কলকাতা, 15 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court News) বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কটের (Justice Mantha Bench Boycott) ঘটনায় সবিস্তার তথ্য জানতে শহরে এসে পৌঁছলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) তথ্য অনুসন্ধান কমিটির দুই সদস্য (Fact Finding Committee)। মোট তিন সদস্যের কমিটির আর একজন সন্ধ্যার পরে শহরে এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে ।
শহরে তথ্য অনুসন্ধান কমিটি
বিচারপতির বেঞ্চ বয়কটের ঘটনায় সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট-সহ দেশের অন্যান্য হাইকোর্টের আইনজীবীদের চিঠির প্রেক্ষিতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া তিন সদস্যের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে । কেন বিচারপতি মান্থার বেঞ্চের সামনে প্রবেশ পথ আটকে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে 17 জানুয়ারি কমিটি রিপোর্ট দেবে ।
দেখা হবে সিসিটিভি ফুটেজ
তিন সদস্যের এই কমিটি আগামিকাল, অর্থাৎ সোমবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির সঙ্গে দেখা করবে ৷ বারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি গত 9 জানুয়ারি ঠিক কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখতে, ওই দিনের সিসিটিভি ফুটেজ বিচার বিশ্লেষণ করবে তারা ।
বিরোধিতায় রাজ্য বার কাউন্সিল
রাজ্য বার কাউন্সিল ইতিমধ্যেই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের বিরোধিতা করেছে । কোনও রকম নোটিশ ছাড়া কীভাবে এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হল, সেই প্রশ্ন তুলে আগামিকাল কালো পতাকা পরে আইনজীবীরা কালা দিবস পালন করবেন বলে আগেই জানিয়েছে রাজ্য বার কাউন্সিল ।
আরও পড়ুন: বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট! তদন্তে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কমিটি
সুপ্রিম কোর্টে চিঠি রাজ্য বার কাউন্সিলের 3 সদস্যের
যদিও রাজ্য বার কাউন্সিলের তিন জন সদস্য কালা দিবস পালনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্য বার কাউন্সিল কারওকে কোনও চিঠি না দিয়ে একতরফা ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে । সূত্রের খবর, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের দল আগামিকাল সকাল 10.30টায় কলকাতা হাইকোর্টে পৌঁছবে । অন্যদিকে, বিচারপতি মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে বিচারপতি নিজেই যে রুল জারি করেছিলেন, সেই সংক্রান্ত মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করেছেন ৷