ETV Bharat / state

RG কর হাসপাতালের সামনে যানজট এড়াতে সেতু তৈরির সিদ্ধান্ত KMDA-র - a new flyover in kolkata to ease congestion

R G কর হাসপাতালের সামনের রাস্তা যানজট মুক্ত রাখতে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত KMDA-র ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 10, 2019, 8:46 PM IST

কলকাতা, 10 অগাস্ট : শহরে আরও একটি সেতু তৈরির সিদ্ধান্ত নিল KMDA(কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) । R G কর রোডের সার্কুলার ক্যানালের উপর তৈরি করা হবে সেতুটি । যানজট কমাতেই এই সেতু তৈরির উদ্যোগ । KMDA-র তরফে ডাকা হচ্ছে টেন্ডারও ।

ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্বল সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । সংস্কারের জন্যই কিছুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে সেতুগুলি । তবে সংস্কারের পাশাপাশি এবার নতুন সেতু তৈরিরও উদ্যোগ নিল KMDA । কলকাতায় তৈরি হতে চলেছে নতুন সেতু । RG কর হাসপাতালের সামনে যান চলাচল যাতে ব্যাহত না হয় তাই এই সেতু তৈরির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ।

দিনের পর দিন এই এলাকায় বিশেষ করে হাসপাতালের সামনে বেড়ে চলেছে ভিড় ও যান চলাচল । অ্যাম্বুলেন্স থেকে গাড়ি অধিকাংশ সময়ই আটকে যায় যানজটে । হাসপাতালের সামনের রাস্তা ভিড়মুক্ত রাখতে R G কর রোডের সার্কুলার ক্যানালের উপরে সেতুটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একদিকে ক্যানাল ওয়েস্ট রোড ও অন্যদিকে রাইচরণ সাধুখাঁ রোডকে সংযোগ করবে এটি । যার জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে টেন্ডার ডাকা শুরু করেছে KMDA । ‌আপাতত সেতুটি তৈরির টপোগ্রাফিক সার্ভে ও সেই সঙ্গে ওই এলাকার সঙ্গে সাজুয্য রেখে সেতুর নকশা সহ মানচিত্র কেমন হবে, সেই সব তথ্যই দরপত্রে জানাতে হবে KMDA-কে । সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শুরু হবে সেতু তৈরির কাজ ।

:

কলকাতা, 10 অগাস্ট : শহরে আরও একটি সেতু তৈরির সিদ্ধান্ত নিল KMDA(কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) । R G কর রোডের সার্কুলার ক্যানালের উপর তৈরি করা হবে সেতুটি । যানজট কমাতেই এই সেতু তৈরির উদ্যোগ । KMDA-র তরফে ডাকা হচ্ছে টেন্ডারও ।

ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্বল সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । সংস্কারের জন্যই কিছুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে সেতুগুলি । তবে সংস্কারের পাশাপাশি এবার নতুন সেতু তৈরিরও উদ্যোগ নিল KMDA । কলকাতায় তৈরি হতে চলেছে নতুন সেতু । RG কর হাসপাতালের সামনে যান চলাচল যাতে ব্যাহত না হয় তাই এই সেতু তৈরির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ।

দিনের পর দিন এই এলাকায় বিশেষ করে হাসপাতালের সামনে বেড়ে চলেছে ভিড় ও যান চলাচল । অ্যাম্বুলেন্স থেকে গাড়ি অধিকাংশ সময়ই আটকে যায় যানজটে । হাসপাতালের সামনের রাস্তা ভিড়মুক্ত রাখতে R G কর রোডের সার্কুলার ক্যানালের উপরে সেতুটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একদিকে ক্যানাল ওয়েস্ট রোড ও অন্যদিকে রাইচরণ সাধুখাঁ রোডকে সংযোগ করবে এটি । যার জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে টেন্ডার ডাকা শুরু করেছে KMDA । ‌আপাতত সেতুটি তৈরির টপোগ্রাফিক সার্ভে ও সেই সঙ্গে ওই এলাকার সঙ্গে সাজুয্য রেখে সেতুর নকশা সহ মানচিত্র কেমন হবে, সেই সব তথ্যই দরপত্রে জানাতে হবে KMDA-কে । সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শুরু হবে সেতু তৈরির কাজ ।

:

Intro:

আরজিকর হাসপাতালের যান চলাচল মসৃণ করতে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত কেএমডিএর

কলকাতা, ১০ অগাষ্ট: শহরে আরও একটি নতুন সেতু তৈরি করার সিদ্ধান্ত নিল কেএমডিএ । আরজিকর রোডের সার্কুলার ক্যানালের ওপর তৈরি করা হবে এই সেতু। যানজট কমাতেই নতুন সেতু তৈরির উদ্যোগ। বিভিন্ন সংস্থার কাছ থেকে কেএমডিএর তরফ থেকে আহ্বান করা হচ্ছে দরপত্র।Body:

ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্বল সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সংস্কার কাজের জন্যই আপাতত বন্ধ থাকছে সেতুগুলো। তবে সেতু সংস্কারের পাশাপাশি নতুন সেতু তৈরিরও উদ্যোগ নিল কেএমডিএ । কলকাতায় তৈরি করা হবে নতুন আরো একটি সেতু। আর জি কর হাসপাতালের সামনে যান চলাচল আরো বেশি মসৃন করার জন‍্য এই সেতু তৈরির সিদ্ধান্ত। দিনের পর দিন আরজিকর হাসপাতালের সামনে বেড়ে চলেছে ভিড় ও যান চলাচল। অ্যাম্বুলেন্স থেকে সাধারণ গাড়ি অধিকাংশ সময়ে আটকে যায় জ্যামে। আরজিকর হাসপাতালের সামনে ভিড় মুক্ত রাখতে আরজিকর রোডের সার্কুলার ক‍্যানালের ওপরে সেতু তৈরির সিদ্ধান্ত নিল কেএমডিএ। একদিকে ক‍্যানাল ওয়েস্ট রোড ও অন‍্যদিকে রাইচরণ সাধুখাঁ রোডকে সংযোগ করবে এই সেতু। সেতু তৈরির জন‍্য বিভিন্ন সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করেছে কেএমডিএ। ‌আপাতত সেতু তৈরির টপোগ্রাফিক সার্ভে ও সেই সঙ্গে ঐ এলাকার সঙ্গে সাজুয‍্য রেখে সেতুর নকশা সহ ম‍্যাপ কেমন হবে, সেই সব তথ‍্যই দরপত্রে জানাতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শুরু হবে সেতু তৈরির কাজ। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.