ETV Bharat / state

KMC on Cyclone Mocha: অতীতের থেকে শিক্ষা, মোকা মোকাবিলায় প্রস্তুত কলকাতা কর্পোরেশন - kmc is preparing to stay alert

জানা গিয়েছে মোকার সম্ভাব্য গতিপথ ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভবত বৃহস্পতিবার বাংলাদেশ অথবা মায়ানমারে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোকা ৷ তাই মোকার প্রভাব সেই অর্থে ফেলবে না কলকাতায়। তবু দুর্যোগের কথা শোনামাত্রই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা কর্পোরেশন।

KMC on Cyclone Mocha
মোকা মোকাবিলায় প্রস্তুত কলকাতা কর্পোরেশন
author img

By

Published : May 8, 2023, 8:32 PM IST

কলকাতা, 8 মে: হাওয়া অফিস এত দিন ঝড়ের কথা জানালেও নির্দিষ্ট গতিপথ স্পষ্ট করেনি। আজ সেই গতিপথ স্পষ্ট করে বলেছে আলিপুর আবহাওয়া দফতর। মোকার প্রভাব সেই অর্থে পড়বে না কলকাতায় । তবে এবার এই দুর্যোগের কথা শোনামাত্রই আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা কর্পোরেশন। চালু করা হয়েছে অত্যাধুনিক কন্ট্রোল রুম। নবান্ন ও লালবাজারের পর দুর্যোগ মোকাবিলায় শহরের পরিস্থিতির উপরে প্রতি মুহূর্তে নজরদারি করার কাজ করবে এই কন্ট্রোল রুম। বড় বড় এলইডি স্ক্রিনে এক ক্লিকেই ফুটে উঠবে কলকাতার বিভিন্ন অংশের ছবি। কোথায়, কী অবস্থা মুহূর্তের মধ্যে জেনে ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ দেওয়ার কাজ করতে পারবে তারা।

এই কন্ট্রোল রুমে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মী ছাড়াও থাকছেন কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল দফতর, সিইএসির কর্মীরা। একে অপরের সঙ্গে সমন্বয় রেখেই কোনও ঘটনা ঘটলে পদক্ষেপ নিতে পারবে বিভিন্ন বিভাগ। পরিস্থিতি বুঝে দরকারে এই কন্ট্রোল রুমে থাকবেন মেয়র পরিষদ সদস্যরাও।

প্রাকৃতিক বিপর্যয় হলে কলকাতা কর্পোরেশনে কন্ট্রোল রুম ফোন নম্বর ছাড়াও নাগরিকরা যাতে ফোন করে দ্রুত তাঁদের সমস্যার কথা বলতে পারেন তাই আরও কয়েকটি ফোন নম্বর চালু থাকছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর +91 33 2286-1212/1313/1414 এই নম্বরগুলো ফোন করা যাবে। 18003453375 নম্বরে কলকাতা কর্পোরেশনে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। এটা টোল ফ্রি নম্বর। বিপর্যয়কালীন 8335988888, 8335999111 এই দুই নম্বরে পরিষেবা পাবেন নাগরিকরা।

আরও পড়ুন: সতর্ক নবান্ন, অতীত থেকে শিক্ষা নিয়ে মোকা মোকাবিলায় প্রস্তুত বঙ্গ

ইতিমধ্যে কর্পোরেশনে বিভাগীয় সমন্বয় বৈঠক হয়েছে। নিকাশি বিভাগ, উদ্যান বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ রাস্তা এবং বস্তি বিভাগ পাশাপাশি সাফাই বিভাগ পুরোপুরিভাবে প্রস্তুত। থাকছেন বিল্ডিং বিভাগ কর্মীরাও। বরো ভিত্তিকভাবে প্রস্তুত থাকবেন তাঁরা। কোথাও গাছ ভেঙে পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে ৷ ঝড়-বৃষ্টি ঘটলে তার আগে এলাকায় মাইকিং করা হবে। দরকারে বিপজ্জনক বাড়ি থেকে নাগরিকদের স্থানীয় কমিউনিটি হলে বা স্কুলে রাখার পরিকল্পনা রয়েছে। থাকবে বিল্ডিং বিভাগের ডেমোলিশন শাখা। তবে মোকা কতটা কলকাতায় প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে পৌর আধিকারিকরা। যদিও এদিন হাওয়া অফিস গতিপথ স্পষ্ট করতে খানিকটা চিন্তা মুক্ত হয়েছেন কলকাতা পৌরনিগমের কর্তারা । তবে প্রস্তুতি থাকবে যতক্ষণ না-ঝড় আছড়ে পড়ছে।

