ETV Bharat / state

Panchayat Poll Puzzle: জ্যাংড়ায় বয়কটের বুথে ভোট পড়েছে 95%, অবাক বিচারপতি অমৃতা সিনহা - Panchayat Election Results 2023

রাজারহাট নিউটাউনের জ্যাংড়ায় যে বুথে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল সেখানে ভোট পড়েছে 95 শতাংশ ৷ এই ঘটনায় অবাক হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷

Panchayat Polls Puzzle
Panchayat Polls Puzzle
author img

By

Published : Jul 18, 2023, 4:29 PM IST

Updated : Jul 18, 2023, 5:28 PM IST

কলকাতা, 18 জুলাই: রাজারহাট নিউটাউনের জ্যাংড়ার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ৷ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে যাননি তাঁরা । অথচ সেখানেই পড়েছে 95 শতাংশ ভোট ৷ এই তথ্য জানতে পেরে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম আজাদ কলেজের একটি বুথের ঘটনা । বিচারপতি সিনহা এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও আইজি-কে ৷

ভোট বয়কটের বুথে এত ভোট কীভাবে: ওই এলাকার বাসিন্দারা কলকাতা হাইকোর্টে মামলা করে জানান যে, স্থানীয় কিছু সমস্যা থাকার কারণে এলাকায় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বাসিন্দারা ৷ তাঁরা কেউ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে যাননি । কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে এলাকার বাসিন্দারা এটা শুনে অবাক হয়ে যান যে, ওই বুথে 95 শতাংশ ভোট পড়েছে । কীভাবে ওই বুথে এত ভোট পড়ল সেই প্রশ্ন তুলেছেন তাঁরা ৷

ডিজি-কে তদন্তের নির্দেশ বিচারপতির: মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই ঘটনা তুলে ধরার পর বিচারপতি অমৃতা সিনহা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন । এই ঘটনার তদন্তের জন্য একজন দায়িত্বশীল অফিসারকে দায়িত্ব দিতে ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা ।

আরও পড়ুন: সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল, আদালতের পথে বিজেপি

রিপোর্ট জমা দিতে নির্দেশ: এ ব্যাপারে 3 অগাস্ট আদালতে রিপোর্ট পেশ করতে হবে । এ ছাড়াও নিউটাউন থানার আইসি-কে এই তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । এছাড়াও রাজারহাট ব্লকের এসডিও-কে পঞ্চায়েত রিটার্নিং অফিসার হিসাবে 9 অগাস্ট রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি ।

বেলডাঙার বিডিও-কে তলব: নাসিমা বিবি নামে অন্য এক মামলাকারীর মামলায় বিচারপতি অমৃতা সিনহা বেলডাঙা ব্লকের বিডিওকে 1 অগাস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন । তাঁকে জানাতে হবে কীভাবে গণনাকেন্দ্রের বাইরে মিলল ব্যালট পেপার ।

কলকাতা, 18 জুলাই: রাজারহাট নিউটাউনের জ্যাংড়ার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ৷ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে যাননি তাঁরা । অথচ সেখানেই পড়েছে 95 শতাংশ ভোট ৷ এই তথ্য জানতে পেরে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম আজাদ কলেজের একটি বুথের ঘটনা । বিচারপতি সিনহা এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও আইজি-কে ৷

ভোট বয়কটের বুথে এত ভোট কীভাবে: ওই এলাকার বাসিন্দারা কলকাতা হাইকোর্টে মামলা করে জানান যে, স্থানীয় কিছু সমস্যা থাকার কারণে এলাকায় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বাসিন্দারা ৷ তাঁরা কেউ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে যাননি । কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে এলাকার বাসিন্দারা এটা শুনে অবাক হয়ে যান যে, ওই বুথে 95 শতাংশ ভোট পড়েছে । কীভাবে ওই বুথে এত ভোট পড়ল সেই প্রশ্ন তুলেছেন তাঁরা ৷

ডিজি-কে তদন্তের নির্দেশ বিচারপতির: মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই ঘটনা তুলে ধরার পর বিচারপতি অমৃতা সিনহা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন । এই ঘটনার তদন্তের জন্য একজন দায়িত্বশীল অফিসারকে দায়িত্ব দিতে ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা ।

আরও পড়ুন: সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল, আদালতের পথে বিজেপি

রিপোর্ট জমা দিতে নির্দেশ: এ ব্যাপারে 3 অগাস্ট আদালতে রিপোর্ট পেশ করতে হবে । এ ছাড়াও নিউটাউন থানার আইসি-কে এই তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । এছাড়াও রাজারহাট ব্লকের এসডিও-কে পঞ্চায়েত রিটার্নিং অফিসার হিসাবে 9 অগাস্ট রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন তিনি ।

বেলডাঙার বিডিও-কে তলব: নাসিমা বিবি নামে অন্য এক মামলাকারীর মামলায় বিচারপতি অমৃতা সিনহা বেলডাঙা ব্লকের বিডিওকে 1 অগাস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন । তাঁকে জানাতে হবে কীভাবে গণনাকেন্দ্রের বাইরে মিলল ব্যালট পেপার ।

Last Updated : Jul 18, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.