ETV Bharat / bharat

অভিযুক্তকে ধরতে গিয়ে হরিয়ানায় আক্রান্ত পশ্চিমবঙ্গ পুলিশ - ATTACK ON BENGAL POLICE

হরিয়ানায় চুরির অভিযুক্তকে ধরতে আসা পশ্চিমবঙ্গ পুলিশের উপর চড়াও হয় এলাকার লোকজন । তখন সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ।

Attack on Bengal police
হরিয়ানায় পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা এলাকাবাসীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 4:21 PM IST

হিসার (হরিয়ানা), 30 ডিসেম্বর: চুরির অভিযুক্তকে ধরতে গিয়ে হরিয়ানায় আক্রান্ত পশ্চিমবঙ্গ পুলিশ ৷ পুলিশের উপর স্থানীয়রা চড়াও হয় বলে অভিযোগ ৷ প্রায় 20 মিনিট ধরে এলাকাবাসীর সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ সেই সুযোগে এলাকা ছেড়ে পালিয়ে যান ওই অভিযুক্ত ৷ হরিয়ানা পুলিশের এক আধিকারিক এই ঘটনায় আহত হয়েছেন । বর্তমানে পলাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারের মহাবীর কলোনিতে । পশ্চিমবঙ্গ পুলিশ রবিবার বিকেলে এখানে অভিযান চালাতে এসেছিল । বাংলা থেকে পুলিশের পাঁচজনের একটি দল আসে । এই দলের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর কিশোরকুমার দাস । তিনি হরিয়ানায় এসে প্রথমে স্থানীয় এইচটিএম থানায় যোগাযোগ করেন । এরপরে 12 কোয়ার্টার ফাঁড়ির ইনচার্জ এএসআই বিনোদ কুমার ও তাঁর দলকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছয় ।

পুলিশ জানিয়েছে, দুপুর 1টার দিকে দলটি কলোনিতে পৌঁছে অভিযুক্ত সন্দীপকে ঘটনাস্থল থেকে ধরে ফেলে । তবে সন্দীপকে নিয়ে গাড়িতে তুলতে গেলে তোলপাড় সৃষ্টি হয় । এরপর অভিযুক্তের পরিবারের লোকজন-সহ এলাকাবাসী ভিড় জমায় । সবাই পুলিশের বিরোধিতা শুরু করে । অভিযুক্তকে মুক্ত করতে পুলিশের সঙ্গে হাতাহাতি করে । যদিও পুলিশ অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে অনড় ছিল ৷ তার পরিবারের সদস্যরা সন্দীপকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যান । প্রায় 20 মিনিট ধরে এই পালা চলতে থাকে । এদিকে সেই সুযোগে পালিয়ে যান সন্দীপ ।

জনতা-পুলিশের এই সংঘর্ষের সময় 12 কোয়ার্টার ফাঁড়ির ইনচার্জ বিনোদ কুমার তাঁর হাতে সামান্য আঘাত পান । এই পুরো ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছে । এদিকে অভিযুক্তেরও খোঁজে তল্লাশি করছে পুলিশ ।

হিসার (হরিয়ানা), 30 ডিসেম্বর: চুরির অভিযুক্তকে ধরতে গিয়ে হরিয়ানায় আক্রান্ত পশ্চিমবঙ্গ পুলিশ ৷ পুলিশের উপর স্থানীয়রা চড়াও হয় বলে অভিযোগ ৷ প্রায় 20 মিনিট ধরে এলাকাবাসীর সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ সেই সুযোগে এলাকা ছেড়ে পালিয়ে যান ওই অভিযুক্ত ৷ হরিয়ানা পুলিশের এক আধিকারিক এই ঘটনায় আহত হয়েছেন । বর্তমানে পলাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারের মহাবীর কলোনিতে । পশ্চিমবঙ্গ পুলিশ রবিবার বিকেলে এখানে অভিযান চালাতে এসেছিল । বাংলা থেকে পুলিশের পাঁচজনের একটি দল আসে । এই দলের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর কিশোরকুমার দাস । তিনি হরিয়ানায় এসে প্রথমে স্থানীয় এইচটিএম থানায় যোগাযোগ করেন । এরপরে 12 কোয়ার্টার ফাঁড়ির ইনচার্জ এএসআই বিনোদ কুমার ও তাঁর দলকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছয় ।

পুলিশ জানিয়েছে, দুপুর 1টার দিকে দলটি কলোনিতে পৌঁছে অভিযুক্ত সন্দীপকে ঘটনাস্থল থেকে ধরে ফেলে । তবে সন্দীপকে নিয়ে গাড়িতে তুলতে গেলে তোলপাড় সৃষ্টি হয় । এরপর অভিযুক্তের পরিবারের লোকজন-সহ এলাকাবাসী ভিড় জমায় । সবাই পুলিশের বিরোধিতা শুরু করে । অভিযুক্তকে মুক্ত করতে পুলিশের সঙ্গে হাতাহাতি করে । যদিও পুলিশ অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে অনড় ছিল ৷ তার পরিবারের সদস্যরা সন্দীপকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যান । প্রায় 20 মিনিট ধরে এই পালা চলতে থাকে । এদিকে সেই সুযোগে পালিয়ে যান সন্দীপ ।

জনতা-পুলিশের এই সংঘর্ষের সময় 12 কোয়ার্টার ফাঁড়ির ইনচার্জ বিনোদ কুমার তাঁর হাতে সামান্য আঘাত পান । এই পুরো ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছে । এদিকে অভিযুক্তেরও খোঁজে তল্লাশি করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.