ETV Bharat / state

রেশন বণ্টন দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের ওপেন চ্যালেঞ্জ মেয়রের - রেশন বণ্টন দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের ওপেন চ্যালেঞ্জ মেয়রের

রেশন বণ্টনের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করলেন কলকাতার মেয়র । কলকাতার রেশন পদ্ধতিতে কোথাও কোনও গাফিলতি হয়নি ৷ পরিষ্কার জানিয়ে দিলেন পৌরনগর উন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ।

kolkata-mayor-openly-challenged-opposition-on-ration-issue
রেশন বণ্টন দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের ওপেন চ্যালেঞ্জ মেয়রের
author img

By

Published : Apr 21, 2020, 11:33 PM IST

কলকাতা, 21 এপ্রিল : রেশন বণ্টনের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করলেন কলকাতার মেয়র । কলকাতার রেশন পদ্ধতিতে কোথাও কোনও গাফিলতি হয়নি ৷ জানিয়ে দিলেন পৌর ও নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, " বিরোধীরা একটিও রেশন বণ্টনের দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারবে না । বিরোধিতা করতে হয় বলেই করছে ৷ মিথ্যে অভিযোগ করছে বিরোধীরা রেশন বণ্টন নিয়ে ৷ কিছুদিন ধরে বিরোধী কাউন্সিলররা অভিযোগ করেছিলেন ৷ এলাকায় ত্রাণ যথাযথ পৌঁছাচ্ছে না । এবিষয়ে আজ মেয়র স্পষ্ট বলেন, তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রত্যেক কাউন্সিলরের ওয়ার্ডে যথাযথ ত্রাণ পৌঁছে দেওবার ব্যবস্থা করেছেন ৷ এটা রাজনীতি করার সময় নয় । তাই কোনও ভেদাভেদ না করেই প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে । "

তিনি আরও বলেন, " মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে । সেজন্যই কোনওরকম রাজনীতি না করে মানুষের জন্য কাজ করছি । কোন মানুষ কাকে ভোট দেয় সে বিপক্ষে না পক্ষের এইসব ভাবনা-চিন্তা করা এই কঠিন সময় দাড়িয়ে একদম ঠিক নয় । এখন আমাদের কর্তব্য মানুষকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে হবে ৷ সেই কাজটাই মুখ্যমন্ত্রী করছেন ৷ সেই সঙ্গে আমরাও সেই পথেই হাঁটছি । আমি ওপেন চ্যালেঞ্জ করছি যাঁরা রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ করেছেন, তাঁরা একটা ঘটনা তুলে দেখিয়ে দিন ৷ কোথাও রেশন বণ্টন ব্যবস্থা নিয়ে দুর্নীতি হয়েছে কি না । বিরোধীরা এই সময় দাঁড়িয়ে সস্তার রাজনীতি করছে ৷ তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে । এই সময় বস্তিতে , অন্যান্য এলাকায় তৃণমূলের নেতা মন্ত্রী সদস্যরা সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে । নিজেদের ব্যক্তিগত টাকায় দরিদ্র মানুষকে খাবার বিলি করেছেন অনেক তৃণমূল সদস্য । সেই সঙ্গে তিনি স্বীকার করেন দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে কয়েকজন রিলিফের জন্য চাল নিতে গিয়েছিল ৷ তাঁদের স্পষ্ট বারণ করে দেওয়া হয় । তারপর থেকে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি । মুখ্যমন্ত্রী অভিযোগ পাওয়ার পর কড়া পদক্ষেপ নিয়েছেন । মুখ্যমন্ত্রী খাদ্যসচিবকে পর্যন্ত সরিয়ে দিয়েছেন ৷ এতদিন বিরোধীরা অভিযোগ করেননি ৷ মুখ্যমন্ত্রী খাদ্যসচিব সরিয়ে দেওয়ার পরেই বিরোধীরা দুর্নীতির অভিযোগ করছেন । পদ্ধতিগত কিছু গাফিলতি নজরে আসার পরেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন । এখন সব জায়গায় ত্রাণ যথাযথভাবে বণ্টন করা হচ্ছে । এখন বিরোধিতা করবে বলেই এই ধরনের অভিযোগ করছে । ক্ষমতা থাকলে একটা ঘটনা তুলে ধরুক বিরোধীরা । বিরোধীরা অসত্য কথা বলছে মিথ্যা কথা বলছে ৷ "

