ETV Bharat / state

Thalassemia Training for KMC Doctors: থ্যালাসেমিয়া নিয়ে সতর্ক কেএমসি 15 জন চিকিৎসককে দিল্লি পাঠাচ্ছে প্রশিক্ষণের জন্য

থ্যালাসেমিয়া নিয়ে এবার কলকাতা কর্পোরেশনের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে (Thalassemia Training for KMC Doctors) ৷ তার জন্য 15 জন চিকিৎসককে দিল্লিতে পাঠানো হচ্ছে প্রশিক্ষণের জন্য ৷

Thalassemia Training for KMC Doctors ETV BHARAT
Thalassemia Training for KMC Doctors
author img

By

Published : Mar 14, 2023, 10:43 PM IST

কলকাতা, 14 মার্চ: থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণে এবার সর্তক কলকাতা কর্পোরেশন ৷ লক্ষ্য আগামিদিনে 144টি ওয়ার্ড হেলথ ইউনিটেই থ্যালাসেমিয়া পরীক্ষা কেন্দ্র চালু করা ৷ এই রোগ নির্ণয়, চিকিৎসা-সহ সম্পূূর্ণ বিষয়ে মোকাবিলা কীভাবে হবে ? সেই প্রশিক্ষণ নিতে 15 জন চিকিৎসককে দিল্লি পাঠাচ্ছে কর্তৃপক্ষ (Thalassemia Treatment Training) ৷ তাঁরা ফিরে এসে আরও 150 জনকে এই প্রশিক্ষণ দেবেন ৷ 15 জন চিকিৎসকের এই প্রশিক্ষণে সাহায্য করছে একটি বেসরকারি সংস্থা (KMC Sends 15 Doctors to Delhi) ৷ তাঁদের উদ্যোগেই একটি হাব খোলা হবে কলকাতায় ৷

এদিন এক সাংবাদিক সম্মেলনে এবিষয় জানান কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থার কর্ণধার চিকিৎসক সঞ্জীব ভাল্লা এবং কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী-সহ অন্যান্যরা ৷ এই অনুষ্ঠানের পাশাপাশি চিকিৎসকদের স্বার্থে কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথম হেলথ লাইব্রেরির উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন ডেপুটি-মেয়র অতীন ঘোষ ৷

থ্যালাসেমিয়া চিকিৎসা ও নিরীক্ষণের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই কাজ করবে একটি বেসরকারি সংস্থা ৷ রোগ নিয়ে মানুষের সচেতনতার অভাব এখনও ব্যাপকভাবেই লক্ষ্য করা যায় ৷ এই বিষয় দেশের তিন জায়গায় তিনটি হাব তৈরি করা হচ্ছে ৷ এর মধ্যে একটি হচ্ছে মুম্বই মিউনসিপ্যাল কর্পোরেশনে অপরটি কলকাতা কর্পোরেশনে ৷ ইতিমধ্যেই, মেয়র ক্লিনিকে একটি অত্যাধুনিক মেশিন কেনা হয়েছে রক্ত পরীক্ষার জন্য ৷

স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ জানান, বেসরকারি সমীক্ষা অনুসারে কলকাতার 4 শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত ৷ তাই কেএমসি-র কর্তৃপক্ষের লক্ষ্য 144টি ওয়ার্ডে ভবিষ্যতে এই রোগ নির্ণয় ও তার প্রতিকারের জন্য রক্তপরীক্ষা শুরু করা ৷ সেই জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ৷

আরও পড়ুন: মেয়র্স ক্লিনিকে বসল 50 লক্ষ মূল্যের থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্র

