ETV Bharat / state

KMC English Medium School: আলিমুদ্দিন স্ট্রিটে তৈরি হল ইংরেজি মাধ্যম স্কুল, উদ্বোধন আগামীকাল - KMC English medium School has been set up on Alimuddin Street inaugurated tomorrow

শুক্রবার উদ্বোধন হতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিটে তৈরি হওয়া ইংরেজি মাধ্যমের পৌর স্কুলের (English Medium Municipal School on alimuddin street) ৷ উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম।

kmc english medium school
ইংরেজি মাধ্যমের পৌর স্কুল
author img

By

Published : Mar 24, 2022, 1:24 PM IST

কলকাতা, 24 মার্চ: আলিমুদ্দিন স্ট্রিটে তৈরি হল ইংরেজি মাধ্যমের পৌর স্কুল (English Medium Municipal School on alimuddin street)। আগামীকাল স্কুলটির উদ্বোধন করা হবে ৷ এলাকার দরিদ্র পরিবারের শিশুরাও এখন ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে। তাও সম্পূর্ণ নিখরচায়। আগামীকাল শুক্রবার কলকাতা পৌরসভার 62 নম্বর ওয়ার্ডে এই নতুন ইংরেজি মাধ্যমের স্কুলের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, এই ভবনটি আগে বাংলা মাধ্যম ছিল। ভবনটিও ছিল ছোট। প্রাক্তন কাউন্সিলর ইকবাল আহমেদ উদ্যোগ নিলেও বাস্তবায়িত করতে পারেননি ৷ তাঁর মেয়ে বর্তমান কাউন্সিলর সানা আহমেদ সেই কাজটি সম্পন্ন করলেন। প্রায় 2 কোটি টাকা খরচ করে নতুন চারতলা স্কুল বাড়ি বানানো হয়েছে। স্থানীয় দরিদ্র বাচ্চারা বিনামূল্যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পাবে।

আরও পড়ুন : West Medinipur : মৃত মেয়ের স্মৃতির উদ্দেশে স্কুল ভবন তৈরি অবসরপ্রাপ্ত শিক্ষকের

2016 সাল থেকে স্কুল বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছিল। শুক্রবার স্কুল উদ্বোধনের পর শনিবার থেকেই অ্যাডমিশন চালু করে দেওয়া হচ্ছে। এপ্রিল মাস থেকে পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা রয়েছে। আপাতত নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কলকাতা, 24 মার্চ: আলিমুদ্দিন স্ট্রিটে তৈরি হল ইংরেজি মাধ্যমের পৌর স্কুল (English Medium Municipal School on alimuddin street)। আগামীকাল স্কুলটির উদ্বোধন করা হবে ৷ এলাকার দরিদ্র পরিবারের শিশুরাও এখন ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে। তাও সম্পূর্ণ নিখরচায়। আগামীকাল শুক্রবার কলকাতা পৌরসভার 62 নম্বর ওয়ার্ডে এই নতুন ইংরেজি মাধ্যমের স্কুলের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, এই ভবনটি আগে বাংলা মাধ্যম ছিল। ভবনটিও ছিল ছোট। প্রাক্তন কাউন্সিলর ইকবাল আহমেদ উদ্যোগ নিলেও বাস্তবায়িত করতে পারেননি ৷ তাঁর মেয়ে বর্তমান কাউন্সিলর সানা আহমেদ সেই কাজটি সম্পন্ন করলেন। প্রায় 2 কোটি টাকা খরচ করে নতুন চারতলা স্কুল বাড়ি বানানো হয়েছে। স্থানীয় দরিদ্র বাচ্চারা বিনামূল্যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পাবে।

আরও পড়ুন : West Medinipur : মৃত মেয়ের স্মৃতির উদ্দেশে স্কুল ভবন তৈরি অবসরপ্রাপ্ত শিক্ষকের

2016 সাল থেকে স্কুল বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছিল। শুক্রবার স্কুল উদ্বোধনের পর শনিবার থেকেই অ্যাডমিশন চালু করে দেওয়া হচ্ছে। এপ্রিল মাস থেকে পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা রয়েছে। আপাতত নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.