ETV Bharat / state

Measles-Rubella Vaccination: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে - কলকাতা পৌরসভা

শীঘ্রই শুরু হতে চলেছে হাম ও রুবেলার টিকাকরণ কর্মসূচি ৷ 12 লক্ষ শিশুকে টিকাকরণের লক্ষমাত্রা নেওয়া হয়েছে ( Measles and rubella vaccination camp from January) ৷ সদ্যজাত থেকে 15 বছর পর্যন্ত শিশুদের দেওয়া হবে এই টিকা ৷

Measles Rubella vaccination
চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ
author img

By

Published : Jan 3, 2023, 9:17 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: বাচ্চাদের ক্ষেত্রে হাম ও রুবেলার টিকা প্রদান খুবই গুরত্বপূর্ণ । আর চলতি মাসে শহর জুড়ে সেই টিকা দেওয়া শুরু হবে কলকাতা কর্পোরেশনের উদ্যোগে । 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যোজাত শিশু থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হাম এবং রুবেলার টিকা দেওয়া হবে (Measles and rubella vaccination Camp)। বাড়ি বাড়ি প্রচার চলছে কলকাতা পৌরনিগমের উদ্যোগে । এই কাজে যুক্ত থাকবেন আশাকর্মী এবং একশো দিনের কাজের কর্মীরা । অভিযোগ, টিকাকরণের লক্ষ্যেমাত্রায় পৌঁছানোয় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেসরকারি স্কুলের অসহায়তা ৷ তবে শুরুর আগেই টিকাকরণে কর্মসূচির সফল রূপায়ণ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে । যা নিয়ে বেশ চিন্তায় পৌর স্বাস্থ্যকর্তারা ।

শহরের প্রায় 12 লক্ষ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও, বাধ সেধেছে কলকাতার অধিকাংশ বেসরকারি স্কুলের অসহায়তা । তার জেরে লক্ষ্যমাত্রায় পৌঁছনো নিয়ে সন্ধিহান কলকাতা পৌরনিগম । বেসরকারি স্কুলের অসহায়তার কারণে বিপুল পরিমাণ শিশু টিকা থেকে বাদ পরতে পারেন আশঙ্কাও কর্তৃপক্ষের ।

আরও পড়ুন: রাজ্যে টিকার ভাঁড়ার প্রায় শূন্য, চিন্তিত প্রশাসন

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতায় এই টিকাকরণ কর্মসূচির নেতৃত্ব দেবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । সরকারি স্কুল, পৌরনিগমের স্কুল, বেসরকারি স্কুল তিনটি জায়গাতেই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয় । সেই মত সরকারি ও পৌরনিগমের স্কুলগুলো ব্যাবস্থা নিচ্ছে । বেশ কিছু বেসরকারি স্কুল কর্পোরেশনের এই উদ্যোগে এগিয়ে এলেও, প্রায় 150টিরও বেশি বেসরকারি স্কুল সহায়তায় রাজি হয়নি । এই বিপুল সংখ্যক স্কুল সহায়তায় রাজি না হওয়ায় 1 মাস ধরে টিককরণ চললেও কতটা লক্ষ্যমাত্রা পূরণ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ।

আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "চলতি মাসে শুরু হবে টিকাকারণ কর্মসূচি । দু’মাস আগে থেকেই স্কুলগুলিকে বলা হয়েছে । বেশ কিছু বেসরকারি স্কুল রাজি হয়েছে । তবে সিংহভাগ স্কুল চরম অসহায়তা করছে । যার জেরে সব বাচ্চাদের টিকা দেওয়া যাবে কি না, সেটা চিন্তার ।"

কলকাতা, 3 জানুয়ারি: বাচ্চাদের ক্ষেত্রে হাম ও রুবেলার টিকা প্রদান খুবই গুরত্বপূর্ণ । আর চলতি মাসে শহর জুড়ে সেই টিকা দেওয়া শুরু হবে কলকাতা কর্পোরেশনের উদ্যোগে । 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যোজাত শিশু থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হাম এবং রুবেলার টিকা দেওয়া হবে (Measles and rubella vaccination Camp)। বাড়ি বাড়ি প্রচার চলছে কলকাতা পৌরনিগমের উদ্যোগে । এই কাজে যুক্ত থাকবেন আশাকর্মী এবং একশো দিনের কাজের কর্মীরা । অভিযোগ, টিকাকরণের লক্ষ্যেমাত্রায় পৌঁছানোয় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেসরকারি স্কুলের অসহায়তা ৷ তবে শুরুর আগেই টিকাকরণে কর্মসূচির সফল রূপায়ণ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে । যা নিয়ে বেশ চিন্তায় পৌর স্বাস্থ্যকর্তারা ।

শহরের প্রায় 12 লক্ষ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও, বাধ সেধেছে কলকাতার অধিকাংশ বেসরকারি স্কুলের অসহায়তা । তার জেরে লক্ষ্যমাত্রায় পৌঁছনো নিয়ে সন্ধিহান কলকাতা পৌরনিগম । বেসরকারি স্কুলের অসহায়তার কারণে বিপুল পরিমাণ শিশু টিকা থেকে বাদ পরতে পারেন আশঙ্কাও কর্তৃপক্ষের ।

আরও পড়ুন: রাজ্যে টিকার ভাঁড়ার প্রায় শূন্য, চিন্তিত প্রশাসন

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতায় এই টিকাকরণ কর্মসূচির নেতৃত্ব দেবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । সরকারি স্কুল, পৌরনিগমের স্কুল, বেসরকারি স্কুল তিনটি জায়গাতেই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয় । সেই মত সরকারি ও পৌরনিগমের স্কুলগুলো ব্যাবস্থা নিচ্ছে । বেশ কিছু বেসরকারি স্কুল কর্পোরেশনের এই উদ্যোগে এগিয়ে এলেও, প্রায় 150টিরও বেশি বেসরকারি স্কুল সহায়তায় রাজি হয়নি । এই বিপুল সংখ্যক স্কুল সহায়তায় রাজি না হওয়ায় 1 মাস ধরে টিককরণ চললেও কতটা লক্ষ্যমাত্রা পূরণ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ।

আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "চলতি মাসে শুরু হবে টিকাকারণ কর্মসূচি । দু’মাস আগে থেকেই স্কুলগুলিকে বলা হয়েছে । বেশ কিছু বেসরকারি স্কুল রাজি হয়েছে । তবে সিংহভাগ স্কুল চরম অসহায়তা করছে । যার জেরে সব বাচ্চাদের টিকা দেওয়া যাবে কি না, সেটা চিন্তার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.