কলকাতা, 21 এপ্রিল : রেশন বণ্টনের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করলেন কলকাতার মেয়র । কলকাতার রেশন পদ্ধতিতে কোথাও কোনও গাফিলতি হয়নি ৷ জানিয়ে দিলেন পৌর ও নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, " বিরোধীরা একটিও রেশন বণ্টনের দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারবে না । বিরোধিতা করতে হয় বলেই করছে ৷ মিথ্যে অভিযোগ করছে বিরোধীরা রেশন বণ্টন নিয়ে ৷ কিছুদিন ধরে বিরোধী কাউন্সিলররা অভিযোগ করেছিলেন ৷ এলাকায় ত্রাণ যথাযথ পৌঁছাচ্ছে না । এবিষয়ে আজ মেয়র স্পষ্ট বলেন, তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রত্যেক কাউন্সিলরের ওয়ার্ডে যথাযথ ত্রাণ পৌঁছে দেওবার ব্যবস্থা করেছেন ৷ এটা রাজনীতি করার সময় নয় । তাই কোনও ভেদাভেদ না করেই প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে । "

তিনি আরও বলেন, " মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে । সেজন্যই কোনওরকম রাজনীতি না করে মানুষের জন্য কাজ করছি । কোন মানুষ কাকে ভোট দেয় সে বিপক্ষে না পক্ষের এইসব ভাবনা-চিন্তা করা এই কঠিন সময় দাড়িয়ে একদম ঠিক নয় । এখন আমাদের কর্তব্য মানুষকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে হবে ৷ সেই কাজটাই মুখ্যমন্ত্রী করছেন ৷ সেই সঙ্গে আমরাও সেই পথেই হাঁটছি । আমি ওপেন চ্যালেঞ্জ করছি যাঁরা রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ করেছেন, তাঁরা একটা ঘটনা তুলে দেখিয়ে দিন ৷ কোথাও রেশন বণ্টন ব্যবস্থা নিয়ে দুর্নীতি হয়েছে কি না । বিরোধীরা এই সময় দাঁড়িয়ে সস্তার রাজনীতি করছে ৷ তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে । এই সময় বস্তিতে , অন্যান্য এলাকায় তৃণমূলের নেতা মন্ত্রী সদস্যরা সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে । নিজেদের ব্যক্তিগত টাকায় দরিদ্র মানুষকে খাবার বিলি করেছেন অনেক তৃণমূল সদস্য । সেই সঙ্গে তিনি স্বীকার করেন দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে কয়েকজন রিলিফের জন্য চাল নিতে গিয়েছিল ৷ তাঁদের স্পষ্ট বারণ করে দেওয়া হয় । তারপর থেকে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি । মুখ্যমন্ত্রী অভিযোগ পাওয়ার পর কড়া পদক্ষেপ নিয়েছেন । মুখ্যমন্ত্রী খাদ্যসচিবকে পর্যন্ত সরিয়ে দিয়েছেন ৷ এতদিন বিরোধীরা অভিযোগ করেননি ৷ মুখ্যমন্ত্রী খাদ্যসচিব সরিয়ে দেওয়ার পরেই বিরোধীরা দুর্নীতির অভিযোগ করছেন । পদ্ধতিগত কিছু গাফিলতি নজরে আসার পরেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন । এখন সব জায়গায় ত্রাণ যথাযথভাবে বণ্টন করা হচ্ছে । এখন বিরোধিতা করবে বলেই এই ধরনের অভিযোগ করছে । ক্ষমতা থাকলে একটা ঘটনা তুলে ধরুক বিরোধীরা । বিরোধীরা অসত্য কথা বলছে মিথ্যা কথা বলছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.