ETV Bharat / state

শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে হেনস্থা কলকাতার মডেলকে - kolkata

প্রোমোশনাল শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে মডেলকে হেনস্থার অভিযোগ ৷ পরে PMO- র সহায়তায় দেশে ফেরেন তিনি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 20, 2019, 6:38 PM IST

কলকাতা, 20 জুলাই : কথা ছিল একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের । সেই মতো নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডে । অভিযোগ, সেখানে তাঁকে আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় । পরে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে উদ্ধার করা হয় ওই মডেলকে । দেশে ফিরেই এবিষয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

রিমা(নাম পরিবর্তিত) । পেশায় উঠতি মডেল । গতমাসে তিনি একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের অফার পান । ওই এজেন্সি জানায়, শুটিং হবে থাইল্যান্ডের কয়েকটি লোকেশনে । সবদিক খতিয়ে দেখে রাজি হন রিমা । 13 জুলাই থাইল্যান্ডে যান তিনি । অভিযোগ, তারপরই বেরিয়ে পড়ে আসল রূপ । শুরু হয় হেনস্থা । প্রতিবাদ করলে তাঁকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । এমনকি তাঁকে আটকে রেখে বাড়িতে ফোন করে দু'লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয় । এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন রিমার পরিবারের সদস্যরা ।

পরে PMO-র হস্তক্ষেপে ওই যুবতিকে উদ্ধার করে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস । গতকাল কলকাতায় ফেরেন রিমা । রাতেই ওই ট্র্যাভেল এজেন্সির কর্তা এক প্রবাসী ভারতীয় এবং 2 মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বেনিয়াপুকুর থানায় । অভিযুক্ত দুই মহিলার মধ্যে একজনের বাড়ি দিল্লি ও আরেকজনের বাড়ি কলকাতায় ।

কলকাতা, 20 জুলাই : কথা ছিল একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের । সেই মতো নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডে । অভিযোগ, সেখানে তাঁকে আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় । পরে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে উদ্ধার করা হয় ওই মডেলকে । দেশে ফিরেই এবিষয়ে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

রিমা(নাম পরিবর্তিত) । পেশায় উঠতি মডেল । গতমাসে তিনি একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের অফার পান । ওই এজেন্সি জানায়, শুটিং হবে থাইল্যান্ডের কয়েকটি লোকেশনে । সবদিক খতিয়ে দেখে রাজি হন রিমা । 13 জুলাই থাইল্যান্ডে যান তিনি । অভিযোগ, তারপরই বেরিয়ে পড়ে আসল রূপ । শুরু হয় হেনস্থা । প্রতিবাদ করলে তাঁকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । এমনকি তাঁকে আটকে রেখে বাড়িতে ফোন করে দু'লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয় । এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন রিমার পরিবারের সদস্যরা ।

পরে PMO-র হস্তক্ষেপে ওই যুবতিকে উদ্ধার করে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস । গতকাল কলকাতায় ফেরেন রিমা । রাতেই ওই ট্র্যাভেল এজেন্সির কর্তা এক প্রবাসী ভারতীয় এবং 2 মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বেনিয়াপুকুর থানায় । অভিযুক্ত দুই মহিলার মধ্যে একজনের বাড়ি দিল্লি ও আরেকজনের বাড়ি কলকাতায় ।

Intro:কলকাতা, ২০ জুলাই: কথা ছিল একটি ট্রাভেল এজেন্সির প্রমোশনাল শুটিংয়ের। ঠিকমতো থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল মডেলকে। অভিযোগ, সেখানে তাকে আটকে রেখে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালানো হয়। ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে মডেলকে। দেশে ফিরেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন মডেল।Body:বছর ২৩ এর রিমা(নাম পরিবর্তিত)। পেশায় উঠতি মডেল। পেশায় উঠতি মডেল। বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকায়। গতমাসে তিনি একটি ট্রাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের অফার পান। ওই এজেন্সি জানায়, শুটিং হবে থাইল্যান্ডের কয়েকটি লোকেশনে। সবদিক খতিয়ে দেখে রাজি হন রিমা। গত ১৩ জুলাই তিনি যান থাইল্যান্ড। অভিযোগ, তারপরেই বেড়িয়ে পড়ে আসল রূপ। শুরু হয় হেনস্থা। প্রতিবাদ করলে, তাকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকি তাকে আটকে রেখে বাড়িতে ফোন করে দু লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এরপরেই প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন করেন রিমার পরিবারের লোকজন। Conclusion:পরে PMO র হস্তক্ষেপে ওই তরুণীকে উদ্ধার করে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস। গতকাল কলকাতায় ফেরেন রিমা। রাতেই ওই ট্রাভেল এজেন্সির কর্তা এক প্রবাসী ভারতীয় এবং 2 মহিলার নামে অভিযোগ দায়ের হয় বেনিয়াপুকুর থানায়। অভিযুক্ত দুই মহিলার মধ্যে একজনের বাড়ি দিল্লি ও অপরজনের বাড়ি কলকাতায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.