এদিন কলকাতা কর্পোরেশনের প্রথম একটি মেডিক্যাল লাইব্রেরি চালু করা হয়েছে ৷ কলকাতা কর্পোরশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তহবিল থেকে 2 লাখ টাকা দিয়ে বই কেনা হয়েছে লাইব্রেরির জন্য ৷ উন্নত মানের চিকিৎসার জন্য কোনও রেফারেন্স দরকার পড়লে, এই লাইব্রেরি সেক্ষেত্রে সাহায্য করবে ৷ আগামী দিনে আরও নানান রোগের চিকিৎসা বিষয়ক বই এই লাইব্রেরিতে জায়গা পাবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ৷

কলকাতা, 14 মার্চ: থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণে এবার সর্তক কলকাতা কর্পোরেশন ৷ লক্ষ্য আগামিদিনে 144টি ওয়ার্ড হেলথ ইউনিটেই থ্যালাসেমিয়া পরীক্ষা কেন্দ্র চালু করা ৷ এই রোগ নির্ণয়, চিকিৎসা-সহ সম্পূূর্ণ বিষয়ে মোকাবিলা কীভাবে হবে ? সেই প্রশিক্ষণ নিতে 15 জন চিকিৎসককে দিল্লি পাঠাচ্ছে কর্তৃপক্ষ (Thalassemia Treatment Training) ৷ তাঁরা ফিরে এসে আরও 150 জনকে এই প্রশিক্ষণ দেবেন ৷ 15 জন চিকিৎসকের এই প্রশিক্ষণে সাহায্য করছে একটি বেসরকারি সংস্থা (KMC Sends 15 Doctors to Delhi) ৷ তাঁদের উদ্যোগেই একটি হাব খোলা হবে কলকাতায় ৷

এদিন এক সাংবাদিক সম্মেলনে এবিষয় জানান কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থার কর্ণধার চিকিৎসক সঞ্জীব ভাল্লা এবং কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী-সহ অন্যান্যরা ৷ এই অনুষ্ঠানের পাশাপাশি চিকিৎসকদের স্বার্থে কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথম হেলথ লাইব্রেরির উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন ডেপুটি-মেয়র অতীন ঘোষ ৷

থ্যালাসেমিয়া চিকিৎসা ও নিরীক্ষণের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই কাজ করবে একটি বেসরকারি সংস্থা ৷ রোগ নিয়ে মানুষের সচেতনতার অভাব এখনও ব্যাপকভাবেই লক্ষ্য করা যায় ৷ এই বিষয় দেশের তিন জায়গায় তিনটি হাব তৈরি করা হচ্ছে ৷ এর মধ্যে একটি হচ্ছে মুম্বই মিউনসিপ্যাল কর্পোরেশনে অপরটি কলকাতা কর্পোরেশনে ৷ ইতিমধ্যেই, মেয়র ক্লিনিকে একটি অত্যাধুনিক মেশিন কেনা হয়েছে রক্ত পরীক্ষার জন্য ৷

স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ জানান, বেসরকারি সমীক্ষা অনুসারে কলকাতার 4 শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত ৷ তাই কেএমসি-র কর্তৃপক্ষের লক্ষ্য 144টি ওয়ার্ডে ভবিষ্যতে এই রোগ নির্ণয় ও তার প্রতিকারের জন্য রক্তপরীক্ষা শুরু করা ৷ সেই জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ৷

আরও পড়ুন: মেয়র্স ক্লিনিকে বসল 50 লক্ষ মূল্যের থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্র

এদিন কলকাতা কর্পোরেশনের প্রথম একটি মেডিক্যাল লাইব্রেরি চালু করা হয়েছে ৷ কলকাতা কর্পোরশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তহবিল থেকে 2 লাখ টাকা দিয়ে বই কেনা হয়েছে লাইব্রেরির জন্য ৷ উন্নত মানের চিকিৎসার জন্য কোনও রেফারেন্স দরকার পড়লে, এই লাইব্রেরি সেক্ষেত্রে সাহায্য করবে ৷ আগামী দিনে আরও নানান রোগের চিকিৎসা বিষয়ক বই এই লাইব্রেরিতে জায়গা পাবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.