ETV Bharat / state

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত KMRCL-এর - shop owner affected in Bowbazar Metro

বউবাজারে মেট্রোর টানেলে কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আগেই চেক তুলে দিয়েছে KMRCL । এবার ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল KMRCL ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 21, 2019, 2:18 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আগেই ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) । এবার বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । একথা জানান KMRCL-এর মুখ্য সিভিল ইঞ্জিনিয়র বিশ্বনাথ দেওয়ানজি ।

বিশ্বনাথ বলেন, "আমরা বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বৈঠক করি । KMRCL কর্তৃপক্ষ তাঁদের ক্ষতিপূরণ বাবদ 50 হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে । এই অর্থ ছাড়াও আরও ক্ষতিপূরণ দেওয়া হবে । পাশাপাশি আমরা আরেকটি কমিটি গঠন করেছি যেখানে KMRCL-এর আধিকারিক ও কিছু দোকান মালিকও থাকবেন ।"

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের কাজের জন্য বউবাজারে যে সমস্ত সোনা ও রুপোর দোকান ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানের মালিকরা পুনর্বাসনের দাবিতে গতকাল বউবাজারের গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের সামনে একটি বিক্ষোভ দেখান ।

কলকাতা, 21 সেপ্টেম্বর : বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আগেই ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) । এবার বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । একথা জানান KMRCL-এর মুখ্য সিভিল ইঞ্জিনিয়র বিশ্বনাথ দেওয়ানজি ।

বিশ্বনাথ বলেন, "আমরা বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বৈঠক করি । KMRCL কর্তৃপক্ষ তাঁদের ক্ষতিপূরণ বাবদ 50 হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে । এই অর্থ ছাড়াও আরও ক্ষতিপূরণ দেওয়া হবে । পাশাপাশি আমরা আরেকটি কমিটি গঠন করেছি যেখানে KMRCL-এর আধিকারিক ও কিছু দোকান মালিকও থাকবেন ।"

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের কাজের জন্য বউবাজারে যে সমস্ত সোনা ও রুপোর দোকান ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানের মালিকরা পুনর্বাসনের দাবিতে গতকাল বউবাজারের গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের সামনে একটি বিক্ষোভ দেখান ।

Intro:ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের কাজে বউবাজারে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50 হাজার টাকা করে দেওয়া হবে বলে জানালো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কে এম আর সি এল)।Body:বিশ্বনাথ দেওয়ানজী কে এম আর সি এল এর মুখ্য সিভিল ইঞ্জিনিয়ার বলেন, " আজ আমরা বৌবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বৈঠক করি। কে এম আর সি এল কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ বাবদ 50 হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব জানায়। এই অর্থ ছাড়াও তাদের আরো ক্ষতি পূরণ দেওয়া হবে। পাশাপাশি আমরা আরেকটি কমিটি গঠন করেছি যেখানে কে এম আর সি এল এর আধিকারিক ও কিছু দোকান মালিকও থাকবেন।"

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো সুরঙ্গ কাজের জন্য বৌবাজার অঞ্চলে যে জায়গায় সোনার ও রুপোর দোকানগুলি ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব দোকানের মালিকরা পুনর্বাসনের দাবিতে শুক্রবার বউবাজারের গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সামনে একটি বিক্ষোভ দেখান।

অবিলম্বে ক্ষতিগ্রস্ত দোকানগুলির বিনিময় পুনর্বাসনের জন্য অন্য জায়গায় দোকান গড়ার দাবিতে ওখানকার ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। Conclusion:যেদিন প্রথম ধসে বউবাজার অঞ্চলের বাড়ি ও দোকানগুলি ভেঙে পড়ে সেদিন বি বি গাঙ্গুলি স্ট্রিটের 36 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.