মেলবোর্ন, 30 ডিসেম্বর: টানা তৃতীয়বার ভারতের ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার আশা কি শেষ? মেলবোর্নে 184 রানে হারের পর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ৷ তবে সম্ভাবনা অনেকটাই কমলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জনের আশা এখনই শেষ হয়েছে বলা যাবে না ৷ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে অস্ট্রেলিয়া সফরের শেষ অর্থাৎ নিউ-ইয়ার টেস্ট ম্যাচ ৷ যা সিডনিতে শুরু হতে চলেছে আগামী 3 জানুয়ারি ৷
বক্সিং-ডে টেস্ট জিতে 118 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান পোক্ত করল অস্ট্রেলিয়া ৷ তাঁদের জয়ের হার 61.46% ৷ পক্ষান্তরে 13 বছর পর মেলবোর্নে হার ভারতের জয়ের শতকরা হার নামিয়ে আনল 52.78-এ ৷ সবমিলিয়ে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানির ফাইনালে পৌঁছনোর আশা একেবারেই ক্ষীণ ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, পাকিস্তানকে বক্সিং-ডে টেস্টে হারিয়ে প্রথম দল হিসেবে ডব্লিউটিসি ফাইনালে প্রবেশ করে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ এবার দেখে নেওয়া কোন পথে ফাইনালে যেতে পারে ভারত:
আগামী 11 জুন লর্ডসে ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে প্রথমে ভারতকে যেটা করতে হবে, তা হল সিডনি টেস্টে জয় পেতে হবে ৷ সিডনিতে জয় ব্যতীত অন্য কোনও ফলাফলে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারতীয় দল ৷
The moment they sealed it 🙌#WTC25 | #AUSvIND: https://t.co/66Tuk2oTvf pic.twitter.com/pxxjdCjMUT
— ICC (@ICC) December 30, 2024
সিডনিতে ভারতের জয়ের অর্থ বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হবে 2-2 ফলাফলে ৷ কিন্তু এরপরেও ভারতকে তাকিয়ে থাকতে হবে অজিদের শ্রীলঙ্কা সফরের দিকে ৷ সেখানে শ্রীলঙ্কা 1-0 কিংবা 2-0 ব্যবধানে সিরিজ জিতলে তবেই ভারতের ভাগ্যে শিকে ছিঁড়বে ৷ দু'টি টেস্ট ড্র হলে অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের জন্য পৌঁছে যাবে ফাইনালে ৷ সিডনি টেস্টে ভারত জয় পেলে তাঁদের জয়ের শতকরা হার পৌঁছবে 55.26-এ ৷ সবমিলিয়ে যা পরিস্থিতি, সিডনি টেস্ট এই মুহূর্তে ভারতের কাছে 'ডু অর ডাই' ৷
340 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্য়াট করতে নেমে সোমবার মেলবোর্নে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 155 রানে ৷ সর্বাধিক 84 রান করেন যশস্বী জয়সওয়াল ৷ বক্সিং-ডে টেস্ট হেরে সিরিজে 1-2 ব্যবধানে পিছিয়ে ভারতীয় দল ৷ বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতেও শেষ টেস্টে জয় জরুরি ভারতের ৷