককে । শীতের মরশুমে তাদের যাতে রাস্তায় শুতে না হয়, তার জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

পাশাপাশি তিনি বলেন, " BPL তালিকা ফের তৈরি করা হবে । কর্মরত সদস্য মারা যাওয়ায় অনেক পরিবারকে BPL তালিকাভুক্ত করা হয়েছে । আবার অনেকের কর্মসংস্থানের উন্নতি হওয়ায় তাঁরা APL তালিকায় চলে এসেছে । তাই নতুন করে তালিকা সংশোধন করার প্রয়োজন পড়েছে । প্রতিবছরই BPL তালিকা সংশোধন নিয়ে প্রস্তাব দেওয়া হবে । এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাও হয়েছে । বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে নতুন করে BPL তালিকা সংশোধন করা হবে ।"

Intro:শীতের মরশুমে যাতে ফুটপাতবাসী কে রাস্তায় শুতে না হয়, তাই দুঃস্থদের জন্য নাইট শেল্টারের সংখ্যা বাড়াতে চলেছে কলকাতা পুর নিগাম। বর্তমানে কলকাতায় তিনটি নাইট শেল্টার রয়েছে দুস্থদের জন্য। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন শীতের এ মরসুমে ঠান্ডায় রাস্তায় যাতে শুতে না হয় তাই কলকাতা শহরে নাইট সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে নটি নাইট সেন্টার চালু করতে চলেছে কলকাতা পুর নিগম। সেই সঙ্গেই ধাপায় তৈরি হচ্ছে জঞ্জাল কুরআনীদের জন্য সেলটার। ফিরহাদ হাকিম জানিয়েছেন এই শেল্টারে তারা কাজ করতে পারবেন সঙ্গে সঙ্গে থাকতে পারবে। শীতের রাতে খোলা আকাশের তলায় শুতে হবে না দুস্ত দরিদ্রদের।


Body:সেই সঙ্গেই ফিরহাদ হাকিম জানিয়েছেন পুনরায় তৈরি করা হবে বিপিএল তালিকা। তিনি জানিয়েছেন অনেকে পরিবারের কর্মরত সদস্য মারা গিয়ে তারা বিপিএল তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন আবার অনেক পরিবারে কর্মসংস্থানের উন্নতি হওয়ায় তারা এপিএল তালিকায় চলে এসেছে তাই প্রয়োজন পড়েছে নতুন করে তালিকা সংশোধন করার। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যে কথা বলাও বলেছেন বলেও জানিয়েছেন তিনি। বিধানসভায় এই প্রস্তাবটি দেওয়া হবে সেখান থেকে পাশ হয়ে এলে নতুন করে বিপিএল তালিকা সংশোধন করা হবে।


Conclusion:ফিরহাদ হাকিম জানিয়েছেন প্রতিবছরই বিপিএল তালিকা সংশোধনের কাজ করার প্রস্তাব তিনি দেবেন। কারণ প্রতিবছরই বহুলোক এপিএল থেকে বিপিএল এবং বিপিএল থেকে বি পি এল তালিকার অন্তর্ভুক্ত হয়। প্রতিবছরই রিভিউ এর প্রয়োজন রয়েছে বিপিএল তালিকার। সরকার থেকে অনুমোদন এলেই দ্রুতই নতুন করে বিপিএল তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.