কলকাতা, 8 মে: হাওয়া অফিস এত দিন ঝড়ের কথা জানালেও নির্দিষ্ট গতিপথ স্পষ্ট করেনি। আজ সেই গতিপথ স্পষ্ট করে বলেছে আলিপুর আবহাওয়া দফতর। মোকার প্রভাব সেই অর্থে পড়বে না কলকাতায় । তবে এবার এই দুর্যোগের কথা শোনামাত্রই আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা কর্পোরেশন। চালু করা হয়েছে অত্যাধুনিক কন্ট্রোল রুম। নবান্ন ও লালবাজারের পর দুর্যোগ মোকাবিলায় শহরের পরিস্থিতির উপরে প্রতি মুহূর্তে নজরদারি করার কাজ করবে এই কন্ট্রোল রুম। বড় বড় এলইডি স্ক্রিনে এক ক্লিকেই ফুটে উঠবে কলকাতার বিভিন্ন অংশের ছবি। কোথায়, কী অবস্থা মুহূর্তের মধ্যে জেনে ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ দেওয়ার কাজ করতে পারবে তারা।

এই কন্ট্রোল রুমে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মী ছাড়াও থাকছেন কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল দফতর, সিইএসির কর্মীরা। একে অপরের সঙ্গে সমন্বয় রেখেই কোনও ঘটনা ঘটলে পদক্ষেপ নিতে পারবে বিভিন্ন বিভাগ। পরিস্থিতি বুঝে দরকারে এই কন্ট্রোল রুমে থাকবেন মেয়র পরিষদ সদস্যরাও।

প্রাকৃতিক বিপর্যয় হলে কলকাতা কর্পোরেশনে কন্ট্রোল রুম ফোন নম্বর ছাড়াও নাগরিকরা যাতে ফোন করে দ্রুত তাঁদের সমস্যার কথা বলতে পারেন তাই আরও কয়েকটি ফোন নম্বর চালু থাকছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর +91 33 2286-1212/1313/1414 এই নম্বরগুলো ফোন করা যাবে। 18003453375 নম্বরে কলকাতা কর্পোরেশনে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। এটা টোল ফ্রি নম্বর। বিপর্যয়কালীন 8335988888, 8335999111 এই দুই নম্বরে পরিষেবা পাবেন নাগরিকরা।

আরও পড়ুন: সতর্ক নবান্ন, অতীত থেকে শিক্ষা নিয়ে মোকা মোকাবিলায় প্রস্তুত বঙ্গ

ইতিমধ্যে কর্পোরেশনে বিভাগীয় সমন্বয় বৈঠক হয়েছে। নিকাশি বিভাগ, উদ্যান বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ রাস্তা এবং বস্তি বিভাগ পাশাপাশি সাফাই বিভাগ পুরোপুরিভাবে প্রস্তুত। থাকছেন বিল্ডিং বিভাগ কর্মীরাও। বরো ভিত্তিকভাবে প্রস্তুত থাকবেন তাঁরা। কোথাও গাছ ভেঙে পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে ৷ ঝড়-বৃষ্টি ঘটলে তার আগে এলাকায় মাইকিং করা হবে। দরকারে বিপজ্জনক বাড়ি থেকে নাগরিকদের স্থানীয় কমিউনিটি হলে বা স্কুলে রাখার পরিকল্পনা রয়েছে। থাকবে বিল্ডিং বিভাগের ডেমোলিশন শাখা। তবে মোকা কতটা কলকাতায় প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে পৌর আধিকারিকরা। যদিও এদিন হাওয়া অফিস গতিপথ স্পষ্ট করতে খানিকটা চিন্তা মুক্ত হয়েছেন কলকাতা পৌরনিগমের কর্তারা । তবে প্রস্তুতি থাকবে যতক্ষণ না-ঝড় আছড়ে পড়ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.