ETV Bharat / state

শুভেন্দুকে ফোন কৈলাসের, মিনিট চারেকের বার্তালাপে তুঙ্গে জল্পনা

author img

By

Published : Dec 15, 2020, 3:41 PM IST

বিজেপি-তে যোগদান জল্পনার মধ্যেই শুভেন্দু অধিকারীকে ফোন কৈলাস বিজয়বর্গীয়র । তবে কি সত্যিই গেরুয়া শিবিরে যেতে চলেছেন বিদ্রোহী তৃণমূল নেতা ? বাড়ছে জল্পনা ।

কৈলাশ বিজয়বর্গীয়
কৈলাশ বিজয়বর্গীয়

কলকাতা, 15 ডিসেম্বর : বাংলার রাজনীতির অন্দরে এখন শুধু একটাই আলোচনা । শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে ? এই নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু । বিজেপি সূত্রে খবর, শুক্রবার দিল্লিতে অমিত শাহ-র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিতে পারেন তিনি । এই জল্পনাই আরও একটু উসকে দিল একটি ফোন কল । বিদ্রোহী তৃণমূল নেতার কাছে ফোন এসেছে বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র । মিনিট চারেক কথা হয় তাঁদের মধ্যে । আর এই নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে ।

কৈলাসবাবু কী বললেন শুভেন্দুকে ? মূলত শুভেন্দু অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ফোন করেছিলেন বিজেপির রাজ্য় পর্যবেক্ষক । মিনিট চারেকের এই ফোনালাপ শুভেন্দু-কাঁটায় বিদ্ধ তৃণমূলের অস্বস্তিকে আরও কিছুটা বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

আরও পড়ুন : শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ শুভেন্দু অধিকারীর ?

দলে শুভেন্দুবাবুর যোগ দেওয়া আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপি-র তরফে জানানো হয়নি । তবে সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন তিনি । শুধু তাই নয়, শনিবার অমিত শাহের সঙ্গে মেদিনীপুরে দলীয় কর্মসূচিতেও দেখা যেতে পারে তাঁকে । শুভেন্দু অধিকারী ছাড়া আরও পাঁচ বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ।

কলকাতা, 15 ডিসেম্বর : বাংলার রাজনীতির অন্দরে এখন শুধু একটাই আলোচনা । শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে ? এই নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু । বিজেপি সূত্রে খবর, শুক্রবার দিল্লিতে অমিত শাহ-র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিতে পারেন তিনি । এই জল্পনাই আরও একটু উসকে দিল একটি ফোন কল । বিদ্রোহী তৃণমূল নেতার কাছে ফোন এসেছে বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র । মিনিট চারেক কথা হয় তাঁদের মধ্যে । আর এই নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে ।

কৈলাসবাবু কী বললেন শুভেন্দুকে ? মূলত শুভেন্দু অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ফোন করেছিলেন বিজেপির রাজ্য় পর্যবেক্ষক । মিনিট চারেকের এই ফোনালাপ শুভেন্দু-কাঁটায় বিদ্ধ তৃণমূলের অস্বস্তিকে আরও কিছুটা বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

আরও পড়ুন : শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ শুভেন্দু অধিকারীর ?

দলে শুভেন্দুবাবুর যোগ দেওয়া আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপি-র তরফে জানানো হয়নি । তবে সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন তিনি । শুধু তাই নয়, শনিবার অমিত শাহের সঙ্গে মেদিনীপুরে দলীয় কর্মসূচিতেও দেখা যেতে পারে তাঁকে । শুভেন্দু অধিকারী ছাড়া আরও পাঁচ বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.