কলকাতা, 21 সেপ্টেম্বর : বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আগেই ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) । এবার বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । একথা জানান KMRCL-এর মুখ্য সিভিল ইঞ্জিনিয়র বিশ্বনাথ দেওয়ানজি ।
বিশ্বনাথ বলেন, "আমরা বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বৈঠক করি । KMRCL কর্তৃপক্ষ তাঁদের ক্ষতিপূরণ বাবদ 50 হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে । এই অর্থ ছাড়াও আরও ক্ষতিপূরণ দেওয়া হবে । পাশাপাশি আমরা আরেকটি কমিটি গঠন করেছি যেখানে KMRCL-এর আধিকারিক ও কিছু দোকান মালিকও থাকবেন ।"
অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের কাজের জন্য বউবাজারে যে সমস্ত সোনা ও রুপোর দোকান ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানের মালিকরা পুনর্বাসনের দাবিতে গতকাল বউবাজারের গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের সামনে একটি বিক্ষোভ দেখান ।